For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!

|

ওয়াশিংটন, ১ জুন : এবার আপনার পোশাকও টাচ স্ক্রিনের সমতুল্য হয়ে উঠতে পারে।

বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল এমন কিছু তৈরি করারই চিন্তাভাবনা করছে। জানা গিয়েছে, সেই পোশাকের সুতো পরিবাহী হবে টেকনিক্যাল সঙ্কেত পাঠানোর জন্য। ফলে তা মোবাইল বা ট্যাবলেটের টাচ স্ক্রিনের মতো স্পর্শ পেলেই কাজ শুরু করবে।

এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!

গুগলের এই প্রোজেক্টটি 'অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রোজেক্টস' বা এটিএপি সমৃদ্ধ যার ফলে গুগলের ল্য়াবে 'টাচ সেনসেটিভ' 'স্মার্ট সুতো' তৈরি করার পরিকল্পনা চলছে।

মিশ্র ধাতুর সঙ্গে সুতি বা সিল্কের সুতোয় পোশাকটি তৈরি করা হবে। পোশাক ব্যবহারকারী পোশাকটি পরেই বুঝতে পারবেন শরীরের কোন জায়গাটি টাচ স্ক্রিনের কাজ করছে।

এছাড়াও পুরো পোশাক জুড়েই 'সেন্সর গ্রিড' দেওয়া থাকবে যাতে পোশাকের অনেকটা অংশ টাচ স্ক্রিনের কাজ করা যায়।

গুগল আধিকারিকরা জানিয়েছেন, এই পোশাকটিকে মোবাইল বা অন্য ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে জুড়ে ব্যবহার করা যাবে।

English summary

Soon, your clothes can be turned into touchscreens

Soon, your clothes can be turned into touchscreens
Story first published: Monday, June 1, 2015, 15:27 [IST]
X
Desktop Bottom Promotion