For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাবধান: বাস্তু মতে এই জিনিসগুলি বাড়িতে রাখলেই হবে মারাত্মক ক্ষতি!

বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে, যা বাড়িতে রাখলে এত মাত্রায় নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় যে তার প্রভাবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

By Nayan
|

বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে, যা বাড়িতে রাখলে এত মাত্রায় নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় যে তার প্রভাবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সুখে-শান্তিতে থাকতে চাইলে এই প্রবন্ধে একবার চোখ রাখতে ভুলবেন না যেন!

কী এই বাস্তুশাস্ত্র? এটি একটি বিজ্ঞানভিত্তিক শাস্ত্র, যাতে বাড়ির অন্দরে থাকা প্রতিটি জিনিসের সঙ্গে আমাদের জীবনের ভাল-মন্দের কী সম্পর্ক রয়েছে তার উপর আলোচনা করে থাকে। তাই তো বাস্তু মেনে বাড়ি বানানোর পরামর্শ দেওেয়া হয়ে থাকে সবাইকে। শুধু তাই নয়, প্রতিটি ঘরে, রান্না ঘরে এমনকী ঠাকুর ঘরে কী কী জিনিস রাখলে আমাদের উপকার হতে পারে এবং অপকারও, সে সম্পর্কেও ধারণা প্রদান করে থাকে বাস্তু শাস্ত্রে উপর লেখা নানা বই। যেমন ধরুন এই শাস্ত্র মতে বাড়িতে যুদ্ধের ছবি, ক্যাকটাস গাছ এবং তাজমহলের ছবি বা শোপিস রাখা একেবারেই উচিত নয়। তবে ভাববেন না এখানেই শেষ। এই প্রবন্ধে এমন আরও কিছু জিনিসের উপর আলোকপাত করা হল যা বাড়িতে রাখা বেজায় অশুভ! যেমন ধরুন...

১. ফাউন্টেন:

১. ফাউন্টেন:

অনেকেই ঘর সাজাতে সুন্দর সুন্দর ফাউন্টেন ব্যবহার করে থাকেন। কিন্তু বাস্তু মতে এমন জিনিস বাড়িতে রাখা একেবারেই শুভ নয়। কারণ এমনটা করলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এবং সমৃদ্ধ জীবনের স্বপ্ন পূরণের পথে নানা বাঁধা আসতে শুরু করে। তাই তো ঘরের ভিতরে নয়, ইচ্ছা হলে বাইরে ফাইন্টেন রাখতেই পারেন!

২. ডুবন্ত জাহাজ:

২. ডুবন্ত জাহাজ:

কোনও দিন যদি "লে পেটিট" জার্নালে প্রকাশিত টাইটানিক জাহাজের ঢুবে যাওয়ার আগের মুহূর্তের ড্রইং নিজের সংগ্রহে রাখার ইচ্ছা জন্মায়, তাহলে বলবো এমন নেক চিন্তাকে দূরে রাখাই ভাল। কারণ বাস্তুশাস্ত্র মতে জাহাজ ডোবার ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে প্রতিদিন বাড়িতে ঝগড়া-ঝাটি হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

৩. নটরাজ:

৩. নটরাজ:

ঘর সাজাতে অনেকেই নটরাজের মূর্তি ব্যবহারে করে থাকেন। কিন্তু এমনটা করলে কত ক্ষতি হতে পারে জানেন? বিশেষজ্ঞদের মতে নটরাজের মূর্তি একদিকে যেমন নৃত্যের সর্বত্তম উপস্থাপনার রূপক, তেমন কিন্তু ধ্বংসেরও প্রতীক। কারণ দেবাদিদেব মহাদেবের তান্ডব নৃত্যের রূপ হল নটরাজ মূর্তি। তাই তো এই মূর্তি বাড়িতে রাখলে আশান্তি পিছু নেওয়ার আশঙ্কা থাকে।

৪. মহাভারতের ছবি:

৪. মহাভারতের ছবি:

এমনটা বিশ্বাস করা হয় যে মহাভারতে উল্লেখিত নানা ঘটনা সম্পর্কিত কোনও ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি শুরু হয় এবং সেই অশান্তি সহজে মেটার সম্ভাবনাও থাকে না। তাই পরিবারে সুখ-শান্তি বজায় রাখতে এমন ছবি ব্যবহার না করাই শ্রেয়!

