For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Durga Puja 2022 : মহালয়া থেকে বিজয়া দশমী, জেনে নিন এ বছরের দুর্গা পুজোর দিন, তিথি ও শুভক্ষণ

|

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে পুজো আসছে। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। ষষ্ঠী থেকে দশমী, শারদীয়া দুর্গোত্‍সবের এই পাঁচ দিন মেতে ওঠেন ধনী-দরিদ্র নির্বিশেষে আপামর বাঙালি। ঘরের মেয়েকে স্বাগত জানাতে সেজে ওঠে ধনীর অট্টালিকা থেকে গরীবের কুঁড়েঘর।

Durga Puja 2022 start and end date

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রায় প্রতি বছরই আশ্বিন মাসে দুর্গা পুজো পড়ে। আর ইংরাজী ক্যালেন্ডারে অনুসারে, কোনও বছর সেপ্টেম্বর, অক্টোবর আবার কোনও বছর নভেম্বরেও পড়ে। তাহলে দেখে নিন, ২০২২ সালের দুর্গা পুজোর দিন-ক্ষণ, তিথি।

মহালয়া

মহালয়া

এ বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। বাংলা মাস অনুযায়ী ৯ আশ্বিন, ১৪২৯।

মহালয়ায় পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। মহালয়ার ভোরে বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুমধুর কণ্ঠস্বরের সেই চিরাচরিত স্তোত্রপাঠ "আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোকমঞ্জীর।" এ দিন ভোরবেলা গঙ্গার ঘাটে কিংবা কোনও জলাশয়ের ঘাটে পিতৃপুরুষদের স্মরণে তর্পণ করার রীতিও প্রচলিত।

পঞ্চমী ও ষষ্ঠী

পঞ্চমী ও ষষ্ঠী

পঞ্চমী পড়েছে ৩০ সেপ্টেম্বর, শুক্রবার। বাংলার ১৩ আশ্বিন।

ষষ্ঠী পড়েছে পয়লা অক্টোবর, শনিবার। বাংলার ১৪ আশ্বিন। সকাল ৬টা ২৪ মিনিটে ষষ্ঠী তিথি শুরু। ভোর রাত্রি ৪টে ০৪ মিনিটে ষষ্ঠী শেষ। এ দিনই মায়ের ষষ্ঠীবিহিত পুজো ও কল্পারম্ভ। পরে বোধন, আমন্ত্রণ, অধিবাস।

সপ্তমী

সপ্তমী

সপ্তমী পড়েছে ২ অক্টোবর, রবিবার। বাংলার ১৫ আশ্বিন। সপ্তমীতেই নবপত্রিকা স্নান। ৪টে ০৫ মিনিট নাগাদ সপ্তমী শুরু, থাকছে ৬টা ২৩ মিনিট পর্যন্ত।

অষ্টমী

অষ্টমী

চলতি বছর অষ্টমী পড়েছে ৩ অক্টোবর, সোমবার। বাংলার ১৬ আশ্বিন। এ দিন কুমারী পুজো হয়। অষ্টমী শুরু হচ্ছে ২ অক্টোবর সন্ধে নাগাদ। আগের দিনে সন্ধ্যে ৬টা ২৪ মিনিটে শুরু হয়ে বিকেল ৩ টে ৩৬ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে। এ দিনই বিধিমতে সন্ধিপুজো পড়ে।

সন্ধিপুজো

৩ অক্টোবর বিকেল ৩টে ৩৬ মিনিটে সন্ধিলগ্ন শুরু, থাকছে বিকেল ৪টে ২৪ মিনিট পর্যন্ত। বিধিমতে সন্ধিপুজোর পরেই নবমী তিথি শুরু।

নবমী

নবমী

নবমী ৪ অক্টোবর, মঙ্গলবার। বাংলার ১৭ আশ্বিন। তিথি অনুসারে দুপুর ১টা ৩৪ মিনিট পর্যন্ত নবমী থাকছে। এর পর পড়ে যাচ্ছে দশমী।

দশমী

দশমী

শাস্ত্র মতে দশমীতেই দেবী দুর্গার গমন। মা চলে যাবেন কৈলাশে। বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, বুধবার। বাংলার ১৮ আশ্বিন। দশমী তিথি থাকছে বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত। দশমীর দিন মায়ের বরণ পর্ব শেষে বিসর্জন, সিঁদুর খেলা। তার পরে মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের প্রণাম ও ছোটোদের শুভেচ্ছা জানানোর লগ্ন।

English summary

Durga Puja 2022 : Start and end date, timing, day-wise calendar, and puja vidhi in bengali

Durga Puja 2022 start and end date, All you need to know about the five days dedicated to Devi Durga. Read on.
X
Desktop Bottom Promotion