For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাশি অনুসারে কোন গাছ বাড়িতে রাখলে আপনার ভাগ্য ফিরবে সে সম্পর্কে জানতে চাইলে চোখ রাখুন এই প্রবন্ধে

প্রতিটি গাছ থেকেই এমন কিছু এনার্জি জন্ম নেয়, যা নানাভাবে আমাদের ভাগ্যকে প্রভাবিত করে থাকে। তাই তো রাশি অনুসারে কী কী গাছ বাড়িতে রাখা উচিত, সে সম্পর্কে জেনে না নিলে কিন্তু বিপদ!

|

অক্সিজেনের চাহিদা তো মেটায়ই। সেই সঙ্গে প্রতিটি গাছ থেকেই এমন কিছু এনার্জি জন্ম নেয়, যা নানাভাবে আমাদের ভাগ্যকে প্রভাবিত করে থাকে। তাই তো রাশি অনুসারে কী কী গাছ বাড়িতে রাখা উচিত, সে সম্পর্কে জেনে না নিলে কিন্তু বিপদ!

কী বিপদ, তাই ভাবছেন নিশ্চয়? অসলে বন্ধু যে যে গাছ আপনার রাশির উপর সুপ্রভাব ফেলে থাকে, সেগুলি ছাড়া আর কোনও গাছ যদি বাড়িতে বা নিজের আশেপাশে রাখেন, তাহলে খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে কোনও বিপদ ঘটার আশঙ্কা যেমন বেড়ে যায়, তেমনি খারাপ সময় পিছু নেওয়ার সম্ভাবনাও থাকে। তাই তো এই বিষয়ে সাবধনা থাকার প্রয়োজন রয়েছে।

এখন প্রশ্ন হল, আপনার জন্ম রাশি বা মুন সাইন অনুসারে কী কী গাছ বাড়িতে রাখলে মন্দ কিছু ঘটার সম্ভবানা থাকে না?

১. মেষরাশি:

১. মেষরাশি:

এই রাশির জাতক-জাতিকারা যদি বাড়িতে আমলকি গাছ পুঁততে পারেন, তাহলে কিন্তু নানাবিধ সুফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ এই গাছটি নানাভাবে এই রাশির উপর সুপ্রভাব ফেলে থাকে। ফলে অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনা তো বাড়েই, সেই সঙ্গে পজেটিভ শক্তির প্রভাবে সামাজিক এবং কর্মজীবনেও সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো। আর যদি ফুলের কথা জিজ্ঞাস করেন, তাহলে বলতে হয় টিউলিপ ফুল আপনার জন্য বেজায় লাকি!

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

বিশেষজ্ঞদের মতে এই রাশির অধিকারীরা যদি বাড়িতে জামুন গাছ লাগান, তাহলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি শুভ শক্তির প্রভাবে গুড লাকের রোজের সঙ্গী হয়ে ওঠে। আর ভাগ্য় যখন একবার ফিরে যায়, তখন জীবনের ছবিটা বদলে যেতে যে সময় লাগে না, তা কি আর বলার অপেক্ষা রাখে! প্রসঙ্গত, বৃষরাশির জাতক-জাতিকারা যদি বাড়িতে গোলাপ গাছ লাগান, তাহলে কিন্তু দারুন সব উপকার পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এদের জন্য লাকি গাছ হল শিশিম ট্রি। তবে এমন গাছ বাড়িতে লাগানো যদি সম্ভব না হয়, তাহলে ল্যাভেন্ডার ফুলের গাছও লাগাতে পারেন। কারণ এই দুটি গাছই নানভাবে মিথুনরাশিদের ভাগ্য ফেরাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

জ্যাসমিন বা লিলি ফুল ভালোলাগে আপনাদের? কেন এমন প্রশ্ন করছি জানেন? কারণ জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই দুটি ফুল আপনার জন্য বেজায় লাকি। আর যদি গাছের প্রসঙ্গে জিজ্ঞাস করেন, তাহলে বলতে হয় অশ্বত্থ গাছ ভাগ্য ফেরাতে নানাভাবে সাহায্য করে থাকে। তাই গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠুক, এমনটা যদি চান, তাহলে এই উপদেশটা মানতে দেরি করবেন না যেন!

