For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চলছে অধিকমাস, জানুন এই মাসে কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজ করা নিষিদ্ধ

|

প্রতি বছর মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের শেষ হয়েই শুয়ে হয়ে যেত দেবীপক্ষ। কিন্তু ২০২০ সালের চিত্রটা একটু অন্যরকম। এইবছর আশ্বিন মাসে অধিকমাস পড়ে যাওয়ার কারণে দুর্গাপুজো এবং মহালয়ার মধ্যে প্রায় এক মাসের ব্যবধান রয়েছে। হিন্দু ধর্মে এই মাসটির বিশেষ তাৎপর্য রয়েছে। অধিকমাসকে মলমাস এবং পুরুষোত্তম মাসও বলা হয়।

Dos And Donts During Adhik Maas

অধিকমাস কেন বলা হয়?

অধিকমাস কেন বলা হয়?

শাস্ত্র অনুযায়ী, সৌর বৎসর ৩৬৫ দিনে এবং চন্দ্র বৎসর ৩৫৪ দিনে গণনা করা হয়। আর এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকে ১১ দিনের। তিন বছরে এটি এক মাসের সমান হয়ে যায়। তাই, এই অতিরিক্ত মাসের পার্থক্য দূর করার জন্য প্রতি দুই-তিন বছর অন্তর যে অতিরিক্ত মাস আসে, তাকেই অধিকমাস বা মলমাস বলা হয়। ২০২০ সালে আশ্বিন মাসের অধিকমাস। আর এই মলমাসে সমস্ত পবিত্র কার্য বন্ধ থাকে।

গোটা মাসে কোনও সূর্য সংক্রান্তি থাকে না বলে এই মাসটি মলিন হয়ে যায়। তাই একে মলমাস বলা হয়। আবার, একই মাসে দুটি অমাবস্যাকেও মলমাস হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়। তাহলে জেনে নিন এই মাসে কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজ করা অশুভ।

অধিকমাসে কী কী করবেন

অধিকমাসে কী কী করবেন

১) এই মাসে ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার এবং শ্রীকৃষ্ণের পূজা করুন।

২) বিশ্বাস করা হয় যে, এই মাসে জপ ও তপস্যা করার ফল খুব ভাল হয়। এই মাসে ব্রত পালন করাও বিশেষ তাৎপর্যপূর্ণ।

৩) এই মাসে দান-ধ্যান করলে পুণ্য অর্জন হয়।

৪) এই মাসে ভ্রমণ, বীজ বপন, গাছ লাগানো, দান-দক্ষিণা দেওয়া, মানুষের জন্য কাজ, ইত্যাদি করা যেতে পারে।

অধিকমাসে কী কী করবেন না

অধিকমাসে কী কী করবেন না

১) এই মাসে খারাপ অভ্যাস এড়িয়ে চলুন এবং আমিষজাতীয় খাদ্য গ্রহণ করবেন না।

২) এই মাসে মাঙ্গলিক কার্যও নিষিদ্ধ। বিবাহ, নামকরণ, গৃহপ্রবেশ, ক্ষৌরকর্ম, দেবতা প্রতিষ্ঠা, যজ্ঞ, ইত্যাদি শুভ কার্য করা উচিত নয়।

৩) এই সময় নতুন পোশাক, ঘর, দোকান, গাড়ি, ইত্যাদি কেনা যায় না। তবে কোনও শুভ সময়ে জ্যোতিষের পরামর্শে গহনা কেনা যেতে পারে।

৪) বাড়িতে বা পরিবারে লড়াই, ঝগড়া, খারাপ ব্যবহার, ক্রোধ, মিথ্যা বলা, ইত্যাদি করবেন না।

৫) এই সময়ে কুঁয়ো বা পুকুর খনন, ইত্যাদি কাজ করা উচিত নয়।

শুরু হয়েছে অধিকমাস, জানুন এই মাস সম্পর্কিত পৌরাণিক কাহিনীশুরু হয়েছে অধিকমাস, জানুন এই মাস সম্পর্কিত পৌরাণিক কাহিনী

English summary

Dos And Dont's During Adhik Maas

Here are the dos and donts list which everyone should follow during the adhik maas.
X
Desktop Bottom Promotion