For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারতীয় রাজনৈতিক নেতাদের কিছু দুষ্প্রাপ্য ছবি!

|

কথায় বলে একটি ছবি নাকি হাজারো শব্দের সমান। তাই তো আজ ছবির টাইম মেশিনে চড়ে ইতিহাস ভ্রমণের সুযোগ করে দেওয়া হল আপনাদের জন্য। তাহলে আর অপেক্ষা কেন, চলুন বেরিয়ে পরা যাক!

এ পি জে আব্দুল কালাম থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস, ভারতের প্রথম সারির এক ডজন ব্যক্তিত্বের বিশেষ কিছু মুহূর্তকে ধরে রেখেছে এই ছবিগুলি। যেগুলি দেখলে বোঝা যায়, আপনার আমার মতো তাঁরও রক্ত মাংসের ছিলেন। তাদেরও সখ আল্লাদ ছিল। সুখ-দুঃখের মধ্যে দিয়ে তারাও যেতেন। তাই তো বলি, এই ছবিগুলি দেখার পর আপনার অনেক রাজনৈতির নেতার সম্পর্কেই ধারণা বদলে যাবে। বদলাবে তাদের প্রতি আমাদের মানসিকতাও।

ছবি ১:

ছবি ১:

এই ছবিটি ভিমরাও রামজি আম্বেদকারের। এখানে দেখুন তিনি তাঁর পরিবারের বাকি সদস্য়দের সঙ্গে বসে রয়েছেন।

ছবি ২:

ছবি ২:

সেনার উর্দিতে যে যুবককে এখানে দেখা যাচ্ছে, তিনি কে বলতে পারেন? ইনি হলেন আন্না হাজারে।

ছবি ৩:

ছবি ৩:

এনাকে নিশ্চয় চিনতে পারছেন? যার মগজাস্ত্রের জোড়ে ভারত আজ পরমাণু শক্তিধর হয়ে উঠেছে সেই এ পি জে আব্দুল কালামকে তিনতে নিশ্চয় কষ্ট হচ্ছে না।

ছবি ৪:

ছবি ৪:

এই ছবিটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির।

ছবি ৫:

ছবি ৫:

এদের নিশ্চয় চিনতে পারছেন? এরা হলেন ভারতের স্বাধীনতা সংগ্রমের তিন উজ্জ্বল নক্ষত্র, ভগৎ সিং, সুখ দেব এবং রাজগুরু।

ছবি ৬:

ছবি ৬:

মন ভেঙে দেওয়া এই ছবিটি বিপ্লবী চন্দ্র শেখর আজাদের, যার আবদান স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে।

ছবি ৭:

ছবি ৭:

নাথুরাম গডসের গুলিতে ছিন্নবিন্ন হয়ে যাওয়ার পর পরই এই ছবিটি তোলা হয়েছিল। এটি গান্ধীজির শেষ ছবি।

ছবি ৮:

ছবি ৮:

১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জেতার পর এই ছবিটি তোলা। দেখুন ছবিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেখা যাচ্ছে। তাঁর হাতে সদ্য় জেতা বিশ্বকাপ। সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব।

ছবি ৯:

ছবি ৯:

গান্ধী পরিবারের সংগ্রহে থাকা নানা ছবির মধ্যে এটি নিশ্চয় খুব স্পেশাল। এই ছবিটায় কে কে আছে বলতে পারেন? একজন হলেন ইন্দিরা গান্ধী। সঙ্গে রয়েছেন তাঁর বাবা জওহরলাল নেহরু। তৃতীয় ব্যক্তিটি হলেন হাসির সম্রাট চার্লি চ্যাপলিন।

ছবি ১০:

ছবি ১০:

না বলে দিলে এনাকে চেনা বেজায় কঠিন। ইনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঙ্গে রয়েছেন ওনার স্ত্রী গুরুসরণ কৌর।

ছিবি ১১:

ছিবি ১১:

এই ছবিটি দেখেনি এমন ভারতীয়কে খুঁজে পাওয়া বেজায় কঠিন। কারন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ছবিটি গত লোকসভা ভোটের সময় সোসাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

ছবি ১২:

ছবি ১২:

এই মুহূর্তটি বাস্তবিকই বিরল। এখানে দেখা যাচ্ছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কথা বলছেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানি অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে।

ছবি ১৩:

ছবি ১৩:

মনোবল যখন জবাব দিয়ে দেয়, তখন আজও প্রতিটা বাঙালি এই ছবিটাই দেখে থাকেন। কারণ এই ছবিটি পাহাড়াসম এক রাষ্ট্র নায়কের ব্যক্তিত্বকে তুলে ধরে। ইংরেজদের ভারত ছাড়া করতে নেতাজি যখন হিটলারের সঙ্গে হাত মিলিয়েছিলেন তখন তোলা হয়েছিল এই ছবিটি।

ছবি ১৪:

ছবি ১৪:

"কাজের ফাঁকে একটু আরাম"- এই ক্যাপশনটা দেওয়া যেতেই পারে এই ছবিটায়। তাই না! ছবিটায় দেখুন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কাজ করতে করতে হলকা বিশ্রামের ছলে চুরুটে টান মারছেন।

ছবি ১৫:

ছবি ১৫:

দুই মেরুর দুই মহান ব্যক্তিত্ব। একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর অন্যজন হলেন অ্যালবার্ট আইনস্টাইন।

ছবি ১৬:

ছবি ১৬:

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের একটি বিরল মুহূর্তকে ধরে রেখেছে এই ছবিটি।

ছবি ১৭:

ছবি ১৭:

আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের আয়োজিত বিশেষ পার্টিতে সোনিয়া গান্ধীর এই ছবিটি তোলা হয়েছিল।

ছবি ১৮:

ছবি ১৮:

দেখুন তো এঁকে চিনতে পারেন কিনা? এই ছবিটি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের।

Read more about: india ভারত
English summary

কথায় বলে একটি ছবি নাকি হাজারো শব্দের সমান। তাই তো আজ ছবির টাইম মেশিনে চড়ে ইতিহাস ভ্রমণের সুযোগ করে দেওয়া হল আপনাদের জন্য। তাহলে আর অপেক্ষা কেন, চলুন বেরিয়ে পরা যাক!

Unseen Pictures of Indian Leaders in bengali
Story first published: Friday, June 30, 2017, 16:46 [IST]
X
Desktop Bottom Promotion