For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়িতে টিকটিকির উপদ্রব বাড়ছে? এই পদ্ধতি প্রয়োগে নিমেষেই হবে সমাধান!

|

ছারপোকা, পিঁপড়ে, উইপোকার মতোই বাড়িতে টিকটিকির উপদ্রব হওয়া খুবই সাধারণ। টিকটিকি নেই এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। তবে, বাড়ি বা ঘরে টিকটিকি থাকা খুব একটা ক্ষতিকারক নয়, বরং পোকামাকড় খেয়ে আমাদেরই উপকার করে এরা৷ প্রায় ৬০০ প্রজাতির টিকটিকি রয়েছে। অনেকেই টিকটিকি দেখলে ভয় পায় বা ঘরে টিকটিকি থাকা পছন্দ করেন না। আপনিও যদি টিকটিকি ভয় পান বা বাড়ির কেউ যদি পছন্দ না করেন তাহলে আমাদের এই আর্টিকেলটি পড়ুন। এখানে আমরা ঘর থেকে টিকটিকি তাড়ানোর কয়েকটা সহজ পদ্ধতি আপনাদের জানাব।

How to Get Rid of Lizards from Home

কফি

কফি

কফি আর তামাক গুঁড়ো খুব অল্প জলে ভালভাবে মিশিয়ে ছোট ছোট বলের আকারে গড়ুন৷ ঘরের যেখানে যেখানে টিকটিকি থাকে সেখানে এই বলগুলি ছড়িয়ে দিন৷ এগুলি দেখলে টিকটিকি ভয় পায়৷

ডিমের খোসা

ডিমের খোসা

ঘরে যদি টিকটিকির উৎপাত খুব বেড়ে যায়, সেক্ষেত্রে ডিমের খোসা ছাড়িয়ে উপরের দিকে রেখে দিন। দেখবেন টিকটিকি পালাবে।

পেঁয়াজ

পেঁয়াজ

পেঁয়াজ ব্যবহার করেও আপনি খুব সহজে ঘর থেকে টিকটিকি তাড়াতে পারেন। পেঁয়াজের গন্ধ টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না৷ তাই, পেঁয়াজ কেটে কেটে ঘরের বিভিন্ন কোণে, জানালা এবং দরজার গোড়ায় রেখে দিন৷ দেখবেন টিকটিকি আসবে না৷ এছাড়াও, পেঁয়াজের রসে জল মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন৷

ন্যাপথলিন

ন্যাপথলিন

বাড়ি বা ঘরের যেখানে টিকটিকি বেশি সেখানে, টেবিলের উপর, বাথরুমের শুকনো জায়গায়, রান্নাঘরের তাকে, অন্যান্য জায়গায়, ন্যাপথলিন রেখে দিলে টিকটিকির উপদ্রব অনেকটা কমবে।

আরশোলার উপদ্রবে অতিষ্ঠ? দেখে নিন ঘর থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায়আরশোলার উপদ্রবে অতিষ্ঠ? দেখে নিন ঘর থেকে আরশোলা তাড়ানোর সহজ উপায়

তেজপাতা

তেজপাতা

তেজপাতা পুড়িয়েও দূর করতে পারেন টিকটিকি৷ একটা তেজপাতা পুড়িয়ে সেই গন্ধ যদি ঘরের চারিদিকে বা বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে দিতে পারেন৷ নিমেষেই পালাবে টিকটিকি! কয়েকদিন পর পর তেজপাতা পোড়ালেই তা কাজে দেবে৷

রসুন

রসুন

রসুনের গন্ধও টিকটিকিরা সহ্য করতে পারে না। তাই, কয়েকটা রসুনের কোয়া নিয়ে সেগুলি থেঁতো করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিন। আবার, রসুন বেটে তা জলে মিশিয়ে ঘরে স্প্রে করলেও টিকটিকি পালাবে।

ময়ূরের পালক

ময়ূরের পালক

যেসব জায়গায় টিকটিকি বেশি ঘোরাফেরা করে, সেই সমস্ত জায়গায় ময়ূরের পালক রেখে দিন। টিকটিকি হল ময়ূরের খাদ্য। তাই, ময়ূরের পালক দেখলে টিকটিকিরা ভয় পায় এবং পালিয়ে যায়। তবে বেশিদিন একই জায়গায় ময়ূরের পালক রাখলে তা কাজে নাও দিতে পারে। তাই কয়েকদিন অন্তর অন্তর জায়গা পাল্টে দিন।

English summary

How to Get Rid of Lizards from Home in Bengali

Read to know the best home remedies for get rid of lizards from Home.
X
Desktop Bottom Promotion