For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Christmas Celebration Ideas: বড়দিন উদযাপন করুন এবার বাড়িতেই? রইল কিছু সেরা টিপস

|

বেশ জাঁকিয়ে শীত পড়েছে। শহর জুড়ে এখন ক্রিসমাসের মরশুম। আর বড়দিন মানেই নানা স্বাদের কেক, কুকিজ, ক্রিসমাস ক্যারল, গিফ্ট, ঘণ্টার টুংটাং আওয়াজ এবং মোজা ঝুলিয়ে সান্টা ক্লজের অপেক্ষা করা।

বড়দিন উদ্‌যাপন নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছেন অনেকেই। আবার, অনেকে এখনও ঠিক করেই উঠতে পারেননি কী ভাবে ক্রিসমাস উদযাপন করবেন।

How to Celebrate Christmas with Your Friends and Family

বড়দিন উদযাপন করতে যে বাইরেই যেতে হবে এমনটা কিন্তু নয়। আপনি চাইলে বাড়িতেই আনন্দ করতে পারেন। দেখে নিন কিছু টিপস-

গেট টুগেদার

গেট টুগেদার

বড়দিনে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা উপায় গেট টুগেদার। আপনার বাড়িতেই ছোটো পার্টি অথবা লাঞ্চ/ডিনারের আয়োজন করতে পারেন। প্রিয় বন্ধু ও আত্মীয়দের আমন্ত্রণ জানান। নাচ, গান, সুস্বাদু খাবার, মজাদার গেম আর জমিয়ে আড্ডা। এতেই জমে উঠবে আপনার ক্রিসমাস হাউস পার্টি।

বড়দিনের উপহার

বড়দিনের উপহার

ক্রিসমাস উদযাপনের আরেকটি সেরা উপায় হল বন্ধুবান্ধব, পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে উপহার আদান-প্রদান করা। সারপ্রাইজ গিফ্ট পেতে কার না ভালো লাগে! এই বড়দিনে আপনি সিক্রেট সান্তা সেজে আপনার প্রিয়জনদের সুন্দর সুন্দর উপহার ও বড়দিনের কার্ড উপহার দিতে পারেন। আপনার খুব কাছের কেউ যদি দূরে থাকে, তাহলে তার জন্য অনলাইনে উপহার পাঠাতে পারেন।

ঘর সাজান

ঘর সাজান

ক্রিসমাসের নানা সরঞ্জাম দিয়ে পুরো ঘর-বাড়ি সাজিয়ে ফেলুন। বড়দিন মানেই ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ। বাড়ি সাজাতে অবশ্যই প্রয়োজন এই দু'টি জিনিস। এ ছাড়াও ব্যবহার করুন ক্রিসমাস বল, স্টার, ছোটো ছোটো খেলনা, গিফ্ট বক্স, রেনডিয়ার, রঙবেরঙের আলো, চিকচিকে কাগজ, রঙিন মোমবাতি। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিলে সুন্দর করে বাড়ির প্রতিটি কোণ সাজিয়ে ফেলুন।

ক্রিসমাস স্পেশাল ফুড

ক্রিসমাস স্পেশাল ফুড

বড়দিন মানেই হল নানা রকমের কেক। এ দিন বাড়িতেই নানা স্বাদের কেক ও কুকিজ তৈরি করুন। লাঞ্চ/ডিনারের জন্য দেশি, বিদেশি হরেক রকমের সুস্বাদু খাবার তৈরি করুন।

বনফায়ার পার্টি

বনফায়ার পার্টি

বড়দিনে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে। এই সময় বনফায়ার কিন্তু দারুণ জমবে। বাড়ির পিছনে বা ছাদে বনফায়ারের আয়োজন করতে পারেন। পার্টিতে নানা ধরনের গেম-এর আয়োজন করতে পারেন। তার সঙ্গে নানা ধরনের খাওয়াদাওয়া, ডেকোরেশন তো আছেই।

English summary

How to Celebrate Christmas with Your Friends and Family In Bengali

Read the below to get ideas that how to celebrate Christmas with your friends and family.
X
Desktop Bottom Promotion