For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ganesh Chaturthi: গণেশ উৎসবে এই ভোগ নিবেদন করুন, কেটে যাবে জীবনের সব বাধা-বিপত্তি!

|

শাস্ত্র অনুসারে, সুখ ও সমৃদ্ধির দেবতা গণেশের জন্ম হয়েছিল ভাদ্র মাসের চতুর্থীতে। তাই প্রতি বছর এই দিন থেকেই গোটা দেশে ধুমধাম করে গণেশ উৎসব উদযাপন শুরু হয়। দশ দিন ব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। দশম দিনে গণপতি বিসর্জন হয়।

চলতি বছর গণেশ চতুর্থী পড়েছে ১৮ ও ১৯ সেপ্টেম্বর। এই দিন থেকেই শুরু হবে গণেশ উৎসব। গণেশ উৎসবের ১০ দিন তাঁর পছন্দের নানা পদ তৈরি করে তাঁকে ভোগ দেওয়া হয়। বিশ্বাস করা হয়, পুজোর দিনগুলিতে ভগবান গণেশকে তাঁর প্রিয় খাবারগুলি নিবেদন করলে তিনি খুব খুশি হন। চলুন জেনে নেওয়া যাক, গণেশ পুজোর সময় কোন কোন খাবার নিবেদন করা উচিত -

Ganesh Chaturthi Bhog

গণেশ উৎসবে অবশ্যই এই খাবারগুলি নিবেদন করুন

১) গণেশের প্রিয় খাবার মোদক। তাই গণেশ চতুর্থীতে অবশ্যই বিভিন্ন ধরণের মোদক অর্পণ করুন। এতে খুশি হবেন দেবতা গণেশ।

২) গণেশ উৎসবের দ্বিতীয় দিনে গণপতি ভগবানকে মতিচুর লাড্ডু নিবেদন করুন।

৩) গণেশ পূজায় ভোগ হিসেবে বেসনের লাড্ডু নিবেদন করুন।

৪) ভগবান গণেশকে কলা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই গণেশ উৎসবে কলা অবশ্যই রাখুন।

আরও পড়ুন : চলতি বছর কবে পড়েছে গণেশ চতুর্থী? জেনে নিন তিথি ও পূজার সময়

৫) মাখনের ক্ষীর খুব পছন্দ করেন দেবতা গণেশ। তাই গণেশ পুজোয় মাখন ক্ষীর অবশ্যই অর্পণ করুন।

৬) গণেশ পূজায় নারকেল ও মেওয়া লাড্ডু অবশ্যই অর্পণ করুন।

৭) দুধের তৈরি কালাকান্দ ভগবান গণেশের খুব প্রিয়। তাঁর পূজায় অবশ্যই রাখুন এই মিষ্টি।

৮) কেশর দিয়ে তৈরি শ্রীখণ্ড নিবেদন করুন গণেশের কাছে।

English summary

Ganesh Chaturthi 2023 Bhog : Offer These Items For Ganpati Puja To Bring Wealth and Prosperity

Lord Ganesha showers blessings on the devotees when they offer him his favorite things. The grace of Lord Ganesha brings happiness, peace, and prosperity comes to the family.
X
Desktop Bottom Promotion