For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) পারফেক্ট সেলফি-র জন্য মেনে চলুন এই নিয়মগুলি!

|

সেলফি! এই শব্দটা এখন বাচ্চা থেকে বুড়ো কারোর কাছেই নতুন কথা নয়। এই প্রজন্ম তো কথায় কথায় সেলফি তুলতে ব্যস্ত। কিন্তু সেলফি তুললেই তো হল না। ছবি তোলার মতো সেলফি তোলাও একটা শিল্প কিন্তু।

ভাল সেলফি মন ভাল করে দেয়। সেলফির প্রথম নিয়মই হচ্ছে নিজস্বতা। আমরা অনেকেই সেলফি তোলার ক্ষেত্রে বলিউড ব্যক্তিত্ব বা নামি তারকাদের অনুসরণ করি। কিন্তু পার্থক্যটা হয় তারকাদের একটা বিশাল বড় টিম থাকে স্টাইলিশ, হেয়ার ড্রেসার, মেক আপ আর্টিস্ট , ফ্যাশন অ্যাডভাইজার ইত্যাদি। কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটাই আমাদের হাতে।

কিন্তু যদি কয়েকটা টিপস ফলো করা যায় তাহলে তারকা না হয়েও অসাধারণ সেলফি পাওয়া যেতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক টিপসগুলি কী কী...

পোশাক ও লিপস্টিক

পোশাক ও লিপস্টিক

পোশাক হাল্কা রংয়ের হলেও সেলফি তোলার ক্ষেত্রে লিপস্টিক হোক গাঢ় উজ্জ্বল রংয়ের।

অ্যাক্সেসারিজের ব্যবহার

অ্যাক্সেসারিজের ব্যবহার

সানগ্লাস সেলফি অধিকাংশ সময়েই নজর কারে। কারন তা আপনার স্টাইলে একটা ভিন্ন স্তর যোগ করে। আপনার স্টাইলটাকে ফুটিয়ে তোলে। সানগ্লাস ছাড়াও হ্যাট বা গলায় ভারী জাঙ্ক জুয়েলারির ব্যবহারও করতে পারেন।

পাউট

পাউট

সেলফি তোলার সময় ঠোচে হাল্কা পাউট আনুন। এতে আপনার মুখ ছবিতে চওড়া লাগবে না। আপনার ভিতরের ফাঙ্কি স্বভাবটাও ধরা পরবে।

আলোর ব্যবহার

আলোর ব্যবহার

ফ্যাশন ফটোগ্রাফি হোক বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিংবা সেলফি আলোর ব্যবহার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। আলোর ব্যবহার এমনভাবে করুন যাতে আলো আপনার মুখে পড়ে ক্যামেরার লেন্সে নয়। মুখে যেন ছায়া না পরে। যতক্ষণ না ভাল আলো পাচ্ছেন ততক্ষণ সেলফি তোলার কথা ভাববেন না।

ব্যাড অ্যাঙ্গেল

ব্যাড অ্যাঙ্গেল

নিজের 'ব্যাড অ্যাঙ্গেল' টা আগে খুঁজে বের করার চেষ্টা করুন। অর্থাৎ কোন অ্যাঙ্গেলে ছবি তুললে আপনার ছবি খারাপই আসবে সেটা আগে জানুন। আর সেই অ্যাঙ্গেলটি ক্যামেরায় এড়িয়ে তোলার চেষ্টা করুন।

এক নয় একাধিক

এক নয় একাধিক

যতক্ষণ না মনের মতো হচ্ছে ততক্ষণ তুলে যান সেলফি। কারণ সবসময়ে এক শটে পারফেক্ট সেলফি পাওয়া নাও যেতে পারে।

তারকাদের অনুকরন নয়

তারকাদের অনুকরন নয়

সেলফি তোলার ক্ষেত্রে দয়া করা তারকাদের নকল করার চেষ্টা করবেন না। নিজস্বতা বজায় রাখুন। আপনি ঠিক যেমন সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করুন।

কাঠখোট্টা নয়,

কাঠখোট্টা নয়,

মনে রাখবেন সেলফি কিন্ত আপনার পাসপোর্টে অন্যান্য সরকারি কাজে ব্যবহার করা হবে না। তাই শউধু কাঠ কাঠ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন না। সেলফি ও হাফ বাস্ট পাসপোর্ট সাইজ ছবির মধ্যে অনেক তফাৎ রয়েছে।

মজার অঙ্গভঙ্গি

মজার অঙ্গভঙ্গি

সেলফিতে নিজের প্রাণবন্ত উচ্ছ্বল স্বভাবটা তুলে ধরার চেষ্টা করুন। চেষ্টা করুন অস্বস্তি কাটিয়ে নানা ধরণের মজার, দুষ্টু মিষ্টি পোজ দেওয়ার। তাতে আপনার সেলফি আরও জীবন্ত হবে।

English summary

Rules For Looking Good In A Selfie

Rules For Looking Good In A Selfie
Story first published: Friday, July 24, 2015, 14:14 [IST]
X
Desktop Bottom Promotion