For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips: ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে তামার সূর্য! জানুন বাড়ির কোন দিকে রাখবেন

|

Vastu Tips For Copper Sun in Bengali: সংসারে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে বাস্তুশাস্ত্রে অনেক টিপসের উল্লেখ আছে। কোন দিকে কোন জিনিস রাখলে শুভ, কোন দিকে রান্নাঘর, বাথরুম ও পূজা ঘর থাকা ফলদায়ক, এই সব কিছুর উত্তর মিলবে বাস্তুশাস্ত্রে।

বাস্তুশাস্ত্রে তামার সূর্যকেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয়, সঠিক স্থানে তামার সূর্য রাখলে, ঘর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচক শক্তির বিস্তার ঘটে। জেনে নিন, তামার সূর্য ঘরের কোথায় স্থাপন করা উচিত এবং এর ফলে কী কী উপকার মেলে-

Which is the best direction for hanging Copper Sun according to Vastu

বাড়িতে তামার সূর্য রাখার উপকারিতা

১) ঘরে তামার তৈরি সূর্যের মূর্তি রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

২) তামার সূর্য ঘরে থাকলে পরিবারের সদস্যদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে যশ, খ্যাতি এবং সম্মান বাড়ে।

৩) তামা একটি প্রভাবশালী ধাতু হিসেবে পরিচিত। ঘরে তামার সূর্য থাকলে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করে।

৪) যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য তামার সূর্য খুবই উপকারী।

৫) এটি বাড়ির লোকেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। পারিবারিক কলহ থেকে মুক্তি দেয়।

৬) ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা বা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তামার সূর্য স্থাপন করা খুবই লাভদায়ক।

আরও পড়ুন: হাতে টাকা আসছে না? সংসারে কলহ লেগেই রয়েছে? বাস্তু দোষ কাটাতে মেনে চলুন এই ৭ নিয়ম!

বাড়ির কোন দিকে রাখবেন?

১) বাড়ির পূর্ব দিকে যদি কোনও জানালা বা পথ না থাকে, তাহলে পূর্ব দেওয়ালে তামার সূর্য স্থাপন করতে পারে। এতে বাস্তু দোষ দূর হয়, ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

২) বাড়ির প্রধান দরজা পূর্ব দিকে থাকলে, দরজার বাইরের দিকে তামার সূর্য লাগান। এমনভাবে লাগান যাতে ঘরে প্রবেশের সময় সূর্য সবার আগে চোখে পড়ে। এতে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।

৩) অফিসে পূর্ব দিকের দেওয়ালে তামার সূর্য ঝুলিয়ে রাখলে কর্মজীবনে উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে।

English summary

Vastu Tips: Which is the best direction for hanging Copper Sun according to Vastu?

Hang a copper sun in the east direction of your home or workplace to make the best of copper sun vastu benefits. Read on.
Story first published: Thursday, January 12, 2023, 17:40 [IST]
X
Desktop Bottom Promotion