For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন কোন উপায়ে ধরে রাখবেন নিজের বয়স

|

বহু মানুষ রয়েছেন যারা বয়সের চোখরাঙানিকে দূরে ঠেলে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। বয়সটা তাদের কাছে নেহাতই একটি সংখ্যা ছাড়া আর কিছু নয়। [শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এই উপায়ে]

এটা সত্যি যে প্রতিদিনই একটু একটু করে বয়স বাড়বে। সেটাকে আটকে রাখার কোনও উপায় নেই। তবে একইসঙ্গে এটাও প্রমাণিত যে কিছু উপায়ে বয়সের ছাপকে শরীরে পড়া থেকে আটকে রাখা যায়। কিছু পদ্ধতি অবলম্বন করলে দুই কুড়ি বয়সেও আপনাকে এক কুড়ি বয়সের মতোই দেখতে লাগবে। [শরীরের নানা অঙ্গে ব্যথা কমান এই উপায়ে]

নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বয়সকে ধরে রাখতে পারবেন আপনি। [জেনে নিন নিজের মস্তিষ্কের গোপন কথা]

প্রথম উপায়

প্রথম উপায়

ওয়েট লিফটিং করলে বয়স বাড়ার গতি কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের শক্তি, সহ্য ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের জোর ইত্যাদি কমতে শুরু করে। তবে ওয়েট লিফটারদের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনেক দেরিতে শুরু হয় বলে জানা গিয়েছে।

দ্বিতীয় উপায়

দ্বিতীয় উপায়

মাছ, অলিভ অয়েল, বাদাম, নানা সবজির বীজ বয়সকে ধরে রাখতে সাহায্য করে।

তৃতীয় উপায়

তৃতীয় উপায়

এরোবিক্স করলে হার্ট ও ফুসফুস সুস্থ থাকে। একইসঙ্গে শরীরের ক্ষতিগ্রস্ত কোশগুলিকে সারিয়ে তুলে এটি বয়স বাড়ার প্রক্রিয়াকে থামিয়ে দেয়।

চতুর্থ উপায়

চতুর্থ উপায়

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, যে ব্যক্তিরা প্রতিদিন ৮ ঘণ্টার নিশ্চিন্ত ঘুম ঘুমান তাদের ক্ষেত্রে বয়সকে ধরে রাখা সহজ হয়।

পঞ্চম উপায়

পঞ্চম উপায়

সমীক্ষায় দেখা গিয়েছে, পঞ্চাশোর্ধ্ব যে সকল ব্যক্তিরা যৌন সম্পর্কে লিপ্ত থাকেন, তাদের ক্ষেত্রে বয়স ধরে রাখা সহজ হয়।

ষষ্ঠ উপায়

ষষ্ঠ উপায়

নিজেকে সারাক্ষণ হাসিখুশি রাখাও শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।

সপ্তম উপায়

সপ্তম উপায়

নিজের আশেপাশে ইতিবাচক মানসিকতার মানুষ থাকলে শরীরে তার প্রভাব পড়ে, বয়সের ছাপ তাতে দেরিতে পড়ে।

অষ্টম উপায়

অষ্টম উপায়

গবেষণায় দেখা গিয়েছে, ধ্য়ান করলে বয়সকে কব্জায় রাখা যায়। প্রতিদিন ধ্যান করলে কর্টিসল লেভেল ও রক্তচাপের মাত্রাকেও নিয়ন্ত্রণ করা যায়।

নবম উপায়

নবম উপায়

অল্প পরিমাণে ওয়াইন খেলে নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা যেমন কমে যায়, তেমনই বয়সের ছাপও পড়ে দেরিতে।

দশম উপায়

দশম উপায়

যোগাভ্যাস করলে ক্লান্তি, অবসাদ দূর হয়। শরীর অনেক চনমনে হয়ে ওঠে, মুড ভালো থাকে। একইসঙ্গে বয়সকেও ধরে রাখা যায়।

English summary

Why Age Is Just A Number To Some People

Why Age Is Just A Number To Some People
Story first published: Tuesday, August 18, 2015, 18:01 [IST]
X
Desktop Bottom Promotion