For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World Environment Day 2021 : কীভাবে শুরু হয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন? জেনে নিন ইতিহাস ও এবছরের থিম

|

পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করতে প্রতি বছর ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' পালন করা হয়। বহু বছর ধরে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। প্রকৃতি আমাদের যা দিয়েছে তার মূল্য বোঝা এবং তাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে প্রত্যেককে সচেতন করতে প্রতি বছর 'বিশ্ব পরিবেশ দিবস' পালন করে জাতিসংঘ।

বিশ্ব পরিবেশ দিবস পালনে প্রতিবছর ১৪৩-টিরও বেশি দেশ অংশ নেয়। প্রতি বছর নির্দিষ্ট থিমের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।

World Environment Day 2021

বিশ্ব পরিবেশ দিবসের সূচনা

১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল, পরিবেশের সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করা। এর ঠিক দু'বছর পরে অর্থাৎ ১৯৭৪ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছিল। প্রথমবার আমেরিকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, যার থিম ছিল 'অনলি ওয়ান আর্থ'। সেই থেকেই প্রতিবছর ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়ে আসছে।

১৯৮৭ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, প্রতি বছর রোটেশন বেসিস এই দিনটি পালন করা হবে। তাই, প্রতি বছর এই দিবসটি পালনের জন্য আলাদা একটি আয়োজক দেশ বেছে নেওয়া হয়।

বিশ্ব পরিবেশ দিবস ২০২১-এর থিম

এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম রাখা হয়েছে 'Ecosystem Restoration'অর্থাৎ 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা'। এবার আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানকে।

বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার বিভিন্ন উপায়ে করা যেতে পারে, যেমন - শহর থেকে গ্রাম সবুজে ভরিয়ে তোলা, গাছ লাগানো, বাগান তৈরি করা, নদী ও উপকূল পরিষ্কার করা, ইত্যাদি।

মানব সমাজ বা প্রাণী সমাজের অস্তিত্ব প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি বাঁচাতে হলে গোটা মানব জাতিকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকলকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। তাহলেই এই সুন্দর ধরণী থাকবে সুজলা-সুফলা শস্য শ্যামলা, কমবে দূষণ।

আরও পড়ুন : World Environment Day 2021: পরিবেশ দিবসে আপনার পরিচিতদের এই মেসেজগুলি পাঠান, পরিবেশ রক্ষায় উৎসাহিত করুন

English summary

World Environment Day 2021 : History, Theme, significance and all you need to know

Here is all you need to know about World Environment Day 2021. Read on.
Story first published: Saturday, June 5, 2021, 11:18 [IST]
X
Desktop Bottom Promotion