For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিপদে পরতে না চাইলে ভুলেও কারও থেকে এই গিফ্টগুলি নেবেন না যেন!

ভুলেও কারও থেকে সাবান বা রুমাল উপহার হিসেবে নেবেন না, বিশেষত কোনও প্রিয় মানুষের থেকে।

|

বিশ্বাস করতে হয়তো আপনার কষ্ট হতে পারে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের চারিপাশে উপস্থিত প্রতিটি জড় বস্তু থেকে হয় নেগেটিভ শক্তি জন্ম নিচ্ছে, নয়তো পজেটিভ। আর আর আপনার গৃহস্থে যে শক্তির মাত্রা বেশি, সেই মতো জীবন প্রভাবিত হয়ে থাকে। ধরুন যদি চার দেওয়ালের মধ্যে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়, তাহলে একের পর এক শুভ খবর আসতে শুরু করে, আর যদি উল্টো ঘটনা ঘটে, তাহলে নানাবিধ সমস্যা ঘিরে ধরে জীবনকে। একই ঘটনা ঘটে গিফ্টের ক্ষেত্রেও। আসলে এমন কিছু জিনিস রয়েছে, যা উপহার হিসেবে দেওয়া বা নেওয়া উচিত নয়, কারণ এমন উপহার গ্রহণ করলে খারাপ শক্তির প্রভাব বাড়তে থাকে। আর এমনটা হলে কী হতে পারে তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না।

এখন প্রশ্ন হল কী কী জিনিস গিফ্ট হিসেবে নেওয়া একেবারেই উচিত নয়?

১. রুমাল এবং সাবান:

১. রুমাল এবং সাবান:

ভুলেও কারও থেকে সাবান বা রুমাল উপহার হিসেবে নেবেন না, বিশেষত কোনও প্রিয় মানুষের থেকে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনর জিনিস উপহার হিসেবে নিলে যে ব্যক্তি উপহার দিচ্ছেন তার সঙ্গে প্রাপকের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে যিনি গিফ্ট পাচ্ছেন, তার জীবনে নানা বিপদ ঘটার আশঙ্কাও বৃদ্ধি পায়।

২. জুতো:

২. জুতো:

আপনার প্রমিকার কোনও জুতো বেশ মনে ধরেছে, আর আপনি সেটি তাকে সার্প্রাইজ গিফ্ট হিসেবে দিতে চান? না বন্ধু না, ভুলেও এমন নেক চিন্তাকে প্রশ্রয় দেবেন না যেন! কারণ কাউকে জুতো উপহার হিসেবে দিলে ব্যাড লাক তার পিছু নেয়। ফলে এত ধরনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে যে জীবন দুর্বিষহ হয়ে উঠতে সময় লাগে না। আর এমনটা আপনার কোনও প্রিয় জনের সঙ্গে ঘটুক, তা নিশ্চয় আপনি চাইবেন না।

৩. নিজের ছবি:

৩. নিজের ছবি:

খেয়াল করে দেখবেন অনেকেই নিজের বন্ধুদের সেল্ফ পোট্রেট গিফ্ট দিয়ে থাকেন। কিন্তু এমন উপহার দেওয়া একেবারেই উচিত নয়। কারণ অনেকে বিশ্বাস করে যে সেল্ফ পোট্রেট গিফ্ট হিসেবে দিলে বন্ধুত্বে চিড় ধরতে সময় লাগে না। শুধু তাই নয়, সম্পর্কের এমন অবনতি ঘটে যে বিবাদ-কলহে জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

৪. কালো রঙের কিছু:

৪. কালো রঙের কিছু:

কেউ যখন আপনাকে কোনও উপহার দিচ্ছে, তখন খেয়াল করবেন সেই গিফ্টটের রং কালো না হয়। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে কালো রঙের কোনও জিনিস উপহার হিসেবে নিলে ব্যাড লাক পিছু নেয়। সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাবও বাড়তে থাকে। ফলে নানাবিধ বিপদ ঘটার আশঙ্কা যায় বেড়ে। প্রসঙ্গত, লাল রঙের বুক কভার রয়েছে এমন কোনও বইও কাউকে উপহার দেওয়া উচিত নয়।

৫. গোলাপ:

৫. গোলাপ:

উপহার হিসেবে গোলাপ দেওয়ার চল আজকের নয়। ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়া সেই ভিক্টোরিয়ান ইরা থেকে উপহার হিসেব গোলাপ দেওয়া হয়ে আসছে, বিশেষত ভ্যালেন্টাইন ডের দিন। কিন্তু জানেন কি কাউকে গোলাপ ফুল দেওয়া একেবারেই উচিত নয়। কারণ এমনটা করলে নাকি প্রাপক এবং যিনি উপহার দিচ্ছেন, উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু এই ধরণাটা কতটা সত্যি তার যদিও কোনও প্রমাণ নেই।

৬. ময়ূরের পালক:

৬. ময়ূরের পালক:

অপূর্ব এই জিনিসটি ভুলেও কাউকে উপহার হিসেবে দিতে যাবেন না যেন! কারণ এমনটা করলে প্রাপকের চারিপাশে খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে কোনও বিপদ ঘটার আশঙ্কা যায় বেড়ে। একই ঘঠনা ঘটে উপহার হিসেবে ছাতা বা আয়না পেলেও।

৭.ব্যাগ:

৭.ব্যাগ:

শুনতে আজব লাগলেও একথা সত্যি যে কাউকে মানি ব্যাগ গিফ্ট করা উচিত নয়। কারণ এমনটা করলে যিনি উপহারটি পাচ্ছেন, তার অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে এক্ষেত্রে একটা সমাধানও আছে। তা হল কাউকে যদি একান্তই গিফ্ট হিসেবে পার্স দিতে হয়, তাহলে তাতে মনে করে এক টাকা রেখে দেবেন। কারণ এমনটা করলে টাকা সংক্রান্ত কোনও সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না।

৮. কোরাল:

৮. কোরাল:

গিফ্ট হিসেবে এই জিনিসটির কোনও বিকল্প নেই বললেই চলে! কারণ আপনাদের জানা আছে কিনা জানা নেই, কোরাল দিয়ে বানানো নেকলেস পরাকালীন যদি শরীর খারাপ হতে শুরু করে। তাহলে কোরালের রং বদলে যেতে থাকে। আবার যখন প্রাপকের শরীর ঠিক হতে শুরু করে, তখন পুনরায় রং বদলে যায় কোরালের। তাই ভালবাসার মানুষকে যদি কিছু উপহার দিতেই হয়, তাহলে কোরাল কিন্তু বেস্ট চয়েজ হতে পারে।

Read more about: বিশ্ব
English summary

Traditional Gift-Giving Superstitions

The holiday season is a time for giving, but one thing you really don’t want to give is the gift of bad luck. To guard against any gift-related mishaps, take heed of the following 8 old-fashioned gift-giving superstitions.
Story first published: Thursday, August 9, 2018, 16:06 [IST]
X
Desktop Bottom Promotion