For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Lunar Eclipse 2023: বছরের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে, ভারতে কি দেখা যাবে? জেনে নিন বিস্তারিত

|

২০২৩ সালে মোট চারটি গ্রহণ ঘটবে। এর মধ্যে দু'টি সূর্য গ্রহণ এবং দু'টি চন্দ্রগ্রহণ। ২০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটেছে, যা ভারতে দৃশ্যমান ছিল না। এর পর ৫ মে, শুক্রবার ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।

বিশেষজ্ঞরা বলছেন, ৫ মে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse) ঘটতে চলেছে। ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ। সেই কারণে এর সূতককাল আমাদের দেশে কার্যকরী হবে না। চলুন জেনে নেওয়া যাক, চন্দ্রগ্রহণ কবে, কখন এবং কোথায় কোথায় দেখা যাবে-

Lunar Eclipse 2023

চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়
২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে বুদ্ধ পূর্ণিমার দিনে অর্থাৎ ৫ মে, শুক্রবার। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে ৫ মে রাত ৮টা ৪৪ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত ১টা ০১ মিনিটে, ৬ মে। এ দিন চন্দ্রগ্রহণ চলবে মোটামুটি ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে।

উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কী?
৫ মে হতে ঘটতে চলেছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশ (penumbra) দিয়ে পার করে। এই গ্রহণে চাঁদের ঔজ্জ্বল্য কিছুটা কমে যায়। তবে চাঁদ ভালো ভাবেই দেখা যায়।

কোথায় কোথায় দেখা যাবে?
ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

চন্দ্রগ্রহণ কখন হয়?
চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয়, তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। তখন একে চন্দ্রগ্রহণ বলে। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হয়।

English summary

Lunar Eclipse 2023 in India: When Is First Chandra Grahan Of 2023? Check Date, Timings and other details in Bengali

A penumbral lunar eclipse will take place on Friday, may 5, 2023. Check out the details of the eclipse in Bengali.
Story first published: Wednesday, April 26, 2023, 11:23 [IST]
X
Desktop Bottom Promotion