For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কিছু তথ্য যা শপিং মলগুলি কখনওই ফাঁস করে না, কিন্তু আপনার জানা প্রয়োজন

|

আজকালকার ব্যস্ততার যুগে সবজির জন্য একজায়গায় যাওয়া, মাছ মাংসের জন্য এক জায়গায় যাওয়া, বা দৈনন্দিন অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য অন্য জায়গায় যাওয়ার সময় নেই আমাদের। তাই সেক্ষেত্রে সবচেয়ে ভাল বিকল্প শপিং মল।

যেখানে এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন প্রয়োজনের সব জিনিস। কিন্তু আপনি কি জানেন বিক্রি বাড়াতে এমন কিছু পদ্ধতি এই ধরনের শপিং মলগুলি মেনে চলে যা তারা আপনার কাছে কখনও ফাঁস করবে না। অথচ সেই তথ্যগুলি ক্রেতাদের অবশ্যই জানা প্রয়োজন।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কী সেই তথ্য গুলি

ভিড়ে ঠাসা

ভিড়ে ঠাসা

সুপার মার্কেট বা শপিং মলগুলি এমনভাবেই সাজানো হয় যা দেখে সবসময়ই ভিড় রয়েছে মনে হবে। বিলিং কাউন্টারের জায়গা সরু করা হয়। যাতে আপাতভাবে দেখে মনে হয় লম্বা লাইন পড়েছে।

চোখের সামনে দামি পণ্য

চোখের সামনে দামি পণ্য

বিক্রির জন্য দ্রব্যগুলি এমনভাবে সাজানো হয় যাতে সবচেয়ে দামি পণ্যগুলি ক্রেতার চোখের সামনে থাকে। একই প্রয়োজনের জন্য ব্যবহৃত অথচ যার দাম কম তা তাকের পিছনের দিকে রাখা হয়, যাতে ক্রেতাদের চটজলদি চোখ না যায়।

মেয়াদ শেষের তারিখ নিয়ে কাটাছেড়া

মেয়াদ শেষের তারিখ নিয়ে কাটাছেড়া

পণ্যের মেয়াদ শেষের সময়সীমা বা এক্সপেয়ারি ডেট বহুসময়ই পাল্টানো হয়। শপিং মলের মালিকদের কাছে ছাড়পত্র রয়েছে যদি একটা সময়ের পর দ্রব্যটি বিক্রি না হয় তাহলে এই মেয়াদ শেষের তারিখ দ্রব্যের গায়ে বদলে দিতে পারেন।

 তাজা পণ্য পিছনে

তাজা পণ্য পিছনে

যে তাকগুলিতে পণ্য রাখা থাকে সেখানে তাজা পণ্যগুলি তাকের পিছনের দিকে রাখা হয়। আর যেগুলির মেয়াদ শেষের সময় হয়ে এসেছে সেগুলি সামনের দিকে রাখা হয়। যাতে ক্রেতারা তাড়াহুড়োতে সামনের প্রায় মেয়াদ শেষ হওয়া জিনিসগুলো তুলে নেন। এবং স্টক ক্লিয়ার হতে পারে।

ট্রলিতে পেট খারাপ

ট্রলিতে পেট খারাপ

সুপার মার্কেট বা শপিং মলে যে ট্রলিগুলি নিয়ে আমরা কেনাকাটার জন্য ঘুরি তাতে লক্ষাধিক ই কয়েল ব্যাকটেরিয়া থাকে। যার ফলে পেটে সমস্যা হতে পারে।

জলের সাহায্যে ওজন বেশি

জলের সাহায্যে ওজন বেশি

সুপার মার্কেটের সবজি বা ফলগুলিতে সকাল সকাল জল স্প্রে করে দেওয়া হয়। যাতে ফল ও সবজি দেখতে তাজা লাগে এবং পাশাপাশি ওজন বেশি হয়।

English summary

Few Things Shopping Malls Don’t Tell You, but you should know

Few Things Shopping Malls Don’t Tell You, but you should know
Story first published: Sunday, July 19, 2015, 11:10 [IST]
X
Desktop Bottom Promotion