For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাদা প্রবাল ধারণেই মুক্তি মিলবে জীবনের সকল সমস্যা থেকে! জানুন কখন, কী ভাবে ধারণ করবেন

|

জীবনে সুখ, সমৃদ্ধি বজার রাখতে এবং ঝুট-ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন রত্নের ওপর ভরসা করেন। রত্নশাস্ত্রে এমন অনেক রত্নের উল্লেখ আছে, যেগুলি ধারণ করলে জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হওয়ার পাশাপাশি ভাগ্যও উজ্জ্বল হয়। আজ আমরা জানবো সাদা প্রবাল সম্পর্কে।

White Coral Stone Benefits and the Correct Way Of Wearing It

রত্নশাস্ত্র অনুসারে, সাদা প্রবাল গ্রহের ক্ষতিকর প্রভাব কমায়। এটি ধারণ অনেক দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও, সম্পদ বৃদ্ধিতে, ভূসম্পত্তি লাভে, চর্মরোগ নিবারণে এবং বিরুদ্ধ মঙ্গল গ্রহের প্রতিকারার্থে সাহায্যকারী রত্ন হিসেবে ব্যবহার করা হয় প্রবাল। আসুন জেনে নেওয়া যাক, সাদা প্রবাল কাদের কখন পরা উচিত এবং এটি ধারণের সঠিক বিধি -

সাদা প্রবাল পরার উপকারিতা

সাদা প্রবাল পরার উপকারিতা

রত্নশাস্ত্র অনুসারে, মানসিক স্বাস্থ্যের জন্য সাদা প্রবাল ব্যবহার করা খুব ভাল। তাই যাঁরা মানসিক অশান্তিতে ভুগছেন, তাঁরা অবশ্যই সাদা প্রবাল পরুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল না থাকলে, স্বামী-স্ত্রী উভয়েরই উচিত সাদা প্রবাল পরা। এতে তাঁদের মধ্যে প্রেম-ভালবাসা বাড়ে এবং সম্পর্ক মজবুত হয়।

কাদের সাদা প্রবাল পরা উচিত?

কাদের সাদা প্রবাল পরা উচিত?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁদের কুণ্ডলীতে মঙ্গল গ্রহ দুর্বল অবস্থানে রয়েছে, তাঁদের সাদা প্রবাল পরিধান করা উচিত। মেষ এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য সাদা প্রবাল অত্যন্ত উপকারি হতে পারে।

আপনার জন্মমাস অনুযায়ী ধারণ করুন রত্ন, জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্য আসবেই!আপনার জন্মমাস অনুযায়ী ধারণ করুন রত্ন, জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্য আসবেই!

প্রবাল ধারণের কাল

প্রবাল ধারণের কাল

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গলবার প্রাতঃকালে স্নানের পর একটি পাত্রে রেখে গঙ্গাজল নিয়ে তার মধ্যে প্রবালটি ডুবিয়ে দিন। এর পরে, 'ওঁ অং অঙ্গারকায় নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করতে করতে এটি পরিধান করুন।

প্রবাল ধারণের ধাতু

প্রবাল ধারণের ধাতু

রুপো দিয়ে সাদা প্রবাল পরা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তবে রুপো ছাড়াও তামা, সোনা ও পঞ্চধাতুতেও পরতে পারেন।

English summary

Know the White Coral Stone Benefits and the Correct Way Of Wearing It

Know the White Coral Stone Benefits and the Correct Way Of Wearing It. Read on.
Story first published: Saturday, August 20, 2022, 20:31 [IST]
X
Desktop Bottom Promotion