For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Surya Grahan 2021 : আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, জেনে নিন কোথায়, কখন দেখা যাবে 'রিং অফ ফায়ার'-এর অপূর্ব দৃশ্য

|

আজ, ১০ জুন চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। এবার রিং অফ ফায়ার বা বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। দুপুর ১টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে। ২৬ মে চন্দ্রগ্রহণ ঘটেছে, যা বছরের প্রথম গ্রহণ ছিল। ২০২১ সালের দ্বিতীয় গ্রহণটি প্রায় পনেরো দিনের মধ্যে হতে চলেছে।

The Ring Of FireComing Up On June 10, How to view Ring of Fire Solar Eclipse in India

তাহলে জেনে নিন বছরের প্রথম সূর্যগ্রহণের বিশেষত্ব কী এবং কোথায় কোথায় দেখা যাবে এটি।

রিং অফ ফায়ার কী?

রিং অফ ফায়ার কী?

আমরা সবাই জানি যে, নিজেদের কক্ষপথ ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে, তখনই গ্রহণ হয়। এক্ষেত্রে চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মাঝখানে একই সরল রেখায়।

'রিং অফ ফায়ার' তখনই দেখা যায়, যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ থাকলেও, চাঁদ সূর্যের থেকে অনেক বেশি দূরত্বে থাকে এবং এই কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। তবে চাঁদ সূর্যের বেশিরভাগ অংশই ঢেকে দিতে পারে। সূর্যের রশ্মি চাঁদের পাশ দিয়ে ঠিকরে বেরোয়। সেটা দেখতে অনেকটা আংটির মতো লাগে। এটাকেই বলে ‘রিং অফ ফায়ার'।

'রিং অফ ফায়ার' সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে?

'রিং অফ ফায়ার' সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে?

উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আলাস্কা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কানাডা, গ্রিনল্যান্ড এবং উত্তর রাশিয়ার মানুষ রিং অফ ফায়ার সূর্যগ্রহণ দেখতে পাবে। কানাডার বেশিরভাগ অংশ, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

'রিং অফ ফায়ার' ভারতে দেখা যাবে কি?

'রিং অফ ফায়ার' ভারতে দেখা যাবে কি?

'রিং অফ ফায়ার' সূর্যগ্রহণের এই অদ্ভুত দৃশ্য ভারতে দেখা যাবে না। তবে ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ থেকে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। ভারতে আংশিক সূর্যগ্রহণ হবে, তাই সূতক কাল মান্য হবে না।

আরও পড়ুন : Surya Grahan 2021 : বছরের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন, জানুন গ্রহণের সময় ও কোথায় কোথায় দেখা যাবে

English summary

Solar Eclipse 2021 : The 'Ring Of Fire'Coming Up On June 10, How to view Ring of Fire Solar Eclipse in India

The new moon will sweep in front of the sun to create this years first solar eclipse on Thursday, June 10, 2021.
X
Desktop Bottom Promotion