For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নামের প্রথম অক্ষর দেখে বলে দেওয়া সম্ভব যে কোনও মানুষের সম্পর্কে

নামের প্রথম অক্ষর দেখে বলে দেওয়া সম্ভব যে কোনও মানুষের সম্পর্কে

|

কথায় আছে মানুষের জটিলতা এতটাই মাত্রা ছাড়িয়েছে যে তার মন বোঝা এখন স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষেও সম্ভব নয়। কথাটা আপাত দৃষ্টিতে সত্যি ঠিকই, কিন্তু আপনাদের কি জানা আছে, আমাদের নামের প্রতিটি অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। যেমন প্রথম অক্ষরটার কথাই ধরুন না। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব।

বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একবার এই প্রবন্ধটিতে চোখ বুলিয়ে নিজের উপরই পরখ করে দেখুন না। মিলে গেলে বুঝবেন যে বাকিদের ক্ষেত্রেও এই ফরমুলা ততটাই কার্যকরী, যতটা নিজের ক্ষেত্রে হয়েছে। আর তাছাড়া আজকের এই প্রতিযগিতার যুগে যদি এই ট্রিক্সটা কাজ করে যায়, তাহলে বলতেই হয় যে আপনার হাতে ব্রহ্মাস্ত্র এসে গেছে, যা দিয়ে আপনি যে কাউকে, যখন খুশি বধ করতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের! চলুন শুরু করা যাক নাম নিয়ে কাটা ছেড়া।

"এ" দিয়ে যাদের নাম শুরু:

ইংরেজি বর্ণমালায় যেহেতু এ দিয়ে শুরু হয়, তাই মনে করা হয় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব আত্মবিশ্বাসী হন, সেই সঙ্গে এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং নানা কাজে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। চরিত্র হিসাবে এ অক্ষর দিয়ে শুরু নামের অধিকারিরা বেশিরভাগই স্বাধীনচেতা হন।

"বি" দিয়ে যাদের নাম শুরু:

এরা খুব অস্থিরচিত্তের এবং ইমোশানাল হন। শুধু তাই নয় এমন নামের মানুষেরা খুব লড়াকু হয়। সহজে হেরে যাওয়া এরা একেবারেই মেনে নিতে পারেন না। আর সবথেকে সুন্দর বিষয় হল এরা ভালবাসার পিপাসু হয়। সামান্য ভালবাসা পেলেই এরা নিজেদের উজার করে দেন।

"সি" দিয়ে যাদের নাম শুরু:

যাদের নাম সি দিয়ে শুরু হয় তারা কাজে বেশ পটু হন। শুধু তাই নয় এরা খুব অমায়িক, দয়ালু এবং ভালবাসা পেতে খুব পছন্দ করেন। তবে একেবারেই হিসাব করে টাকা খরচ করতে পারেন না। এদের চরিত্রের একটা খারপ দিকও রয়েছে। কেউ যদি আঘাত দেন তাহলে তার বদলা না নেওয়া পর্যন্ত এরা একেবারে শান্তি পান না। আর এই কাজটা করতে গিয়ে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলেন। তাই বলে যে সি অক্ষর দিয়ে শুরু নামের মালিকেরা খুব হিংসাপ্রবণ হন, এমন নয় যদিও। বরং এরা নিজেদের এবং বাকিদের খুশি রাখতে সব সময় চেষ্টা করে যান।

"ডি" দিয়ে যাদের নাম শুরু:

এরা ব্যবসায়ী হিসেবে বেশ সফল হন। কারণ সহজে হেরে যাওয়া এদের ধাতে নেই। সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকায় যে কোনও কাজে নিজের জায়গা বানিয়ে ফেলতে খুব একটা কষ্ট হয় না এদের। তবে নিজের তৈরি কিছু নিয়ম এরা প্রাণ দিয়ে মেনে চলেন, সেই নিয়ম যতই অবাস্তব হোক না কেন, সে বিষয়ে তারা একেবারেই ভাবেন না।

"ই" দিয়ে যাদের নাম শুরু:

এরা খুব দরদী হন, সেই সঙ্গে নিজের কথা খুব সুন্দর ভাবে সামনের মানুষটার মন পর্যন্ত পৌঁছে দিতে এরা এতটাই সক্ষম হন যে যে কাউকে কথার যাদুতে ভুলিয়ে দিতে এদের বাস্তবিকই কোনও সমকক্ষ নেই। তবে নিজেদের স্বাধীনতায় কেউ দখল দিক এটা একেবারেই মেনে নেন না। এমনটাও মনে করা হয় যে ভালবাসার ক্ষেত্রে এরা একেবারেই বিশ্বস্ত হন না।

"এফ" দিয়ে যাদের নাম শুরু:

এরা বন্ধু হিসাবে খুব ভাল হন। সেই সঙ্গে যে কোনও সম্পর্কের প্রতি খুব লয়েল থাকেন এরা। মিশুকে এবং কর্মঠ হওয়ার করণে কার্মজীবনেও এরা খুব সফল হন। তবে কোনও একজন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অনেক ক্ষেত্রেই এরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এক কথায় মানুষ হিসাবে এদের বিকল্প খুঁজে পাওয়া একটু কঠিন।

