For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আপনার নামের প্রতিটি অক্ষর কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করে থাকে জানা আছে?

বিশেষজ্ঞদের মতে নামের মধ্যে থাকা প্রতিটি শব্দের নিজস্ব একটা "ভাইব্রেশন" আছে, যা প্রতি মুহূর্তে আমাদের জন্ম থেকে মুহূর্তে পর্যন্ত আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে। যেমন ধরুন...

|

জন্মের পর মুহূর্তেই আনন্দ প্রকাশের নামে মামা-মাসিরা, সঙ্গে বাবা-মাও নানা নামে আমাদের ভূষিত করে থাকেন। এরপর যখন একটু একটু করে আমরা চলতে শিখি, তখন ডাক নামের পাশাপাশি একটা ভাল নামও লেজুড় হয় আমাদের সঙ্গে। আর তখন থেকেই শ্রীমান বাবান, বাবাই বা বুবুন কোনও একটা মর্যাদাসম্পন্ন নামের ভার বহন করা শুরু করেন। কিন্তু একটা বিষয়ে কেউ খেয়াল রাখেন না যে আমাদের নামের প্রতিটি অক্ষর নানাভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে। ফলে অক্ষরের ভারে কারও জীবন অনন্দে ভরে ওঠে, তো কারও সর্বনাশ হতে সময় লাগে না। তাই তো কারও নামকরণের আগে বেজায় সাবধনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় এমন সাবধানতাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে শ্রীমানকে যুতসই একটা নাম তো অনেকে দিয়ে ফেলেন, কিন্তু নামের মধ্যে থাকা প্রতিটি অক্ষরের কারণে সারা জীবন মানুষটিকে যে ভাল-মন্দ নানা পরিস্থিতির মাঝে ফেঁসে থাকতে হয়,ে সে বিষয়ে কেউ খোঁজ রাখেন না।

বলেন কি মশাই নামও আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে? একেবারেই! বিশেষজ্ঞদের মতে নামের মধ্যে থাকা প্রতিটি শব্দের নিজস্ব একটা "ভাইব্রেশন" আছে, যা প্রতি মুহূর্তে আমাদের জন্ম থেকে মুহূর্তে পর্যন্ত আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে। যেমন ধরুন...

১. ডি, এম এবং টি:

১. ডি, এম এবং টি:

যাদের নামে এই তিনটে অক্ষরের কোনওটা রয়েছে, তারা বেজায় কর্মঠ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। তাই তো এরা ব্যবসা করলে চটজলদি সফলতা লাভের সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই নয়, মাত্রাতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা থাকার কারণে জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও বাঁধা পেরিয়ে যেতে এদের একেবারেই সময় লাগে না।

২. ই, এন, এইচ এবং এক্স:

২. ই, এন, এইচ এবং এক্স:

এই অক্ষরগুলি যাদের নামে রয়েছে তাদের জীবনে কখনও টাকার সমস্যায় ভুগতে হয় না। শুধু তাই নয়, প্রয়োজনের সময় ঠিক কোথাও না কোথা থেকে এদের পকেটে ঠিক টাকা এসে যায়। কিন্ত একটাই সমস্যা রয়েছে। সেটা হল এমন মানুষেরা একেবারেই টাকা সঞ্চয় করে উঠতে পারেন না, যে বিষয়ে এদের সদা সচেতন থাকার প্রয়োজন রয়েছে।

৩. ভি, ইউ, ডাবলু:

৩. ভি, ইউ, ডাবলু:

এমন মানুষেরা একেবারে মাটির মানুষ হন। শুধু তাই নয়, বিপদের সময় এরা সব সময় মানুষের পাশে থাকতে ভালবাসেন। শুধু তাই নয়, নিজ কর্তব্য কীভাবে পূরণ করতে হয়, তা এদের থেকে কেউ ভাল যানে না। এক কথায় আদর্শ মানুষ বলতে যা বোঝায়, এমন হন এরা। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে এই অক্ষরগুলি যাদের নামে থাকে, তারা খুব লাকি হন। ফলে মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে।

৪. এ, আই, জে, ওয়াই এবং কিউ:

৪. এ, আই, জে, ওয়াই এবং কিউ:

যাদের নামে এই অক্ষরগুলি থাকে, তারা ভীষণ মাত্রায় উচ্চাকাঙ্ক্ষী হন। কীভাবে কেরিয়ারে এগিয়ে যেতে হয়, সে বিষয়ে এদের থেকে পটু কেউ আছে বলে তো মনে হয় না। শুধু তাই নয়, এমন মানুষেরা বেজয় স্বাধীনচেতা হয়ে থাকেন এবং কোনও কারণেই এরা নিজের স্বাধীনতাকে বিসর্জন দিতে প্রস্তুত থাকেন না। এমনকী এই কারণে এরা ভালবাসার মানুষদের ছেড়ে একা থাকার মতো সিদ্ধান্ত নিতেও পিছপা হন না।

৫. বি, আর এবং কে:

৫. বি, আর এবং কে:

এরা খুব নরম মনের মানুষ হন। তাই তো খুব সহজেই এমন মানুষেরা দুঃখ পেয়ে যান। শুধু তাই নয়, কথায় কথায় চিন্তায় পরে যাওয়ার বদ অভ্যাসও রয়েছে এদের। তাই তো এমন মানুষেরা সারাক্ষণ মানসিক অশান্তির মধ্যে থাকেন।

৬. সি, জি, এস এবং এল:

৬. সি, জি, এস এবং এল:

কারও নামে যদি এই অক্ষরগুলির কোনওটা থাকে, তাহলে জানবেন তিনি বেজায় ভাল মানুষ। শুধু তাই নয়, এরা সারাক্ষণ মানুষের কীভাবে উপকার করতে পারেন, সেই চিন্তায় মশগুল থাকেন। এই কারণ তো এরা বন্ধু মহলে খুব জনপ্রিয় হন। প্রসঙ্গত, এই অক্ষরগুলি যাদের রয়েছে, তারা সবাইকে নিয়ে বাঁচতে এবং আনন্দে করতে ভুলবাসেন। এই কারণেই তো পরিবারের থেকে দূরে থাকা এদের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়।

৭. ও এবং জেড:

৭. ও এবং জেড:

এরা খুব ধর্মভীরু মানুষ হন। তাই তো এদের দ্বারা কারও ক্ষতি তো হয়ই না, উল্টে অনেকে এদের থেকে নানাবিধ উপকার পেয়ে থাকেন। শুধু তাই নয়, পড়াশোনা এবং কর্মক্ষেত্রও এরা প্রথম সারিতে থাকেন।

৮. পি এবং এফ:

৮. পি এবং এফ:

বিশেষজ্ঞদের মতে যাদের নামে এই দুটি অক্ষর থাকে, তারা কর্মক্ষেত্রে সফলতার চূড়ায় গিয়ে পৌঁছান। সেই সঙ্গে প্রখর বুদ্ধি থাকার কারণে জীবন পথে সামনে আসা যে কোনও বাঁধা পেরিয়ে যেতে এদের সময়ই লাগে না।

Read more about: বিশ্ব
English summary

The 'alphabets' in your name affect your life

Did you know that every letter of our name has its own vibrations, which continuously influences our personality? From our birth till death, our name is the only constant thing that remains with us, sometimes even after we pass away. Someone once told me that our soul is connected with our core through the bond of name.
Story first published: Friday, June 22, 2018, 12:55 [IST]
X
Desktop Bottom Promotion