For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কিভাবে স্বামী একটি অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করতে পারে

By Tulika Ghoshal
|

স্বামীরাও গর্ভাবস্থা প্রতিরোধ করতে পারেন! অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করতে একজন নারী প্রচুর উপায়ের সাহায্য় নিতে পারেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে, পুরুষদের পক্ষে এটা অনেক সহজ এবং নিরাপদও নিজেকে প্রতিরোধ করা, যখন সে বাবা হওয়ার জন্য প্রস্তুত নয়|

বিশেষজ্ঞদের মতে, সাধারণত মিহলারাই জন্মনিয়ন্ত্রণ বড়ি, গর্ভনিরোধক ওষুধ অথবা অন্যান্য বিকল্পের জন্য ক্লিনিকে আসেন|

যখন পুরুষদের জন্য গর্ভধারণ রোধ করার উপায় আছে তাহলে কেন দম্পতিরা সেইটির সর্বোত্তম ব্যবহার করবেন না| আজ, বোল্ডস্কাই, সেই সব পুরুষদের জন্য এমন পাঁচটি জন্মনিয়ন্ত্রণ উপায় শেয়ার করছে যাদের স্ত্রীরা এখনই বাচ্চা নিতে প্রস্তুত নন অথবা জন্মনিয়ন্ত্রক বা এই সম্পর্কিত অন্যান্য ওষুধের ওপর নির্ভর করতে পারবেন না|

গবেষণায় দেখা গেছে এই পাঁচটি উপায়ের মধ্যে তিনটি উপায় ৮৫ শতাংশ গর্ভধারণ রোধ করতে পারে| তাই স্বামীরা অবশ্য়ই জন্মনিয়ন্ত্রণ করতে পারে এই উপায়গুলি পড়ুন এবং ব্যবহার করার চেষ্টা করুন।

আধুনিক পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণের পাঁচটি উপায়:

সংযম

সংযম

যখন কোন ব্যক্তি সংযমি হন তখন স্ত্রীয়ের গর্ভবতী হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। তবে ভালোবাসতে বিরত থাকাটা বৈবাহিক জীবনের জন্য় একেবারেই স্বাস্থ্য়কর নয়।

কনডম

কনডম

বলা হয়ে থাকে যে, গর্ভাবস্থা প্রতিরোধ করতে পুরুষদের কনডম ব্যবহার করা উচিত| কনডম পুরুষাঙ্গে ধারণ করতে হয়। এটা শুধু যে শুধু গর্ভধারণ রোধ করে, তাই নয়, সেই সঙ্গে এটি যৌন রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে|

আউটারকোর্স

আউটারকোর্স

আউটারকোর্স আর একটি উপায় যার দ্বারা স্বামীরা গর্ভধারণ রোধ করতে পারেন| সহজ কথায়, আউটারকোর্স যোনির বাইরে শুক্রাণু রাখে এবং তাই গর্ভধারণ রোধ করে| মহিলাদের জন্যও এটি একটি কার্যকর পদ্ধতি|

ভ্যাসেকটমি

ভ্যাসেকটমি

এটি অবশ্য পুরুষদের গর্ভধারণ রোধ করার সবচেয়ে ব্যয়বহুল উপায়| ভ্যাসেকটমির দ্বারা পুরুষদের নির্বীজকরণ করা হয়, যা গর্ভাবস্থা রোধ করে| যদিও অনেক পুরুষ এই পদ্ধতি অনুসরণ করতে একেবারেই পছন্দ করেন না। যদিও এটা বেশ কার্যকর এবং উত্তম যদি আপনি কখনও পিতা হতে না চান|

প্রত্যাহার

প্রত্যাহার

স্বামীরা প্রত্যাহারের পদ্ধতি অনুশীলনের দ্বারা গর্ভধারণ রোধ করতে পারেন| প্রত্যাহারকে কয়টাস ইন্টেরেপ্টাস (coitus interruptus) বা "পুল আউট মেথড" বলা হয়ে থাকে| এটা এমন একটি পদ্ধতি যা অধিকাংশ লোক যোনি মিলনের সময় অনুসরণ করে থাকেন, গর্ভধারণ রোধ করার চেষ্টায়| এটা একশো ভাগ নিরাপদ নয় যদিও। তবে এটি সহজ এবং সুবিধাজনক|

English summary

কিভাবে স্বামী একটি অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করতে পারে

Husbands can prevent pregnancy too! Women may have a million options to prevent an unwanted pregnancy, but experts state that when it comes to a man it is much easier and safer to help for him to prevent himself from becoming a father when he isn't ready.
Story first published: Saturday, January 7, 2017, 11:42 [IST]
X
Desktop Bottom Promotion