For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কে কেমন মানুষ চটজলদি জানতে চান নাকি? তাহলে এই তিনটি রঙের একটি বেছে নিতে বলুন!

এই প্রবন্ধটি যদি মন দিয়ে পড়ে ফেলতে পারেন, তাহলে কোনও মানুষের স্বভাব সম্পর্কে ধরণা করে নিতে যে সমস্যা হবে না, সে কথা হলফ করে বলতে পারি।

|

আজকের দুনিয়ায় যেখানে সবাই একে অপরের গলা কাটার জন্য বসে রয়েছে, সেখানে নিজেকে বাঁচাতে যে চাণক্য হওয়ার প্রয়োজন রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর গুরুদেব চাণক্য যেমনটা বলতেন যে মানুষের ভাবনাকে যদি চিনে ফলা যায়, তাহলেই কেল্লা ফতে! আসলে কে কী ভাবছেন, কোন পরিস্থিতিতে কেমন ব্যবহার করবেন, স্বাভাবই বা কেমন, সে সম্পর্কে যদি একটা ধরণা করে নেওয়া যায়, তাহলে যুদ্ধ জয় যে অনেকাংশেই সহজ হয়ে দাঁড়ায়, সে সম্পর্কে কোনও সন্দেহ নেই! এখন প্রশ্ন হল কীভাবে বুঝবেন কোনও মানুষের মনের কথা?

এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে সাহায্য করতে পারেন ডাঃ ম্যাক্স লাসচার। কে এই ম্যাক্স লাসচার? ইনি হলেন একজন বিখ্যাত সাইকোলজিস্ট, যিনি ১৯৫০ সালে মানুষের ভবনা-চিন্তা এবং স্বভাবের উপর একটি পরীক্ষা চালিয়েছিলেন। তাতে তিনি দেখিয়েছিলেন কে কোন রং পছন্দ করছেন, তা দেখে অনেকাংশেই সেই মানুষের স্বভাব এবং ভাবনা-চিন্তা সম্পর্কে ধরণা করা যেতে পারে। এক্ষেত্রে তিনি তিনটি রংকে বেছে নিয়েছিলেন এবং তারপর চালিয়েছিলেন সেই গবেষণাটি, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

তাই বলি বন্ধু একবার এই প্রবন্ধটি যদি মন দিয়ে পড়ে ফেলতে পারেন, তাহলে কোনও মানুষের স্বভাব সম্পর্কে ধরণা করে নিতে যে সমস্যা হবে না, সে কথা হলফ করে বলতে পারি। প্রসঙ্গত, ডাঃ লাসচার মূলতি তিনটি রং ব্যবহার করেছিলেন, সাদা, গোলাপী এবং হালকা নীল।

তাহলে আর অপেক্ষা কেন। এই তিনটি রঙকে জোগাড় করে ড্রইং রুমে রেখে দিন, আর জেনে নিন সেই রংগুলিকে কাজে লাগিয়ে কীভাবে মনের কথা জেনে নেওয়া যায়!

১. কালার

১. কালার "এ":

যারা এই প্রথম রংটি বাছে নেবেন, জানবেন তারা কালো, গ্রে এবং ব্রাউন কলারও বেজায় পছন্দ করেন। আর এমন রং যারা পছন্দ করেন, তারা সারাক্ষণই কিছু না কিছু নিয়ে মন খারাপ করে বসে থাকেন। এরা তো সুযোগ খোঁজেন কখন মনটা খারাপ করা যায়। শুধু তাই নয়, এমন মানুষেরা সারাক্ষণ খারাপ চিন্তাকে গুরুত্ব দেওয়ার কারণে প্রতি নিয়ত ভাবতে থাকেন তাদের জীবন বাকি সবার থেকে খারাপ এবং এরা একটা গর্তে পরে রয়েছেন। কিন্তু মজার বিষয় কি জানেন, এই গর্ত থেকে কীভাবে বেরনো সম্ভব, সে সম্পর্কে এরা ভাবতে নারাজ! প্রসঙ্গত বেশি মাত্রায় ভাবনা চিন্তা করার কারণে এমন মানুষদের ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন মানুষেরা যদি আপনার বন্ধু হয়ে থাকেন, তাহলে তাকে সাহায্য করুন। কারণ ভুলে যাবেন না ডিপ্রেশন কিন্তু সাইলেন্ট কিলার!

২. কালার

২. কালার "বি":

এই রংটি যদি কেউ পছন্দ করে থাকেন, তাহলে জানবেন তিনি বেজায় রোমান্টিক প্রকৃতির মানুষ। শুধু তাই নয়, খালি চোখে স্বপ্ন দেখতে এরা বেজায় পছন্দ করেন। তাই তো মন খুলে কীভাবে বাঁচতে হয়, তা এদের থেকে আর কেউ ভাল জানে বলে তো মনে হয় না! প্রসঙ্গত, মনের মানুষকে অনেক অনেক ভালবাসা দিতে এরা সদা প্রস্তুত থাকেন। এই কারণেই তো এমন মানুষদের জীবনসঙ্গী বানালে বাকি জীবনটা সুখ-শান্তিতে এবং আনন্দে কেটে যায়। তবে এমন মানুষরা অতি মাত্রায় ক্রিয়েটিভ হওয়ার কারণে বাস্তবের সঙ্গে যোগ রাখেন কম। ফলে হঠাৎ করে বিপদে পরে যাওয়ার আশঙ্কা থাকে বেশি।

৩. কালার

৩. কালার "সি":

নীল রং যারা পছন্দ করবেন, জানবেন তারা খুব নরম মনের মানুষ হন। কেউ কেউ তো বেজায় ইমোশনাল প্রকৃতিরও হয়ে থাকেন। তবে নিজের কাজ নিয়ে এরা খুব সিরিয়ান হন। মন দিয়ে কাজ করতে এরা খুব পছন্দ করেন। শুধু তাই নয়, নিজের স্বপ্ন কীভাবে পূরণ করতে হয়, তা নিয়ে এরা সারাক্ষণ ভাবতে থাকেন। তাই তো এমন মানুষদের স্বপ্ন দিনের আলো দেখতে সময় নেয় না। প্রসঙ্গত, এরা খুব শান্ত এবং অমায়িক প্রকৃতির হন। সেই সঙ্গে ধর্মপ্রাণও হয়ে থাকেন। একথায় ভাল মানুষ বলতে যা বোঝায়, এরা একেবারে তেমন হয়ে থাকেন।

তাহলে বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ কোন রংটা চুজ করলো?

Read more about: বিশ্ব
English summary

scientific colour test will reveal about your true personality

Have you ever thought that the colours we choose have a lot to reveal about our personalities and choices?
Story first published: Saturday, May 19, 2018, 12:48 [IST]
X
Desktop Bottom Promotion