৫. ক্যাকটাস গাছ:

৫. ক্যাকটাস গাছ:

এমনটা মনে করা হয় যে ঘরের অন্দরে ক্যাকটাস জাতীয় কাঁটা গাছ রাখা একেবারেই উচিত নয়। এমনকী বাস্তু বিশেষজ্ঞরা গোলাপ গাছ রাখতেও মানা করেন। কারণ গোলাপের গায়েও যে রয়েছে কাঁটা। কারণ এমন গাছ রাখলে জীবন কন্টকময় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তো এমন গাছেদের নিজের কাছাকাছি রাখতে মানা করা হয়।

৬. তাজমহল:

৬. তাজমহল:

ছবি হোক কী শোপিস, কোনওভাবেই তাজমহলকে নিজের কাছাকাছি রাখা চলবে না। বিশেষত বাড়িতে। কারণ ভুলে গেলে চলবে না যে তাজমহল কিন্তু আদতে এক রাণীর সমাধি। তাই তো বাড়িতে এমন জিনিস রাখলে কোনও প্রিয় জনের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাওয়া, এমনকী পরিবারের মধ্যে কারও হঠাৎ করে মৃত্যু হওয়ার আশঙ্কাও থাকে।

৭. কোনও জানোয়ারের ছবি বা শোপিস রাখা চলবে না:

৭. কোনও জানোয়ারের ছবি বা শোপিস রাখা চলবে না:

এমনটা বিশ্বাস করা হয় যে শুয়োর, সাপ, গাধা, বাজ পাখি, প্যাঁচা, বাদুড় এবং পায়রার ছবি বা শোপিস বাড়িতে রাখলে বাড়ির অন্দরে অশান্তি থাবা বসায়। সেই সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যেকার সম্পর্কেরও অবনতি ঘটে। প্রসঙ্গত, একদল বাস্তু বিশেষজ্ঞের মতো বাড়িতে সুখ-শান্তি বজায় রাখতে কোনও ধরনের ওয়াইল্ড অ্যানিমেলেরই ছবি রাখা উচিত নয়।

৮. যুদ্ধের ছবি:

৮. যুদ্ধের ছবি:

খেয়াল করে দেখবেন অনেকের বাড়িতেই ইতিহাসের পাতায় নাম লেখানো নানা যুদ্ধের ছবি দেওয়ালে টাঙানো থাকে। এমনটা করা একেবারে উচিত নয়। কারণ বাস্তু শাস্ত্র মতে এই ধরনের ছবি ঘরে রাখলে ঝগড়া-ঝাটি এবং মনোমালিন্য বাড়তে থাকে। ফলে খালি হতে থাকে সুখের পাত্র। এমনটা যাতে আপনার সঙ্গেও না ঘটুক, তা সুনিশ্চিত করতে এই উপদেশটা মেনে চলতে ভুলবেন না যেন!

Read more about: বিশ্ব
English summary

বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে, যা বাড়িতে রাখলে এত মাত্রায় নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় যে তার প্রভাবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সুখে-শান্তিতে থাকতে চাইলে এই প্রবন্ধে একবার চোখ রাখতে ভুলবেন না যেন!

According to vastu, there are certain things which you should not keep at home. These things bring negative energy and bad luck to you and your home. Here is a list of things you should avoid keeping at your home
Story first published: Wednesday, February 21, 2018, 13:05 [IST]
X
Desktop Bottom Promotion