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

চটজলদি ভাগ্য ফেরাতে মরিয়া নাকি? তাহলে হে সিংহরাশির জাতক, যত শীঘ্র সম্ভব বেল গাছ লাগান বাড়িতে। দেখবেন খারাপ সময় কেটে যেতে সময় লাগবে না। আর যদি সম্ভব হয়, তাহলে বেল গাছের পাশাপাশি সূর্যমুখি অথবা ডালিয়ে ফুলের গাছও লাগাতে পারেন। কারণ এই ফুলেরাও আপনাদের উপর নানাভাবে সুপ্রভাব ফেলে থাকে। ফলে খারাপ শক্তির প্রভাবে কোনও বিপদ ঘটার আশঙ্কা যায় কমে।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

এই রাশির জাতক-জাতিকাদের জন্য অ্যালোভেরা এবং রিটা গাছ বেজায় লাকি। আর যদি ফুল গাছের প্রসঙ্গে জিজ্ঞাস করেন, তাহলে বলতে হয় মর্নিং গ্লোরির মতো ফুল গাছ আপনাদের বাড়িতে লাগানো উচিত।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

অর্জুন গাছের নামটা শুনেছেন নিশ্চয়? এই গাছটি আপনাদের রাশির জন্য বেজায় লাকি হিসেবে বিবেচিত করে থাকেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কারণ এই গাছটি বাড়িতে লাগালে নাকি আপনাদের টাকা-পয়সা সংক্রান্ত নানাবিধ ঝামেলা মিটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে পরিবারে সুখ-শান্তিও বজায় থাকে। প্রসঙ্গত, একই উপকার মেলে মঙ্গোলিয়া ফুল গাছ লাগালেও!

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

যাদের মুন সাইন বৃশ্চিক, তারা বাড়িতে অর্জুন অথবা মলোশ্রী গাছ লাগাতে পারেন। আর যদি ফুল গাছ লাগাতে মন চায়, তাহলে জবা গাছ লাগাতে ভুলবেন না যেন! কারণ এই গাছগুলি এই রাশির জাতক-জাতিকাদের উপর এমন প্রভাব ফেলে যে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

কলা এবং আম খেতে কেমন লাগে? যদি ভাল নাও লাগে তবুও বাড়িতে এই দুটি গাছের কোনও একটি লাগাতে ভুলবেন না যেন! কারণ জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দুটি গাছ ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য কিন্তু বেজায় লাকি!

১০. মকররাশি:

১০. মকররাশি:

নিম এবং অশ্বত্থ গাছ এই রাশিদের জন্য বেজায় শুভ। তাই তো এই গাছগুলি পুঁতলে গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠতে সময় লাগে না। তাছাড়া নিম গাছ বাড়িতে থাকলে আরও নানাবিধ উপকার পাওয়া যায়। যেমন ধরুন, এই গাছের পাতা শরীর এবং ত্বককে চাঙ্গা রাখতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে, তেমনি বাড়ির পরিবেশকেও শুদ্ধ করে তোলে।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

সুখে-শান্তিতে থাকতে, মনের মতো জীবন সঙ্গী পেতে এবং চরম অর্থনৈতিক উন্নতির স্বাদ পেতে এই রাশির জাতক-জাতিকাদের কাদম্ব গাছ লাগানো একান্ত প্রয়োজন। সেই সঙ্গে যদি লেবু গাছ লাগাতে পারেন, তাহলে তো কথাই নেই!

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লাকি গাছ হল নিম এবং আম গাছ। আসলে এই দুটি গাছের কোনওটি বাড়িতে এনে রাখলে একদিকে যেমন খারাপ শক্তির প্রভাব কেটে যেতে শুরু করে, তেমনি অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো। শধু তাই নয়, কালো যাদুর প্রভাব কেটে যেতেও সময় লাগে না।

পুরো লেখাটা পড়ার পর আপনাদের কারও কারও মনে হতে পারে কী ভুলভাল সব পড়লাম! কিন্তু একটা কথা জেনে রাখুন বন্ধু, খারাপ সময় কিন্তু বলে আসে না। আর যখন আসে তখন কিন্তু বাঁচার সুযোগ দেয় না! তাই...

Read more about: বিশ্ব
English summary

Plants & Trees that bring good luck based on your Moon Sign

We all know that trees and plants are the greatest source of oxygen, nature’s produce on earth, and other than this they also have a significant influence in our life.Hinduism explains that every part of Prithvi (Earth) is related to our future, be it mountains, trees, rivers, etc. Not only do they influence the energies around us, but also affect our astrological planets.In Vedic astrology, it is believed that every tree has its own energy and hence it must be used in to improve many aspects in our life, like success, wealth, healthy, marriage, etc.
Story first published: Friday, September 7, 2018, 15:56 [IST]
X
Desktop Bottom Promotion