For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শ্রাবণ মাস চলাকালীন শিব ঠাকুরকে তুষ্ট করতে চান? তাহলে রাশি অনুযায়ী এই কাজগুলি করতেই হবে...!

এমনটা বিশ্বাস করা হয় যে মেষরাশির জাতক-জাতিকারা আজ উপোস করে শিব ঠাকুরের পুজো করার পাশাপাশি নীলকন্ঠকে যদি কাঁচা দুধ, দই এবং ধুতরো ফুল নিবেদন করেন, তাহলে সুফল মিলতে সময় লাগবে না।

|

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। সহজ কথায় বললে শিব ঠাকুরকে প্রসন্ন করে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণের শেষ দিন হল আজ। তাই তো বলি বন্ধু সর্বশক্তিমানকে তুষ্ট করে জীবনের প্রতিটি দিনকে যদি আনন্দে ভরিয়ে তুলতে হয়, তাহলে এক্ষুনি এই প্রবন্ধে চোখ রাখতে ভুলবেন না যেন! কারণ এই লেখায় রাশি অনুযায়ী কীভাবে দেবাদিদেবকে প্রসন্ন করা যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এখন প্রশ্ন হল আজ শিব ঠাকুরের মন জয় করতে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের কী কী নিয়ম মেনে চলতে হবে?

১. মেষরাশি:

১. মেষরাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির জাতক-জাতিকারা আজ উপোস করে শিব ঠাকুরের পুজো করার পাশাপাশি নীলকন্ঠকে যদি কাঁচা দুধ, দই এবং ধুতরো ফুল নিবেদন করেন, তাহলে সুফল মিলতে সময় লাগবে না। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল দেবাদিদেবের আরাধনা করার সময় কপূর জ্বালাতে ভুলবেন না যেন!

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের আজ যে কোনও শিব মন্দিরে গিয়ে আখের রস দিয়ে দেবকে স্নান করাতে হবে। সেই সঙ্গে ফুল, চন্দন এবং মিষ্টি নিবেদন করে করতে হবে পুজো এবং আরতি। প্রসঙ্গত, এই নিয়মগুলি মেনে যদি শিবের পুজো করতে পারেন, তাহলে পরিবারিক এবং কর্মজীবন আনন্দে ভরে উঠতে দেখবেন সময় লাগবে না।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

বিশেষজ্ঞদের মতে এরা যদি আজ সপ্তক শিব লিঙ্গের আরাধনা করেন, তাহলে কিন্তু দারুন উপকার মিলতে পারে! তবে এমন শিব লিঙ্গের সন্ধান যদি না পান, তাহলে যে কোনও মন্দিরে গিয়ে শিব লিঙ্গের আরাধনা করতে পারেন। তবে এক্ষেত্রে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে, তা হল শিব লিঙ্গের পুজো করার সময় সিঁদুর, চন্দন এবং সুগন্ধি পরিবেশন করতে ভুলবেন না যেন!

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের দেবাদিদেবের আশীর্বাদ পেতে আজ শিব লিঙ্গের পুজো করার সময় অষ্টগন্ধা এবং চন্দন নিবেদন করতে হবে। সেই সঙ্গে গম দিয়ে বানানো রুটি, প্রসাদ হিসেবে নিবেদন করতে ভুলবেন না যেন!

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে সিংহরাশির জাতক-জাতিকারা যদি দেবাদিদের আশীর্বাদ পেতে চান, তাহলে ফলের রসে গঙ্গা জল এবং চিনি মিশিয়ে দেবকে স্নান করাতে হবে। সেই সঙ্গে ধুতরো ফুল এবং মিষ্টি নিবেদন করে করতে হবে বিশেষ পুজো, তাহলেই দেখবেন সুফল মিলতে দেরি লাগবে না।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

বেল পাতা, ধুতরো ফুল এবং গাঁজা পাতা দিয়ে যদি এই রাশির জতাক-জাতিকারা আজ দেবের আরাধনা করেন, তাহলে উপকার মেলে চোখের নিমেষে। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, তা হল দেবের পুজো শেষ করতে হবে কপূর জ্বালিয়ে। কারণ এই ভাবে দেবের আরাধনা করলে বেশি মাত্রায় ফল পাওয়া যায়।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

এদের দেবের আরাধনা করার সময় বেল পাতা এবং নানা ধরনের ফুল, যেমন ধরুন-ধুতরো, জবা, গোলাপ প্রভৃতি নিবেদন করতে হবে। এরপর দেবের শরীরে ভাল করে চন্দন লাগিয়ে পাঠ করতে হবে ওম নম শিবায় মন্ত্রটি। তাহলেই কেল্লা ফতে!

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

এদের প্রথমে শিব লিঙ্গের শরীরে ভাল করে ঘি লাগিয়ে নিতে হবে। তারপর লিঙ্গকে স্নান করিয়ে শুরু করতে পুজো। সবশেষে আরতি করে দেবের আশীর্বাদ নিতে হবে।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

শ্রাবণের শেষ সোমবার কীভাবে শিব ঠাকুরের পুজো করতে হবে, তাই ভাবছেন কি? বন্ধু আপনাদের ড্রাই ফল নিবেদন করে করতে হবে সর্বশক্তিমানের পুজো। সেই সঙ্গে নিবেদন করতে হবে বেল পাতা। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে আপনার রাশির জাতক-জাতিকারা যদি দেবকে বেল পাতা নিবেদন করেন, তাহলে দ্রুত ফল মেলে।

১০. মকররাশি:

১০. মকররাশি:

এই রাশির জাতক-জাতিকাদের প্রথমে শিব লিঙ্গকে গম দিয়ে ঢেকে দিতে হবে, তারপর শুরু করতে হবে পুজো। আর আরাধনা করার সময় খেয়াল করে ফুল এবং চন্দন নিবেদন করতে হবে। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয়, যে গম দিয়ে দেবের পুজো করা হয়েছে, তা যদি গরীব মানুষদের দান করা হয়, তাহলে যে কোনও ধরনের সমস্যা কেটে যেতে সময় লাগে না।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

শিব লিঙ্গকে স্নান করিয়ে কালো তিল নিবেদন করে পুজো করলে কুম্ভরাশির জাতক-জাতিকাদের সুফল মিলতে সময় লাগে না। শুধু তাই নয়, মনের ছোট থেকে ছোটতর সব ইচ্ছা পূরণ হয় চোখের নিমেষে।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

অশ্বত্থ গাছের নিচে স্থাপন করা হয়েছে এমন শিব লিঙ্গের পুজো করতে হবে এদের। আর পুজোর সময় নিবেদন করতে হবে বেল পাতা এবং এক মনে, কম করে ১০৮ বার পাঠ করতে হবে "ওম নমঃ শিবায়" মন্ত্রটি। প্রসঙ্গত, আজ দিনের যে কোনও সময় এইভাবে যদি দেবের পুজো করতে পারেন, তাহলে জীবনে ছবিটা রঙিয়ে উঠতে দেখবেন সময় লাগবে না।

Read more about: বিশ্ব
English summary

Things to do to impress Lord Shiva per your Zodiac during the month of Shravana

Per the astrological sciences, there are many remedies and solutions advised for the month of Shravan and to impress Lord Shiva. Shiva is considered to be the most humble and kind God and he doesn't need your material, but your pure devotion. So let's delve into the nitty-gritty of what is it that you should do per your zodiac in this month?
Story first published: Monday, August 13, 2018, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion