For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের যত্নে ব্যবহার করুন কাঁচা আদা, ব্রণ ও দাগছোপ দূর হবে নিমেষেই!

|

নিরামিষ হোক বা আমিষ, রান্নায় এক টুকরো আদা পড়লে স্বাদ বহুগুণ বেড়ে যায়। তবে শুধু রান্নার স্বাদ ফেরাতেই নয়, ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতেও আদার জুড়ি মেলা ভার। অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আদা। ত্বকের বলিরেখা আটকায়, ত্বক উজ্জ্বল করে, ত্বক থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিয়ে ত্বকে রক্ত চলাচল ঠিক রাখে। ত্বকের গভীরে ঢুকে ব্যাক্টেরিয়ার সংক্রমণ প্রতিহত করে।

DIY Ginger Face Masks For Healthy Skin

আদায় রয়েছে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, যা ত্বকের জ্বালা ভাব কমিয়ে দেয়। তাহলে জেনে নিন, ত্বকের যত্নে আদা কী ভাবে ব্যবহার করবেন -

আদা, মধু, লেবু এবং দুধ

আদা, মধু, লেবু এবং দুধ

১ চা চামচ আদা পাউডার, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ লো ফ্যাট দুধ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর গরম জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। এরপর মুখে অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

লেবুর ত্বকে বয়সের দাগ এবং ব্রণের দাগ হালকা করে। দুধ ক্ষত নিরাময়ে সহায়তা করে।

আদা, মধু এবং হলুদ

আদা, মধু এবং হলুদ

২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ হলুদ , ৪ টেবিল চামচ আদা পাউডার একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

মধু ত্বককে ময়েশ্চারাইজ এবং কোমল রাখে। ত্বকে রিঙ্কেলস পড়তে দেয় না এবং তারুণ্যতা বজায় রাখে। হলুদ হাইপারপিগমেন্টেশন কমায়।

আদা এবং অলিভ অয়েল

আদা এবং অলিভ অয়েল

আদার পেস্টের সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে পুরো মুখে সমানভাবে লাগান। ১৫-২০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের কালো দাগছোপ পরিষ্কার করতে সাহায্য করে এই মাস্ক। অলিভ অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে।

আদা এবং ওটস

আদা এবং ওটস

ওটস পাউডারের সঙ্গে ৪ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ আদা পেস্ট, অর্ধেক কমলালেবুর জেস্ট, ৩ টেবিল চামচ কমলালেবুর রস এবং ১-২ টেবিল চামচ জল ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রাখার পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেস মাস্ক ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ফটো এজিং এবং কোলাজেন ক্ষয় কমায়। ওটস চুলকানি, ব়্যাশ এবং শুষ্ক, খসখসে ত্বক প্রশমিত করতে সাহায্য করে।

English summary

DIY Ginger Face Masks For Healthy Skin In Bengali

Let’s look at a few DIY ginger face masks for healthy and radiant skin.
Story first published: Thursday, January 5, 2023, 22:09 [IST]
X
Desktop Bottom Promotion