For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ : দেখে নিন এই দিবসের ইতিহাস, থিম এবং তাৎপর্য

|

আজ 'বিশ্ব জনসংখ্যা দিবস'। ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনসংখ্যা এবং এর সাথে জড়িত সমস্ত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এই দিনটিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জনসংখ্যাকে সম্পদ বলা হলেও, অতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বেকারত্ব, চিকিৎসা সমস্যা, অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, দারিদ্রতা, ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষই বাস করে ভারত ও চিনে। বর্তমানে ভারতের জনসংখ্যা ১৩০ কোটির উপরে। এই দিনটি সম্পর্কে আরও জানতে আর্টিকেলটি পড়ুন।

World Population Day 2020 : History, Theme And Significance Of This Day

বিশ্ব জনসংখ্যা দিবসের ইতিহাস

১৯৮৭ সালে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৫০০ কোটিতে পৌঁছে গিয়েছিল। তারপর থেকেই গোটা বিশ্বে জনসংখ্যার চাপ, অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষা, বেকারত্ব, চিকিৎসা পরিষেবার অপ্রতুলতা, ইত্যাদি সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগী হয় রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি। তাদের উদ্যোগেই ১৯৮৯ সালে ১১ জুলাই দিনটিকে বেছে নেওয়া হয় 'বিশ্ব জনসংখ্যা দিবস' হিসেবে। এইবছরই প্রথম এই দিনটি পালিত হয়েছিল। তার পর থেকেই প্রতি বছর বিশ্বজুড়ে 'বিশ্ব জনসংখ্যা দিবস' পালিত হয়ে আসছে।

২০২০ সালের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম

আমরা সবাই জানি যে, প্রতিটি ইভেন্টের সাথে সম্পর্কিত একটি নির্দিষ্ট থিম থাকে। সেই থিমের উপর ভিত্তি করেই দিবসটি পালন করা হয় এবং থিম একটি বিশেষ সমস্যা মোকাবিলায় ফোকাস করতেও সহায়তা করে। এই বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের থিমটি হল 'Safeguarding The Health And Rights Of Women During The COVID-19'.

আরও পড়ুন : জাতীয় চিকিৎসক দিবস ২০২০ : জেনে নিন এই দিবসের থিম, ইতিহাস এবং তাৎপর্য

বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য

ক) এই দিনটি তরুণ সমাজকে রিপ্রোডাক্টিভ হেল্থ-এর গুরুত্ব বোঝার ক্ষমতা প্রদান করে।

খ) সমাজে ব্যপকভাবে প্রচলিত লিঙ্গ বৈষম্য নির্মূল করার দিকেও মনোযোগ দেয়।

গ) প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্যও বেশ কয়েকটি কর্মসূচির আয়োজন করা হয়।

ঘ) যৌন রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন বক্তৃতা এবং শিক্ষামূলক চলচ্চিত্র প্রকাশিত হয়।

ঙ) অল্প বয়সী ছেলে-মেয়েদের যৌন সংক্রমণজনিত রোগ এবং কীভাবে অযাচিত গর্ভধারণ এড়ানো যায় সে সম্পর্কে শেখানো হয়।

English summary

World Population Day 2020 : History, Theme And Significance Of This Day

Every year 11 July is observed as World Population Day in order to raise awareness about the growing global population.
X
Desktop Bottom Promotion