For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Valentine's Week List 2024: প্রেমের সপ্তাহে কোন দিন কোন দিবস উদযাপিত হবে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

|

'শহর জুড়ে যেন প্রেমের মরশুম' - সত্যিই প্রেমের মরশুম। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই প্রেমের আমেজ। বলা যায়, গোটা ফেব্রুয়ারি মাসটাই প্রেমের মাস। কারণ এই মাসের ৭-১৪ তারিখ পর্যন্ত চলে ভ্যালেন্টাইন উইক অর্থাৎ ভালবাসার সপ্তাহ।

১৪ ফেব্রুয়ারি হল ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস। তাই সব প্রেমিক-প্রেমিকা বা বিবাহিত দম্পতিদের কাছে এই মাসের বিশেষ গুরুত্ব আছে।

Valentines Week List

ভ্যালেন্টাইন উইকের প্রতিটা দিন আলাদা আলাদা দিবস পালন করা হয় এবং এই প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রেমের সপ্তাহে কোন দিন কোন দিবস উদযাপিত হয় এবং এর অর্থ।

রোজ ডে - ৭ ফেব্রুয়ারি

রোজ ডে - ৭ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিনটি রোজ ডে হিসেবে পালিত হয়। এই দিন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে তাদের ভালবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ দেয়। একগুচ্ছ লাল গোলাপ দিয়ে প্রেম প্রকাশ করার চেয়ে সুন্দর ও রোমান্টিক আর কিছু হয় না! লাল গোলাপকে ভালবাসা ও রোম্যান্সের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই, কাউকে লাল গোলাপ উপহার দেওয়ার মানে হল তার মনের ভালবাসার কথা প্রকাশ করা। তবে আপনি চাইলে হলুদ, গোলাপি, কমলা, যেকোনও রঙের গোলাপ দিতে পারেন আপনার সঙ্গীকে।

প্রপোজ ডে - ৮ ফেব্রুয়ারি

প্রপোজ ডে - ৮ ফেব্রুয়ারি

পরের দিনটি প্রপোজ ডে হিসেবে উদযাপিত হয়। এই দিন কোনও ব্যক্তি তার ভালবাসার মানুষের সামনে নিজের মনের কথা, ভালবাসার কথা প্রকাশ করে। যারা এখনও পর্যন্ত পছন্দের মানুষকে জানিয়েই উঠতে পারেননি নিজের ভালোবাসার কথা, এই দিনটি হল তাদের কাছে সবচেয়ে ভাল সুযোগ।

চকোলেট ডে - ৯ ফেব্রুয়ারি

চকোলেট ডে - ৯ ফেব্রুয়ারি

এই সপ্তাহের তৃতীয় দিন হল চকোলেট ডে। প্রেমিক-প্রেমিকারা এই দিন একে অপরকে চকোলেট গিফ্ট করে। চকোলেটের মতোই সম্পর্ক মিষ্টি হয়ে ওঠে।

টেডি ডে - ১০ ফেব্রুয়ারি

টেডি ডে - ১০ ফেব্রুয়ারি

সব মেয়েরাই টেডিবিয়ার পছন্দ করে। তাই এই দিন আপনার সঙ্গীকে একটি মিষ্টি টেডি উপহার দিন। সে খুশি হবে।

Valentine's Day 2021 : সঙ্গীকে কী উপহার দেবেন ভাবছেন? রইল দুর্দান্ত কিছু গিফ্ট আইডিয়াValentine's Day 2021 : সঙ্গীকে কী উপহার দেবেন ভাবছেন? রইল দুর্দান্ত কিছু গিফ্ট আইডিয়া

প্রমিজ ডে - ১১ ফেব্রুয়ারি

প্রমিজ ডে - ১১ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইন উইকের পঞ্চম দিনে প্রমিজ ডে পালন করা হয়। এই বিশেষ দিনে সব প্রেমিক-প্রেমিকারাই একে অপরকে প্রমিজ করে যে, তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে একে অপরের পাশে থাকবে। যতই দুঃখ-কষ্ট আসুক না কেন তারা কখনোই একে-অপরকে ছেড়ে যাবে না।

হাগ ডে - ১২ ফেব্রুয়ারি

হাগ ডে - ১২ ফেব্রুয়ারি

যখন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে আলিঙ্গন করে তখন ভালবাসা প্রকাশের জন্য কোনও শব্দের প্রয়োজন পড়ে না। তাই হাগ ডে-তে আপনি আপনার ভালবাসার মানুষটিকে আলিঙ্গন করার মাধ্যমে তাকে বুঝিয়ে দিন যে, আপনি তাকে কতটা ভালবাসেন।

কিস ডে - ১৩ ফেব্রুয়ারি

কিস ডে - ১৩ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইন্স ডে-এর একদিন আগে কিস ডে পালন করা হয়। এই দিন প্রেমিক-প্রেমিকা একে অপরকে চুম্বন করে নিজেদের ভালবাসার বন্ধন আরও দৃঢ় করে তোলে।

ভ্যালেন্টাইন্স ডে - ১৪ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইন্স ডে - ১৪ ফেব্রুয়ারি

প্রেমে সপ্তাহের শেষ দিনটাই হল ভ্যালেন্টাইন্স ডে। প্রেম দিবসের সাথে সাথে প্রেমের সপ্তাহ শেষ হয়ে যায়। এই দিনটি সেন্ট ভ্যালেন্টাইন-র স্মরণে উদযাপিত হয়। ভালবাসা ও উৎসাহের সহিত এই দিনটি পালন করা হয়। এই বিশেষ দিনে আপনার সঙ্গীর জন্য কোনও সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। পার্টনারকে জানান যে, আপনার জীবনে সে কতটা জায়গা জুড়ে আছে, আপনার কাছে সে কতটা স্পেশাল।

English summary

Valentine's Week List 2024: Check all special days with date in Bengali

Starting from Rose Day, it will be a week-long celebration before the final V-day that is celebrated by gifting cute and delightful presents, chocolates and roses.
X
Desktop Bottom Promotion