For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকে ট্যান পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়েই দূর করুন রোদে পোড়া দাগ!

|

গ্রীষ্মে ত্বকের সবচেয়ে বড় সমস্যা সান ট্যান। ত্বকের ধরন যেমনই হোক না কেন, কড়া রোদের দাপটে ট্যান পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর, স্কিনে ট্যান পড়ার ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ঢাকা পড়ে যায়।

ট্যান পরিষ্কার করতে অনেকেই বিভিন্ন ফেশিয়াল কিট ব্যবহার করেন। নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। এক্ষেত্রে ঘরোয়া প্যাক ব্যবহার করলে কিন্তু বেশি উপকার পেতে পারেন! দেখে নিন, ত্বকের ট্যান দূর করার কয়েকটি ঘরোয়া পদ্ধতি-

Home Remedies To Remove Sun Tan

টক দই ও টমেটো
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বক কোমল রাখে। টমেটোর খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। এর সঙ্গে টক দই মিশিয়ে ট্যানের উপর লাগান। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

ত্বকের ট্যান দূর করতে শসা
ট্যান এবং রোদে পোড়া ত্বকের জন্য শসা অত্যন্ত উপকারী। শসা ট্যান অপসারণে সাহায্য করে। শসার রস বের করে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। আপনি এতে সামান্য পাতিলেবুর রসও মেশাতে পারেন।

মসুর ডাল, টমেটো এবং অ্যালোভেরা প্যাক
মসুর ডাল সান ট্যান চিকিৎসায় অত্যন্ত কার্যকর। টমেটোর রস ত্বক উজ্জ্বল করে। অ্যালোভেরা ত্বককে প্রশমিত ও ময়েশ্চারাইজ করে।

২ টেবিল চামচ মসুর ডাল কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ডাল নরম হলে জল ঝরিয়ে বেটে নিন। এবার ডালের পেস্টে ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং ২ চা চামচ ফ্রেশ টমেটোর রস মেশান। রোদে পোড়া ত্বকে এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন।

আনারস এবং মধু
আনারসে রয়েছে ব্রোমেলাইন নামক এনজাইম, যা ত্বকের ক্ষতি হতে দেয় না এবং প্রদাহ কমায়। এ ছাড়াও, আনারস ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। যে কারণে ত্বকের ট্যান দূর করে ত্বক আরও উজ্জ্বল করে।

মিক্সিতে আনারসের টুকরো এবং ১ চা চামচ মধু দিয়ে পেস্ট করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। ত্বকে যেখানে ট্যান পড়েছে, সেখানে এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে নিন।

English summary

Home Remedies To Remove Sun Tan In Bengali

Check out the natural ways to treat sun tan at home.
X
Desktop Bottom Promotion