For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

১২জিবি র‌্যাম, ১ টিবি স্টোরেজ ও ৬০ মেগা-পিক্সলের ফিচার্স পাবেন এক ফোনেই!

By Oneindia Bengali Digital Desk
|

প্রযুক্তির যুগে আজ আর কোনও কিছুই অসম্ভব নয়। গোটা দুনিয়াই চলে এসেছে হাতের মুঠোয়। তবে যার হাত ধরে এটি সম্ভব হয়েছে তার অন্যতম হল স্মার্টফোন। আর এবার সেই স্মার্টফোনের জগতেই আরও বড় বিপ্লব আসতে চলেছে। [রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে]

জানা গিয়েছে, ট্যুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজ নামে এক কোম্পানি ভবিষ্যতের ফোন তৈরি করে। এটির নাম রাখা হয়েছে ক্যানেঞ্জা। এই তারাই এমন বৈশিষ্ট্যের ফোন বাজারে আনতে চলেছে যা এককথায় অবিশ্বাস্য। এর সঙ্গে আর কোনও মোবাইল ফোনের তুলনা টানা সম্ভব নয়। [এই অ্যাপসগুলির জন্যই ফোনের 'ব্যাটারি লাইফ' দফারফা হয়]

১২জিবি র‌্যাম, ১ টিবি স্টোরেজ, ৬০ এমপি ক্যামেরা এখন এক ফোনে!

এই ফোনের বৈশিষ্ট্যগুলি এবার জেনে নিন একনজরে

  • ৫.৮ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন (২৫৬০ x ১৪৪০ পিক্সল ডিসপ্লে)
  • একটি নয় ২টি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর
  • ৬০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা এবং সঙ্গে তিনটি লেন্স
  • ১২ জিবি র‌্যাম ও ১ টিবি (টেরাবাইট) স্টোরেজ
  • তিনটি পাওয়ার সোর্স - ২৪০০ এমএএইচ গ্রাফেন ব্যাটারি, ১৬০০ এমএএইচ লি-আইওন ব্যাটারি ও হাইড্রোজেন ফুয়েল সেল
  • ৪ টি ব্যবহারযোগ্য ন্যানো সিমের জায়গা
  • অসাধারণ সাউন্ডের জন্য মার্শাল ইক্যুয়ালাইজর

English summary

Turing Phone Cadenza Will Come With 12GB RAM, 60MP camera and 1TB storage!

Turing Phone Cadenza Will Come With 12GB RAM, 60MP camera and 1TB storage!
Story first published: Sunday, September 4, 2016, 16:21 [IST]
X
Desktop Bottom Promotion