"জি" দিয়ে যাদের নাম শুরু:

এরা শিল্পী হিসেবে খুব সুনাম অর্জন করেন। যে কোনও ধরনের ক্রিয়েটিভ কাজে বেশ পারদর্শী হন এমন মানুষেরা। তবে এরা মনের কথা শুনে কাজ করেন। ফলে কষ্ট পাওয়া যেন এদের রোজের সঙ্গী হয়।

"এইচ" দিয়ে যাদের নাম শুরু:

টাকা এদের খুব ভালবাসে। তাই তো এরা যে কাজই করুক না কেন, সফল হন। আত্মবিশ্বাস এদের রোজের সঙ্গী হয়। এক কথায় সফল মানুষদের তালিকায় হয়তো এই অক্ষরের নামের অধিকারিরাই বেশি থাকেন। প্রসঙ্গত, ক্রিয়েটিভ পার্সেন হিসেবেও বেশ নাম করেন এরা।

"আই" দিয়ে যাদের নাম শুরু:

এরা খুব সাহসী এবং মুখরা হন। সোজ কথা সরাসরি বলে দিতে এরা যেমন এক মুহূর্তও অপেক্ষা করেন না, তেমনি খুব মার্জিতও হন। কুসংষ্কার একেবারে মানেন না। অন্যকে সাহায্য করার ক্ষেত্রেও এরা কোনও সময় পিছপা হন না।

"জে" দিয়ে যাদের নাম শুরু:

লক্ষ স্থির করে নিলে, যতক্ষণ না তা অর্জন করছেন, ততক্ষণ এরা থামতে চান না। সততা এদের শক্তি এবং উচ্ছাশা এদের প্রিয় বন্ধু হয়। তাই তো বুদ্ধিমান জীবনসঙ্গী পেতে চান এরা, যাতে জীবনে চলার পথে অথবা সফলতা পেতে কখনও বাঁধার সম্মুখিন হতে না হয়।

"কে" দিয়ে যাদের নাম শুরু:

এক সঙ্গে অনেক কাজ করতে বেশ পটু হন। খুব বেশি মিশুকে হন না। মনের কথা কাউকে বলতেও খুব দ্বিধাবোধ করেন। তবে কাছের মানুষদের খুব ভালবাসেন। আর একবার যদি কিছু বিষয়ে লক্ষ স্থির করে নিলে, যতক্ষণ না তা পাচ্ছেন, ততক্ষণ লড়াই চালিয়ে যান।

"এল" দিয়ে যাদের নাম শুরু:

বেশ অশান্ত স্বাভাবের হলেও কোনও কাজেই এদের এনার্জির অভাব হয় না। এদের সব থেকে বড় গুণ হল সব ধরনের পরিস্থিতির জন্য় এরা প্রস্থুত থাকেন। ফলে সহজে বিপদে এরা পরেন না। বড় মনের অধিকারি হন এবং কোনও কিছু স্থির করে নিলে তা অর্জন করেই শ্বাস নেন।

"এম" দিয়ে যাদের নাম শুরু:

এরা সাহসি, বুদ্ধিমান এবং কর্মঠ হন। বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্য এবং লোক ঠকিয়ে কাজ অর্জন করতে একেবারেই চান না। এমনটা মনে করা হয় যে, এমন মানুষেরা খুব আবেগপ্রবণ হওয়ার করণে ভুল জিনিস মেনে নিতে খুব কষ্ট হয় এদের। একথায় বিপ্লব যেন এদের রক্তে। বুঝতেই পারছেন তো আবেগপ্রবণ এবং বিপ্লবী, এর থেকে ভয়ঙ্কর কম্বিনেশন আর হয় না বললেই চলে।

"এন" দিয়ে যাদের নাম শুরু:

চঞ্চল মানসিকতার হলেও পড়াশোনায় এরা বেশ ভাল হয়। শুধু তাই নয়, লেখক এবং পেন্টার হিসেবেও এরা খুব সুনম অর্জন করেন। এদের দেখে লাজুক মনে হলেও বাস্তবে কিন্তু একেবারেই এরা এমন হন না।

"ও" দিয়ে যাদের নাম শুরু:

এরা পড়াশোনার খুব ভাল হন। খুব কম বয়সেই এরা এদের পছন্দের জীবনসঙ্গীকে পয়ে যান। কেন এমন হয় জানেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এরা ভালবাসকে খুব গুরুত্ব দেন।

"পি" দিয়ে যাদের নাম শুরু:

এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব ক্রিয়েটিভ হন। লাভ লাইফও এদের খুব ভাল হয়। তবে জীবনসঙ্গী যাতে দেখতে খুব সুন্দর হন, সেদিকে এদের খুব নজর থাকে। প্রসঙ্গত, কথা বলতে এরা এতটাই পারদর্শি হন যে কথা বলার মাধ্যমে যে কারও মন জয় করে নিতে পারেন।

"কিউ" দিয়ে যাদের নাম শুরু:

