For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Solar and Lunar Eclipses in 2022: ২০২২ সালে কবে কবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে? জানুন দিনক্ষণ ও সঠিক সময়

|

২০২২ সালে মোট ৪টি গ্রহণ হবে - ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা হলেও, এর সাথে সম্পর্কিত অনেক ধর্মীয় বিশ্বাস রয়েছে। তবে বিজ্ঞান এখন অনেক এগিয়ে গিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রের অন্ধ সংস্কার ঘোচানোরও চেষ্টা করে চলেছে। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে এবং চন্দ্রগ্রহণ ঘটে। অন্যদিকে, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা বরাবর থাকে আর চাঁদের অবস্থান পৃথিবী ও সূর্যের মাঝখানে হয়, তখন চাঁদের ছায়া পৃথিবীর কোনও না কোনও অংশের ওপর গিয়ে পড়ে। ফলে এই অংশ প্রায় অন্ধকার হয়ে আসে। একেই বলে সূর্যগ্রহণ।

Solar and Lunar Eclipses in 2022

হিন্দুধর্মে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। গ্রহণের সূতক সময়ে যেকোনও ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। তাহলে জেনে নিন, ২০২২ সালে কবে কখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে।

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ

২০২২-এর প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ৩০ এপ্রিল, শনিবার। ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই দেখা যাবে এই সূর্যগ্রহণ। ভারতে এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে, তাই এর সূতক কাল বৈধ হবে না। বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪টা ০৭ মিনিটে।

২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ

২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২৫ অক্টোবর, মঙ্গলবার। ভারত-সহ আরও অনেক দেশে এই গ্রহণ দেখা যাবে। কিন্তু ভারতে এই গ্রহণের আংশিক প্রভাবের কারণে এর সূতক বৈধ হবে না। এই গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ২৯ মিনিটে এবং শেষ হবে বিকেল ৫টা ৪২ মিনিটে।

২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ

২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ

নতুন বছরে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৫ ও ১৬ মে। এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে এবং বিশ্বের অনেক দেশ থেকে দেখা যাবে। এর সূতক কালও বৈধ হবে। চন্দ্রগ্রহণ শুরু হবে ১৫ তারিখ সকাল ৭টা ০২ মিনিটে এবং শেষ হবে ১৬ তারিখ মধ্যরাত ১২টা ২০ মিনিটে। এই গ্রহণের সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হবে।

২০২২ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ

২০২২ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ

২০২২-এ দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৮ নভেম্বর। এটাও সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, তাই এই গ্রহণের সূতক কালও অত্যন্ত প্রভাব ফেলবে। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে দুপুর ১টা ৩২ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে।

২০২২ সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সম্পূর্ণ তালিকা

২০২২ সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সম্পূর্ণ তালিকা

প্রথম সূর্যগ্রহণ : ৩০ এপ্রিল

দ্বিতীয় সূর্যগ্রহণ : ২৫ অক্টোবর

প্রথম চন্দ্রগ্রহণ : ১৬ মে

দ্বিতীয় চন্দ্রগ্রহণ : ৮ নভেম্বর

English summary

Solar and Lunar Eclipses in 2022: Here's All You Need To Know About Date, Time and Visibility in India

Check 2022 Surya and Chandra Grahan Dates, Timings, Visibility in India and other details in Hindi. Read on.
X
Desktop Bottom Promotion