For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips: আর্থিক সঙ্কটে ভুগছেন? বাস্তু মেনে ঘরে লাগান জবা গাছ!

|

বাস্তুমতে বাড়িতে গাছপালা রাখা খুবই শুভ। বাড়িতে গাছপালা থাকলে দেব-দেবীর আশীর্বাদ মেলে এবং জীবনের সব ঝামেলা থেকেও মুক্তি মেলে। বাস্তুশাস্ত্রে জবা ফুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফুল জীবনের অনেক সমস্যা দূর করতে কাজ করে। জবা ফুল মা কালীর আরাধনায় অত্যন্ত মঙ্গলফলদায়ক। এ ছাড়াও শাস্ত্র মতে, গণেশ দেবও এই ফুলে তুষ্ট হন।

চলুন জেনে নেওয়া যাক, ঘরে সুখ ও সমৃদ্ধি ফেরাতে বাড়ির কোন দিকে জবা ফুল লাগাবেন।

Vastu Tips for Placing Hibiscus Plant

১) সূর্য দোষ দূর করতে জবা ফুল খুবই উপকারী। বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ লাগান। এতে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তু মতে, পড়ার টেবিলে জবা ফুল রাখলে বাচ্চারা পড়াশোনায় আগ্রহী হয়।

২) মঙ্গল দোষ দূর করতেও জবা ফুল খুব উপকারী। ঘরে জবা ফুলের চারা লাগান। এতে মঙ্গল দোষ দূর হবে। এর পাশাপাশি জীবনে আসা সব সমস্যাও দূরে যাবে।

৩) বাস্তু মতে, জবা ফুল সূর্যদেবের অতি প্রিয়। জবা ফুল ছাড়া সূর্য পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। প্রতিদিন জলে জবা ফুল রেখে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং ক্যারিয়ারে অগ্রগতি হবে।

৪) মঙ্গলবার হনুমানকে লাল জবা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। শুক্রবার মা লক্ষ্মীর পূজার সময় জবা ফুল অর্পণ করুন। এতে আর্থিক সমস্যা দূর হয় এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

English summary

Vastu Tips for Placing Hibiscus Plant In Bengali

Here we are talking about vastu tips for placing hibiscus plant. Read on.
Story first published: Friday, March 24, 2023, 21:33 [IST]
X
Desktop Bottom Promotion