For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জুতো, চেয়ার ছুঁড়ে দুষ্কৃতি তাড়ালেন প্রবীণ দম্পতি! ভাইরাল ভিডিয়ো

|

সন্ধে বেলা বেশ আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বাড়ির বারান্দায় বসেছিলেন বছর ৭০ এর এক প্রবীণ। তখনও তিনি আঁচ করতে পারেননি যে, একটু পরেই কী হতে চলেছে তাঁর সঙ্গে! হঠাৎ দু'জন মুখোশধারী দুষ্কৃতি ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে তাঁর বাড়ির মধ্যে। কিন্তু, তাতে ঘাবড়ে না গিয়ে সাহসিকতার সাথে সেই ডাকাতদের বিরুদ্ধে লড়লেন ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রী। তখন দুষ্কৃতি করার বদলে পালাতে বাধ্য হল ডাকাতেরা।

Robbers

গত রবিবারে তামিলনাড়ুর তিরুনেলভেলির খামার বাড়িতে ঘটে এটি। সন্ধেবেলায় হঠাৎই দু'জন মুখোশধারী দুষ্কৃতি শানমুগাভেল নামক ওই প্রবীণের বাড়িতে ঢুকে পেছন থেকে তাঁর গলায় কাপড় পেঁচিয়ে ধরে। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করায় বাড়ির ভেতর থেকে একজোড়া চপ্পল হাতে ছুটে বেরিয়ে আসেন তাঁর স্ত্রী সেন্থামরাই। তাঁর বয়স ৬৫। নিজের হাতে থাকা চপ্পল জোড়া ছুড়ে মারেন দুষ্কৃতিদের। ছুঁড়তে থাকেন বাড়ির দরজায় রাখা অন্য জুতোগুলোও।

হঠাৎ আক্রমণে দুষ্কৃতিরা যেন খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে গলার ফাঁস সামান্য আলগা হতেই ঘুরে দাঁড়ান ওই বৃদ্ধ। চেয়ার, টেবিল, আসবাব যা কিছু হাতের কাছে আছে তাই ছুড়তে থাকেন। দুষ্কৃতিরা পাল্টা ধারালো অস্ত্র চালাতে থাকলেও, বৃদ্ধ দম্পতির সাহসের সামনে দাঁড়াতে পারেনি ওই দুই ডাকাত। ক্রমেই পিছু হটতে হটতে এক সময় দৌড়ে পালিয়ে যায় তারা।

পুলিশ জানিয়েছে, ধ্বস্তাধ্বস্তির সময় ওই বৃদ্ধার একটি ৩৩ গ্রাম ওজনের সোনার হার ছিনিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা। ডান হাতে আঘাতও পেয়েছেন ওই বৃদ্ধা। তবে বেশি কিছু হয়নি।

ওই প্রবীণ দম্পতির বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ধস্তাধস্তির ছবি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। ঘটনার লিখিত বিবরণ ও সিসিটিভি ফুটেজ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Read more about: couple
English summary

Old Couple In Tamil Nadu Chases Off Robbers

An elderly couple from Tamil Nadu can be seen chasing off two robbers only with the help of slippers, chairs and buckets.
X
Desktop Bottom Promotion