এরা আবৃত্তিকার এবং লেখক হিসেবে খুব সুনাম অর্জন করেন। তবে অন্যের কথা মেনে নিতে খুব কষ্ট হয় এদের। এরা মনে করেন, এরা যা বলছে তাই ঠিক, বাকিরা ভুল।

"আর" দিয়ে যাদের নাম শুরু:

এদের বিশ্বাস করা যায়। কারণ মানুষ হিসেবে এমন মানুষেরা খুব ভাল হন। তবে নিজেদের জীবন নিয়ে এরা খুব একটা ভাবতে চান না। শান্তিতে থাকতে পছন্দ করলেও চ্যালেঞ্জ নিতে এরা কখনও পিছপা হন না। একথায় এমন মানুষদের চরিত্র বেজায় পরস্পর বিরোধী হয়।

"এস" দিয়ে যাদের নাম শুরু:

এদের চরিত্র বেশ রংবেরঙের হয়। এরা সবার নজরে থাকতেও খুব পছন্দ করেন। তবে কর্মঠ হওয়ার কারণে কর্মজীবনে এরা খুব সফল হন। অর্থনৈতিক অবস্থাও এদের মন্দ হয় না। স্বপ্ন দেখতে এরা খুব পছন্দ করেন। আর সেই অনুযায়ী জীবন চালানোর চেষ্টাও করে থাকেন।

"টি" দিয়ে যাদের নাম শুরু:

কেরিয়ারের পাশপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এরা খুব সচেতন হন। তাই তো সব সময় নতুন কিছু জানার চেষ্টায় লেগে থাকেন। তবে অন্যের লাভ লাইফ নিয়ে এরা খুব হিংসাপ্রবণ হন। এই একটা বিষয় বাদ দিলে এমন মানুষরা চরিত্রগত দিক থেকে বেশ ভাল হন।

"ইউ" দিয়ে যাদের নাম শুরু:

খুব অগোছালো হন এরা। তবে এমন মানুষরো অনন্দ করতে যেমন ভালবাসেন, তেমনি অ্যাডভেঞ্চার প্রিয় হন। স্বাধীনচেতা হওয়ার কারণে কেউ তাদের জীবনে নাক গলাক এমনটা একেবারেই মেনে নিতে পারেন না। সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এরা সাধারণত কোনও ভুল করেন না।

"ভি" দিয়ে যাদের নাম শুরু:

এরা লয়েল, ভালবাসা প্রবণ এবং নরম মনের হন। এদের উৎসাহে কখনও ভাটা পরে না। তাই তো খুব কর্মঠ হন এমন মানুষেরা। তবে ভালবাসার মানুষের প্রতি এরা খুব পসেসিভ হয়ে পরেন, যা অনেক সময় অশান্তি ডেকে আনে এদের জীবনে।

"ডাবলু" দিয়ে যাদের নাম শুরু:

এরা বহুমুখি প্রতিভার অধিকারি হন। তাই তো কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এরা খুব সফল হন। তবে মুখচোরা হওয়ার করাণে এদের মনের কথা জানা বেশ কষ্ট কর হয়। তবে একবার এদের মনটা কেউ দেখে নিলে এদের সঙ্গ ছাড়তে কেউ চান না।

"এক্স" দিয়ে যাদের নাম শুরু:

শান্ত এবং আরাম দায়ক জীবন এদের খুব পছন্দের। তাই খুব বেশি কিছু এরা জীবন থেকে চান না। তবে জীবনসঙ্গীর ছোট ছোট ভাল-মন্দের বিষয়ে এদের খেয়াল থাকে। প্রসঙ্গত, এদের চরিত্রের সব থেকে খারাপ দিক হল খুব কম সময়েই এদের কোনও কিছুর থেকে মন উঠে যায়।

"ওয়াই" দিয়ে যাদের নাম শুরু:

এরা খুব স্বাধীনচেতা হন। সেই সঙ্গে সাহসী পদক্ষেপ নিতে এরা কখনও পিছপা হন না। তাই তো ব্যবসায়ী হিসেবে এরা বেশ সফল হন। তবে এরা খুব নাক উুঁচু স্বভাবের হন। সহজে সবার সঙ্গে মিশতেও চান না।

"জেড" দিয়ে যাদের নাম শুরু:

এরা বিশ্বাসী এবং বন্ধুবৎসল হন। তবে এতটাই বুদ্ধিমান হন যে কূটনীতিক হিসেবে বেশ সুনাম অর্জন করেন। আর এরবার যদি এরা কথা দিয়ে দেন, তাহলে সেই কথা রাখেনই। এক কথায় মন এবং মস্তিষ্কের এক আজব মেলবন্ধন হলেন এমন মানুষেরা।

English summary

নামের প্রথম অক্ষর দেখে বলে দেওয়া সম্ভব যে কোনও মানুষের সম্পর্কে

Learning about the meaning of a name makes it more easy to define a person or a personality. Just the way the sun signs are compared and checked for compatibility, even the names are as well!
Story first published: Saturday, March 11, 2017, 10:36 [IST]
X
Desktop Bottom Promotion