For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) বাড়ির আনাচকানাচ পরিষ্কার করুন এক টুকরো লেবু দিয়ে

|

লেবু হল এমন একটি উপকরণ যা আমাদের সবার বাড়িতেই মোটামুটি সবসময় থাকে। আর এই লেবু থাকা মানেই আপনার বাড়ির অধিকাংশ জিনিস পরিষ্কার করার কোনও ঝামেলাই নেই।

লেবুর মধ্যে অ্যাসিড থাকায় খুব সহজেই লেবুর সাহায্যে চিটচিটে পদার্থ, তেলচিটে ভাব, বা কোনও কঠিন দাগও তোলা অনেকটা সহজ হয়। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বাড়ি সাফাইয়ের জিনিস কিনে ফেলে রাখার আগে লেবুর গুনাগুন একবার বিচার করে নিন।

বাজার থেকে কিনে আনা কেমিক্যালে ঠাসা জিনিস রোজকার ব্যবহারের জন্যই ঠিক নয়। বিশেষ করে বাড়িতে যদি কোনও বাচ্চা থাকে। কারণ কেমিক্যাল জাতীয় এই ধরণের জিনিসে নানা রকমের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে লেবুর মতো প্রাকৃতিক উপায়েই যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আর কী চাই?

তাহলে আসুন দেখে নেওয়া যাক লেবুর সাহায্যে বাড়ির কী কী জিনিস পরিষ্কার করা যায়।

জানালার প্যানেল

জানালার প্যানেল

একটি বালতিতে অর্ধেক বালতি জল নিয়ে তাতে ২ চামচ বেকিং সোডা মেশান। এবং এতে একটি লেবুর রস মেশান। এই জলে কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়ে জানলার প্যানেল মুছে দিন। দেখবেন জানলার প্যানেল একেবারে ঝকঝক করছে।

কিচেন সিঙ্ক

কিচেন সিঙ্ক

রান্নাঘরের বেসিনও আপনি লেবুর রস দিয়ে পরিস্কার করতে পারেন। লেবুকে ২ টুকরোয় ভাগ করে নিন। এবার লেবুর রস ছড়িয়ে মিনিট পাঁচেক রেখে দিন। এরপর সন্ধক লবন ছড়িয়ে টুথব্রাশ দিয়ে স্ক্রাব করুন। গরম জল দিয়ে ধুয়ে নিন।

কমোডের সিট

কমোডের সিট

খুব কম সময়ের মধ্যেই সাদা কমোডের সিটের রং হলদেটে বা লালচে হয়ে যায়। আর এই রংয়ের পার্থক্য দুর করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু লেবুর ব্যবহারে এই রংয়ের তফাৎ কিছুটা সম্ভব হয়। লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ ঘষে রেখে দিন। মিনিট ১০ পর বেকিং সোডা ছড়িয়ে একটি খড়খড়ে কাপড় দিয়ে ভাল করে মুখে পরিষ্কার করুন। সপ্তাহে ২ বার এই পদ্ধতি অবলম্বন করুন।

 বাসন মাজুন

বাসন মাজুন

ডিশ ওয়াশিং জেল বা সাবানের বিজ্ঞাপনে দেখানো হয় এর মধ্যে এত লেবুর শক্তি আছে, এতে লেবুর গন্ধ আছে। তাহলে লেবু দেওয়া সাবান কেন ব্য়বহার করুন লেবুর রসই।৫ মিলিলিটার ভিনিগারে একটি লেবুর রস মিশিয় রাখুন। সাবান বোলানোর মতো এই তরলটি এঁটো বাসনে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে নিন। চাইলে হাল্কা সাবানও ব্যবহার করতে পারেন।

ফিনাইলের বদলে

ফিনাইলের বদলে

ঘর মোছার ক্ষেত্রও ফিনাইলের বদলে ব্যবহার করতে পারেন লেুর রস। আধ বালতি জলে ২টি লেবুর রস মিশিয়ে সে জল দিয়ে মেঝে মুছে নিন। ১০ মিনিট রাখার পর জল, ভিনিগার ও নুন মেশানো মিশ্রণ দিয়ে আবার মুছে নিন।

English summary

Tips To Clean Your Home With Lemon

Tips To Clean Your Home With Lemon
X
Desktop Bottom Promotion