For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) মোটা হয়েও ছবিতে রোগা লাগার উপায়

|

এখনকার দিনে সব অনুষ্ঠানেই ছবি তোলাটা কমন হয়ে গিয়েছে। এমনকী বন্ধুদের মধ্যে আড্ডা চলতে চলতেও ছবি তোলা চলতে থাকে। এখন শুধু গ্রুপ ফটোই নয়, সেলফিও ছবি তোলার ক্ষেত্রে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। [পারফেক্ট সেলফি-র জন্য মেনে চলুন এই নিয়মগুলি!]

এর মধ্যে মোটা বা স্থূলকায় বলে অনেকেই হিনম্মন্যতায় ভোগেন। ছবি তোলার ক্ষেত্রে আরও বেশি করে তা চোখে পড়ে। ছবিতে মোটা দেখতে লাগে এই বলে অনেকেই ক্যামেরার সামনে দাঁড়াতে চান চা। [ভাই-বোনকে নিয়ে তোলা বলিউড তারকাদের 'সেলফি']

অনেকে আবার গ্রুপ ফটো হলে একেবারে পিছনে গিয়ে দাঁড়ান যাতে তাঁকে দেখা না যায়। তবে এটা কোনও কাজের কথা নয়। সকলেরই ছবি তুলতে ভালো লাগে এবং এসব না ভেবে মন খুলে সবকিছু অনুভব করা উচিত। [ঐশ্বর্য রাইয়ের অদেখা কিছু সেলফি মোমেন্ট]

অনেক ক্ষেত্রে দেখা যায় রোগা মানুষদেরও ছবিতে খুব বিচ্ছিরি লাগে। ফলে মোটা-রোগা কোনও ব্যাপার নয়, আসল হল ক্যামেরার সামনে আমরা কীভাবে পোজ দিচ্ছি সেই ব্যাপারটা। [ছুটিতে লন্ডনের রাস্তায় একসঙ্গে রণবীর-দীপিকা]

নিচের স্লাইডে কয়েক ধরনের টিপস দেওয়া হল, যেগুলি মেনে চললে ছবিতে আপনাকে আসলের তুলনায় অনেক রোগা লাগবে। [কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]

লো অ্যাঙ্গেলে ছবি তুলবেন না

লো অ্যাঙ্গেলে ছবি তুলবেন না

অনেক সময়ে নিচের অ্যাঙ্গেল থেকে ক্যামেরা তাক করে ছবি তোলা হয়। এই অ্যাঙ্গেলে পোজ দেওয়া মানুষদের মোটা লাগার পাশাপাশি বিশ্রী লাগে। ফলে এমন পোজে ছবি তুলবেন না।

ডবল চিন যেন না হয়

ডবল চিন যেন না হয়

প্রোফাইল ছবিতে থুতনির নিচে ভাঁজ পড়লে খুব বাজে ছবি ওঠে। সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।

প্রোফাইল জানুন

প্রোফাইল জানুন

কোন প্রোফাইলে ছবি তুললে আপনাকে ভালো লাগে সেটা জানার চেষ্টা করুন। সেই অনুযায়ী ছবি তুললে অবশ্যই সব ছবি ভালো উঠবে।

পেট ভিতরে, বুক এগিয়ে থাকবে

পেট ভিতরে, বুক এগিয়ে থাকবে

যদি ভুড়িও থাকে, তাহলে ছবি তোলার কয়েক মুহূর্ত ভুড়িটিকে যতটা সম্ভব ঢুকিয়ে রাখার চেষ্টা করুন। এছাড়া বুক সামনে থাকবে ও কাঁধ পিছনে থাকবে, এটা মাথায় রাখবেন।

হাত শরীর থেকে দূরে

হাত শরীর থেকে দূরে

সোজা দাঁড়িয়ে হাত ঝুলিয়ে ছবি তোলার চেয়ে হাতকে শরীর থেকে দূরে রাখুন। তাতে কিছুটা রোগা লাগবে।

গ্রুপ ফটোতে সাবধান

গ্রুপ ফটোতে সাবধান

গ্রুপ ফটোর ক্ষেত্রে কখনও সামনে দাঁড়াবেন না। সামনে থেকে ছবি বিকৃত ওঠে।

পা ক্রস করে বসুন

পা ক্রস করে বসুন

মহিলাদের ক্ষেত্রে বসে ছবি তোলার ব্যাপার থাকলে পা ক্রস করে থাকুন, ছবি ভালো উঠবে।

একই রঙের পোশাক পড়ুন

একই রঙের পোশাক পড়ুন

রোগা লাগার ক্ষেত্রে এটি অন্যতম শর্ত। চেষ্টা করুন উপরে নিচে যেন একই রঙের বা কাছাকাছি রঙের পোশাক হয়।

সঙ্গে কিছু নিতে পারেন

সঙ্গে কিছু নিতে পারেন

একলা দাঁড়িয়ে ছবি তুলতে হলে, সঙ্গে কিছু নিতে পারেন। স্টাইলিশ ব্যাগও অনেক সময়ে ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে।

English summary

Tips To Look Slimmer And Attractive In Photos

Tips To Look Slimmer And Attractive In Photos
Story first published: Saturday, December 5, 2015, 11:25 [IST]
X
Desktop Bottom Promotion