For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই বিষয়গুলিকে গোপন রাখতেই পছন্দ করেন সকলে

By Oneindia Staff Writer
|

সম্পর্কের ক্ষেত্রে কোনও সমীকরণ কাজ করে না। কোন বিষয়টি সম্পর্ককে খারাপ করে বা তলানিতে নিয়ে যায়, তা জানা আমাদের অবশ্যই প্রয়োজন। [কিছু জিনিস যা নিয়ে আফশোস করেন সব ভারতীয়]

কাছের মানুষের কাছে কোনও বিষয় গোপন করা উচিত নয়। তবে কিছু জিনিস রয়েছে যা আমরা আমাদের মনের মধ্যেই রাখতে পছন্দ করি। [সুখী মানুষেরা এই বিষয়গুলি সবসময় এড়িয়ে চলেন]

কিছু জিনিস বা ঘটনা আমরা চাই না তা আমাদের সবচেয়ে কাছের মানুষও কখনও জানুক। অবশ্যই এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ থাকে। সামনে যে মানুষটি রয়েছেন, তারও এক্ষেত্রে বোঝা উচিত, কী বিষয় রয়েছে যা বলতে আপনার প্রিয়জন অনিচ্ছুক। [এই কাজগুলি না ভেবেচিন্তে একমাত্র ভারতীয়রাই করেন!]

নিচের স্লাইডে দেখে নিন, এমন কোন বিষয় রয়েছে যা প্রিয়জনের কাছেও গোপন রাখতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। [ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলি]

প্রথম চুম্বন

প্রথম চুম্বন

কিশোর বয়সে অনেকেই প্রেমে পড়েন এবং সেই প্রেম টেঁকে না। সেইসময়ে প্রেমিক-প্রেমিকাকে করা চুম্বনের কথা বলতে অস্বস্তি হওয়ারই কথা।

আগের সম্পর্ক

আগের সম্পর্ক

জীবন কখনও থেমে থাকে না। অনেকেই একাধিক সম্পর্কে জড়ান। সেগুলি থেকে ফের বেরিয়েও আসেন। বিয়ের পরে সেইসমস্ত সম্পর্ক নিয়ে আলোচনা করতে কেউই রাজি থাকেন না।

বদভ্যাস

বদভ্যাস

কী বদভ্যাস আপনার রয়েছে, তা কখনও আপনার প্রিয়জনকে জানিয়েছেন কি?কেউই তা জানাতে পছন্দ করেন না।

ভয়ের কথা

ভয়ের কথা

জীবনে কোনও কিছু নিয়ে আপনার ভয় বা দুশ্চিন্তা রয়েছে জেনেও কখনও আপনি চাইবেন না, আপনার প্রিয়জন তা জানুক।

পারিবারিক বিবাদ

পারিবারিক বিবাদ

এক একটি পরিবারে এক একরকমের সমস্যা বা বিবাদ থাকে। তা নতুন স্ত্রী বা স্বামীর কাছেও কেউ প্রকাশ করতে চান না।

আর্থিক ক্ষতি

আর্থিক ক্ষতি

অনেকেই প্রথম জীবনে নানা ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পরে সেই ঘটনা নিজের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকেও এড়িয়ে যান। এসব নিয়ে কথা বলতে তারা একেবারেই পছন্দ করেন না।

English summary

Secrets We Try To Hide From Our Partners

Secrets We Try To Hide From Our Partners
X
Desktop Bottom Promotion