For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এ পি জে আব্দুল কালাম : জানুন 'ভারতের মিসাইল ম্যান' সম্পর্কে কিছু অজানা তথ্য ও তাঁর বিখ্যাত উক্তিগুলি

|

আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, তবে তিনি জনমানসে সর্বাধিক খ্যাতি লাভ করেছিলেন এ পি জে আব্দুল কালাম নামে। একদিকে ছিলেন ভারতের রাষ্ট্রপতি, অন্যদিকে ছিলেন একজন বিজ্ঞানী। এত দ্বায়িত্বের মধ্যেও তিনি ছিলেন একজন শিক্ষক ও জনগণের খুব কাছের বন্ধু। ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ছিলেন নৌকার মালিক এবং মা গৃহিণী। চার ভাইয়ের মধ্যে আব্দুল কালাম ছিলেন কনিষ্ঠ এবং এক বোন ছিল। পড়াশুনায় তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র, যাঁর শেখার ইচ্ছা ছিল প্রবল।

APJ Abdul Kalams Birthday

তাঁকে স্মরণ করার জন্য প্রতি বছর ১৫ অক্টোবর 'বিশ্ব ছাত্র দিবস' পালিত হয়। ২০১০ সালে আব্দুল কালামের ৭৯তম জন্মদিনে জাতিসংঘ প্রথম এই দিনটি পালন করে। আব্দুল কালামকে বলা হয় 'ভারতের মিসাইল ম্যান'। আজ তাঁর জন্মবার্ষিকীতে আমরা জেনে নিই তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তাঁর বলা বিখ্যাত কিছু বাণী।

আরও পড়ুন : Indira Gandhi : ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে জানুন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

এ পি জে আব্দুল কালাম সম্পর্কে তথ্য :

১) অল্প বয়স থেকেই পরিবারের ভরণপোষণের জন্য তাঁকে কাজ করা শুরু করতে হয়। মাত্র পাঁচ বছর বয়সে, পরিবারের সাহায্য করার জন্য তিনি সংবাদপত্র বিক্রি শুরু করেন, প্রতিদিন স্কুল শেষে তিনি এই কাজ করতেন।

২) তিনি রামানাথপুরমের স্কোয়ার্টজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা শেষ করেন। তাঁর পছন্দের সাবজেক্ট ছিল পদার্থবিজ্ঞান এবং গণিত।

৩) তিনি ১৯৫৪ সালে ত্রিচুরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক শেষ করেন এবং ১৯৫৫ সালে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন।

৪) তিনি ১৯৬০ সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন।

৫) ১৯৬৯ সালে তাকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) -য় স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যান (এস এল ভি-III)-এর প্রকল্প পরিচালক ছিলেন, যা ১৯৮০ সালের জুলাই মাসে 'রোহিণী' কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করে।

৬) ১৯৭০-১৯৯০ সালের মধ্যে আব্দুল কালাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পি এস এল ভি) এবং এস এল ভি -III, এই প্রকল্পগুলি গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং এই কাজে তিনি সফল হয়েছিলেন।

৭) ১৯৯১ সালের জুলাই থেকে ১৯৯৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এ পি জে আব্দুল কালাম প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

৮) আব্দুল কালাম-কে দেশের সর্বোচ্চ পুরস্কার, ভারতরত্ন (১৯৯৭), পদ্মভূষণ (১৯৮১) এবং পদ্মবিভূষণ (১৯৯০) সহ আরও অনেক পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

৯) ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১০) ২০১১ সালে, 'আই অ্যাম কালাম' নামক একটি বলিউড চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাঁর জীবন কাহিনীর উপর নির্ভর করে।

১১) ২০১২ সালের মে মাসে আব্দুল কালাম দুর্নীতির বিরুদ্ধে হোয়াট ক্যান আই গিভ মুভমেন্ট নামক একটি প্রোগ্রাম চালু করেছিলেন।

১২) রাষ্ট্রপতি পদ ছেড়ে দেওয়ার পর, তিনি দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরের অধ্যাপক হন।

১৩) আব্দুল কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিরুবনন্তপুরমের আচার্য্য ছিলেন এবং আন্না বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছিলেন।

১৪) ২০১৫ সালের ২৭ জুলাই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং-এ বক্তৃতা দেওয়ার সময়, আব্দুল কালাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

তাঁর বলা বিখ্যাত কিছু বাণী :

১)

১)

স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। - এ.পি.জে আব্দুল কালাম

২)

২)

তুমি ঘুমের মধ্যে যা দেখো তা স্বপ্ন নয়, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। - এ.পি.জে আব্দুল কালাম

৩)

৩)

End শব্দটির অর্থ 'শেষ' নয়, বরং End-এর অর্থ হল 'Effort Never Dies' অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই', যদি কোনও কিছুর উত্তরে 'NO' শোনো, তাহলে জানবে এর অর্থ হল 'Next Opportunity' অর্থাৎ 'পরবর্তী সুযোগ'। - এ.পি.জে আব্দুল কালাম

৪)

৪)

স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন চিন্তায় রূপান্তরিত হয়, আর সেই চিন্তা কাজে পরিণত হয়। - এ.পি.জে আব্দুল কালাম

৫)

৫)

যদি তুমি সূর্যের মত উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেও সূর্যের মতোই জ্বলে উঠতে হবে। - এ.পি.জে আব্দুল কালাম

৬)

৬)

যদি তুমি পরাজিত হও, তাহলে কখনোই হাল ছেড়ো না, কারণ FAIL-এর অর্থ হল 'First Attempt In Learning' অর্থাৎ 'শেখার প্রথম পদক্ষেপ'। - এ.পি.জে আব্দুল কালাম

৭)

৭)

জীবনে প্রথম সাফল্য পাওয়ার পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে তুমি শুধুই ভাগ্যের জোরে সফল হয়েছিলে। - এ.পি.জে আব্দুল কালাম

৮)

৮)

আমি সুপুরুষ নই। কিন্তু, যখন কেউ বিপদে পড়ে তখন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। - এ.পি.জে আব্দুল কালাম

৯)

৯)

একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। - এ.পি.জে আব্দুল কালাম

১০)

১০)

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। - এ.পি.জে আব্দুল কালাম

English summary

APJ Abdul Kalam's Birthday : Quotes And Facts About The Former President Of India

Abdul Kalam is lovingly called as the 'Missile Man of India'. On his birth anniversary, we will share some facts and quotes about the former President of India.
X
Desktop Bottom Promotion