For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রবাসী ভারতীয় দিবস ২০২০ : জেনে নিন এই দিবসের ইতিহাস ও তাৎপর্য

|

প্রতি বছর ৯ জানুয়ারি 'প্রবাসী ভারতীয় দিবস' (PBD) পালন করা হয়। ভারতের উন্নয়নে প্রবাসী বা অনাবাসী ভারতীয়দের কৃতিত্ব ও অবদানের কথার স্মরণ করে ২০০৩ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।

১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। 'বাপু' নামে সর্বাধিক পরিচিত গান্ধীজি, একজন বিশিষ্ট প্রবাসী হিসেবে বিবেচিত হন, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর স্বদেশে প্রত্যাগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এইদিনটি উদযাপিত হয়।

Pravasi Bharatiya Diwas 2020

প্রবাসী ভারতীয় দিবসের ইতিহাস

২০০৩ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির কাছে, হাই-লেভেল কমিটি (HLC) থেকে 'প্রবাসী ভারতীয় দিবস' পালন করার প্রস্তাব পাঠানো হয়। তৎকালীন রাজ্যসভার সদস্য ও কূটনীতিক লক্ষ্মী মল সিংভীর সভাপতিত্বে, অটল বিহারী বাজপেয়ির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল।

এরপর, ভারতের বিদেশমন্ত্রী, ভারত সরকার, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস্ অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন শুরু করা হয়।

প্রবাসী ভারতীয় দিবসের তাৎপর্য

১) প্রতি বছর ৭-৯ জানুয়ারি ভারতের কোনও একটি শহরে বড় অনুষ্ঠান হয়, অনাবাসী ভারতীয়রা এই আলোচনাসভায় অংশ নেন

২) জনগণকে সচেতন করতে তৈরিতে প্রতি বছর এর আলাদা আলাদা থিম থাকে। ২০১৯ সালে অনুষ্ঠিত ১৫ তম PBD-র থিমটি ছিল 'একটি নতুন ভারত গড়ার ক্ষেত্রে ভারতীয় প্রবাসীর ভূমিকা'।

৩) এই দিবসের অনুষ্ঠানে গোটা বিশ্বের ভারতীয় প্রবাসীরা একত্রিত হওয়ার কারণে উদযাপনটি অনেক বড় হয়। এছাড়া, ভারতীয় নাগরিকরাও এই অনুষ্ঠানে অংশ নেয়।

৪) এই অনুষ্ঠানে, ব্যতিক্রমী এবং অসামান্য ব্যক্তিত্বরা প্রবাসী ভারতীয় সম্মান পুরষ্কারে ভূষিত হন।

৫) এছাড়াও, সেখানকার আলোচনা সভায় ভারতীয় ব্যাক্তিরা প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করতে এবং দেশের উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করার উপায় সন্ধান করতে পারে।

এই বছর প্রবাসী ভারতীয় দিবসের ১৬তম সংস্করণ উদযাপিত হচ্ছে। আমরা আশা করি, এইবছরও এই দিবসে বিদেশী ভারতীয়দের সম্মান জানাতে কিছু তথ্যমূলক এবং কার্যকর থিম থাকবে।

English summary

Pravasi Bharatiya Diwas 2020: Date, History And Significance

Pravasi Bharatiya Diwas is observed on 9 January every year to respect and highlight the achievements and contributions of Indian Diaspora in the development of India.
Story first published: Thursday, January 9, 2020, 14:37 [IST]
X
Desktop Bottom Promotion