For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) OCD রোগ সম্পর্কে এই তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন

By Oneindia Bengali Digital Desk
|

OCD একধরনের স্নায়ুর রোগ। এই রোগ মূলত মানসিক অস্থিরতাকে ফুটিয়ে তোলে। কোনও ধরনের অযৌক্তিক, অনাকাঙ্খিত ও অনভিপ্রেত ভাবনা-চিন্তায় মন আচ্ছন্ন হয়ে থাকে। ইংরেজিতে এর পুরো নাম Obsessive Compulsive Disorder। [COPD রোগের পূর্ব লক্ষণ]

এই ধরনের রোগে একই কাজ মানুষ বারবার করে। এমন ধরনের আচরণ করে যা নিয়ন্ত্রণ করা যায় না। বারবার আটকানো হলে সেই জিনিসের প্রতিই আক্রান্ত ব্যক্তির ঝোঁক বাড়তে থাকে। [ক্যানসার আটকান এই খাবারে]

মাথায় এমন কোনও চিন্তা বা ছবি নিয়ে একজন ব্যক্তি থাকেন যা খুব একটা স্বাভাবিক নয়। এবং সেই ভাবনার জেরে ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। OCD তে আক্রান্তরা সবসময় চিন্তাগ্রস্ত ও ভয়গ্রস্ত থাকেন। [জেনে নিন ঠিক কী কারণে ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারেন আপনিও]

এই রোগে আক্রান্তরা একই জিনিস বারবার করতে চান। কারও ক্ষেত্রে ময়লা হয়ে যাওয়ার ভয়ে বারবার হাত পরিষ্কার করার বাতিক তৈরি হয়। কেউ কেউ অন্য কিছুতে ব্যস্ত থাকেন। এরকমই OCD নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য জেনে নিন একঝলকে। ['ডাউন সিনড্রোম' এর লক্ষণগুলি কেমন হয়?]

উন্নত দেশে এর প্রকোপ বেশি

উন্নত দেশে এর প্রকোপ বেশি

OCD -র মতো রোগে আক্রান্তদের সংখ্যা অনুন্নত দেশে নয় উন্নত দেশে অনেক বেশি।

বৃদ্ধ ও শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা

বৃদ্ধ ও শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা

বৃদ্ধদের পাশাপাশি শিশুদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। তবে অনেকসময় শিশুদের ক্ষেত্রে তা বুঝে ওঠা সম্ভব হয় না।

এটি সেরে ওঠে

এটি সেরে ওঠে

OCD রোগকে সারিয়ে তোলা সম্ভব। রোগমুক্তির পরে আক্রান্তরা সাধারণ জীবনযাপন করতে পারেন।

OCD-র প্রভাব

OCD-র প্রভাব

এই রোগ জেনেটিক হতে পারে। এছাড়া অত্যধিক স্ট্রেস বা জীবনে হঠাৎ ঘটে যাওয়া কোনও ঘটনা, সন্তানের জন্মগ্রহণ, নতুন চাকরি, নতুন দায়িত্ব এতে অনুঘটক হিসাবে কাজ করে।

OCD-র চিকিৎসা

OCD-র চিকিৎসা

চিকিৎসার মাধ্যমে এই রোগ সারানো সম্ভব। ওষুধ দিয়ে নানা প্রবণতাকে আটকানোর চেষ্টা হয়। এতে সুস্থভাবে বাঁচা সম্ভব।

রোগীদের সমস্যা

রোগীদের সমস্যা

OCD-তে আক্রান্তরা প্রথমত এটা বুঝতেই পারেন না যে এই রোগে তারা আক্রান্ত। কেই কেউ কোনও লক্ষণ আঁচ করতে পারলেও সাহায্য চাইতে যাওয়ার আগে হাজারবার বিবেচনা করেন।

অবসাদের সঙ্গে যোগাযোগ

অবসাদের সঙ্গে যোগাযোগ

অবসাদগ্রস্তদের এই রোগে আক্রান্ত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। একইভাবে OCD-তে আক্রান্তরা অনেক বেশি মাত্রায় অবসাদ ও উদ্বেগে ভোগেন।

দুই ধরনের লিঙ্গই আক্রান্ত হতে পারে

দুই ধরনের লিঙ্গই আক্রান্ত হতে পারে

এই রোগ কোনও নির্দিষ্ট লিঙ্গকে আক্রান্ত করে এমন নয়। পুরুষ-নারী নির্বিশেষে সকলেই এতে আক্রান্ত হতে পারেন।

ক্লান্তি বড় ভূমিকা নেয়

ক্লান্তি বড় ভূমিকা নেয়

আজকের দিনে ক্লান্তিকে দূরে সরিয়ে রাখা বেশ কষ্টকর। কিন্তু এই ক্লান্তি বড় ভূমিকা নেয় এই রোগকে বাড়িয়ে তুলতে।

মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ে না

মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ে না

OCD এমন একটি রোগ যা কোনও ধরনের মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ে না।

যে কেউ আক্রান্ত হতে পারে

যে কেউ আক্রান্ত হতে পারে

OCD রোগে যে কেউ আক্রান্ত হতে পারেন। যেকোনও বয়সের যেকোনও লিঙ্গের মানুষ এই রোগের শিকার হতে পারেন।

English summary

Things You Need To Know About OCD

Things You Need To Know About OCD
X
Desktop Bottom Promotion