For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শিব ঠাকুরের নন্দীকে বাড়িতে রাখলে কী কী উপকার পেতে পারেন জানেন?

আজ সোমবার। শাস্ত্র মতে সপ্তাহের এই বিশেষ দিনটি দেবাদিদেব শিবের দিন। তাই তো এদিন শিব ঠাকুরের চিরসঙ্গী নন্দীর মূর্তি বা ছবি বাড়িতে এনে রাখলে একের পর এক উপকার মিলতে শুরু করে।

|

আজ সোমবার। শাস্ত্র মতে সপ্তাহের এই বিশেষ দিনটি দেবাদিদেব শিবের দিন। তাই তো এদিন শিব ঠাকুরের চিরসঙ্গী নন্দীর মূর্তি বা ছবি বাড়িতে এনে রাখলে একের পর এক উপকার মিলতে শুরু করে। শুধু তাই নয়, বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ড্রয়িং রুমে নন্দীর মূর্তি রাখলে কোনও খারাপ ঘঠনা ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে আরও যে যে উপকার মেলে, সে সম্পর্কে জানলে চোখ কপালে উঠে যেতে বাধ্য! তাই তো বলি বন্ধু, মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা যদি পূরণ করতে হয়, তাহলে এই প্রবন্ধে চোখ রাখতে ভুলবেন না যেন!

প্রসঙ্গত, বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়ির মাঝখানে নন্দীর মূর্তি এনে রাখলে সারা বাড়িতে শুভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। যার প্রভাবে একের পর এক উপকার মেলার পথ প্রশস্ত হয়। যেমন ধরুন...

১. কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়:

১. কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বা অফিস ডেস্কে নন্দীর মূর্তি এনে রাখলে তার প্রভাবে পদন্নদি ঘটতে সময় লাগে না। বিশেষত যারা ব্যবসা করেন, তাদের উন্নতি ঘটতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, চটজলদি ব্যবসায় এবং কর্মক্ষেত্রে যদি চোখে পরার মতো উন্নতি লাভ করতে হয়, তাহলে আজই বাড়িতে নন্দীর মূর্তি এনে রাখতে ভুলবেন না যেন!

২. কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে:

২. কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে:

বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির যে কোনও কোনায় নন্দীর মূর্তি এনে রাখলে অশুভ শক্তির মাত্রা কমতে শুরু করে, যার প্রভাবে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে অর্থনৈতিক এবং শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে নন্দী হল দেবাদিদেব শিবের বাহন। তাই তো একে সঙ্গে রাখলে শিব ঠাকুরের আশীর্বাদ মিলতে সময় লাগে না। আর এমনটা যখন হয়, তখন জীবনের ছবিটা বদলে যেতে যে সময় লাগে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৩. পরিবারের অন্দরে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকে:

৩. পরিবারের অন্দরে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকে:

এমনটা বিশ্বাস করা হয়, নন্দী যে বাড়িতে থাকে, সেই গৃহস্থের ধারে কাছে খারাপ শক্তি ঘেঁষতে পারে না। ফলে পরিবারের অন্দরে কোনও ধরনের অশান্তি বা কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় কমে। ফলে সুখ-শান্তির ঘড়া খালি হয়ে যাওয়ার সম্ভাবনা যায় কমে।

৪. অর্থনৈতিক উন্নতি ঘঠার সম্ভাবনা বাড়ে:

৪. অর্থনৈতিক উন্নতি ঘঠার সম্ভাবনা বাড়ে:

কম সময়ে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন দেখেন নাকি? তাহলে বাড়িতে তামার তৈরি নন্দীর মূর্তি এনে রাখতে ভুলবেন না যেন! কারণ এমনটা করলে গৃহস্তের অন্দরে নানা পরিবর্তন হতে শুরু করে, যার প্রভাবে অর্থনৈতিক উন্নতি ঘটার পথও প্রশস্ত হয়। সেই সঙ্গে কোনও ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও যায় কমে। এই কারণেই তো প্রতিটি বাড়িতে নন্দীর মূর্তি রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা।

৫. কালো যাদুর প্রভাবে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে:

৫. কালো যাদুর প্রভাবে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে:

২১ শতকেও কেউ কালো যাদুকে কাজে লাগিয়ে কারও ক্ষতি করে নাকি? আধুনিক যুগে দাঁড়িয়ে এমন প্রশ্ন ওঠাটা বেজায় স্বাভাবিক। কিন্তু জেনে রাখা ভাল যে আজকের প্রতিযোগিতাময় দুনিয়ায় সামনের জনের পিঠে ছুরি মেরে এগিয়ে যাওয়ার ঘটনা যেখানে আকছার ঘটছে, সেখানে কেউ আপনার ক্ষতি করতে কালো যাদুকে কাজে লাগাচ্ছে না, সে বিষয়ে কি আপনি নিশ্চিত! তাই তো বলি বন্ধু, নিজেকে এবং পরিবারের বাকি সদস্যদের নিরাপদে রাখতে বাড়িতে নন্দীর মূর্তি এনে রাখতে ভুলবেন না যেন! কারণ এমনটা বিশ্বাস করা হয় যে কোনও সোমবার, শিবের ছবির সামনে নন্দীর মূর্তি এনে রেখে পুজো করলে কালো যাদু ধারে কাছেও ঘেঁষতে পারে না। ফলে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে।

কোথায় রাখতে হবে নন্দীর মূর্তি?

কোথায় রাখতে হবে নন্দীর মূর্তি?

বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির পূর্ব দিকে মুখ করে রাখতে হবে এই মূর্তিটি। কারণ পূর্বদিক হল সবথেকে শুভ দিক। তাই তো এমনটা করলে নন্দীর ক্ষমতা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই মনের মতো ফল পাওয়ার পথ প্রশস্ত হয়। প্রসঙ্গত, অফিসে যদি এই মূর্তিটি রাখতে হয়, তাহলেও কিন্তু তা রাখতে হবে পূর্ব দিকে। আর যদি এমনটা করতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে সম্মান তো বাড়েই, সেই সঙ্গে সামাজিক সম্মান বৃদ্ধির পথও প্রশস্ত হয়।

Read more about: বিশ্ব
English summary

vastu tips on nandi the bull is the trusted steed of lord shiva

Nandi, the bull, is the trusted steed of Lord Shiva. He is the one who stands patiently and waits for Lord Shiva’a orders. According to Vastu principles as well, Nandi protects and secures the business against any unforeseen circumstances, calamity or danger and even promotes trust and loyalty within it. Other than protecting the business, the Nandi bull is even seen as being symbolic of long and faithful partnerships with other supporting businesses and business persons. Public Limited companies or institutes that deal with shareholders can strengthen the trust and loyalty that their clients have in them by using the Nandi Bull. In shops and institutions, the Nandi Bull attracts more customers and ensures their trust and satisfaction.
Story first published: Monday, June 18, 2018, 12:38 [IST]
X
Desktop Bottom Promotion