For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) বাথরুমের চেয়েও বেশি নোংরা ঘরের ভিতরের এই জিনিসগুলি

|

আপনার বাড়ির সবচেয়ে নোংরা জায়গা কোনটি? এই প্রশ্নের উত্তরে প্রায় সকলেই একবাক্যে উত্তরে বলবেন বাথরুমের কথা। সেখানে নানা ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি থাকে তাতে কারও সন্দেহ নেই। [যৌনজীবনকে সচল রাখতে এড়িয়ে চলুন এই ১০টি জিনিস]

তবে জানেন কি, আপনার এই জ্ঞান পুরোটা সত্যি নয়। তার বাইরেও আপনার বাড়ির এমন জায়গা রয়েছে যা অনেক বেশি নোংরা। [সারাদিনের ক্লান্তি, বিষণ্ণতা তাড়ানোর সহজ ১০টি উপায়]

এই কথাটি হয়ত আপনার প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে। তবে আমাদের বাড়ির ভিতরের কিছু জিনিস এমন রয়েছে যা অত্যন্ত বেশি নোংরা। [অ্যাসিডিটি থেকে বাঁচার ঘরোয়া টোটকা]

নিচের স্লাইডে জেনে নিন, বাথরুমের পাশাপাশি কোন নোংরা জিনিস সম্পর্কে আপনি বেশি সচেতন হবেন। [মাত্র ১৫ দিনে কী খেয়ে ফোলা পেট 'ফ্ল্যাট' করবেন]

মোবাইল

মোবাইল

মোবাইল ফোন যা আমাদের নিত্যসঙ্গী, এতে বাথরুমের চেয়ে পাঁচশো গুণ বেশি জীবাণু থাকে। তাই মোবাইলে প্রেমিকাকে চুমু দেওয়ার সময় সাবধান। ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারেন আপনি।

কি বোর্ড

কি বোর্ড

ল্যাপটপ হোক বা কম্পিউটারের কি বোর্ড, এতে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। ফলে নিয়মিত হারে কি বোর্ড পরিষ্কার করুন।

কাটিং বোর্ড

কাটিং বোর্ড

সবজি বা ফল কাটার বোর্ডে প্রচুর পরিমাণে ব্য়াকটেরিয়া থাকে। যা বাথরুমে থাকা জীবাণুর কয়েকগুণ।

কার্পেট

কার্পেট

বাড়ির ড্রয়িং রুমের মাঝে পেতে রাখা কার্পেটে বাথরুমের চেয়ে কয়েক হাজার গুণ বেশি নোংরা থাকে। এর থেকে হাজারো রোগের সম্ভাবনা তৈরি হয়।

রান্নাঘরের সিঙ্ক

রান্নাঘরের সিঙ্ক

বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের সিঙ্কে কয়েক লক্ষ গুণ বেশি ব্যাকটেরিয়া ও জীবাণু থাকে।

টিভির রিমোট

টিভির রিমোট

আমরা খেতে খেতেও টিভির রিমোট ঘুরিয়ে থাকি। তবে ভেবে দেখুন, কতরকম হাতে আমরা টিভির রিমোট ধরে থাকি। ফলে তা যে জীবাণুদের আখড়া হবে তা আলাদা করে বলার প্রয়োজন নেই।

অফিসের ডেস্ক

অফিসের ডেস্ক

যেখানে অফিসে বসে আমরা কাজ করি, সেই জায়গাটি অত্যন্ত নোংরা হয়। চোখে না পড়লেও গোটা জায়গাটিতে জীবাণু কব্জা করে বসে থাকে।

মানি ব্যাগ

মানি ব্যাগ

পুরুষের মানিব্যাগ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির আদর্শ জায়গা। এর সঙ্গে রয়েছে এর মধ্য়ে থাকা নোটগুলি যা আরও বেশি নোংরা।

টুথব্রাশ

টুথব্রাশ

দাঁত মাজার ব্রাশের সুতোর ফাঁকে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করতে সুবিধা হয়। ফলে বাথরুমে নিজের টুথব্রাশকে কখনও রাখা উচিত নয়।

দরজার হাতল

দরজার হাতল

দরজার হাতলে প্রায় সকলেই হাত দেয়। এবং নানা পরিস্থিতিতে হাত দিতে হয়। ফলে তা কতোটা নোংরা হয় তা আশাকরি সকলেই আন্দাজ করতে পারবেন।

English summary

Things At Home That Are Dirtier Than Your Toilet

Things At Home That Are Dirtier Than Your Toilet
Story first published: Friday, November 6, 2015, 17:33 [IST]
X
Desktop Bottom Promotion