For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জন্মবার অনুসারে আপনার ক্ষেত্রে কোন রংটা শুভ আর কোনটা নয় জানা আছে কি?

জন্মবার অনুসারে যে যে রংগুলি আপনার জন্য শুভ নয়, সেই সব রংগুলিকে যদি বারে বারে ব্যবহার করা শুরু করেন, তাহলে একের পর এক বিপদ ঘটার আশঙ্কা যায় বেড়ে।

|

খেয়াল করে দেখবেন জন্মের পর থেকেই আমাদের জীবনকে নানা সংখ্যারা ঘিরে ফেলে। আর এই ডিজিটদের ছাড়া যেন আমাদের এই জীবন একেবারেই অসম্পূর্ণই থেকে যায়, কি তাই না? আর মজার বিষয় কি জানেন, দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই সব সংখ্যাগুলি নানাভাবে আমাদের প্রভাবিত করে থাকে, আর এই কারণে কোনও কোনও সময় ভাল হয়, তো কোনও সময় খারাপ। তাই তো সুখে-শান্তিতে থাকতে সংখ্যার ভাল-মন্দ বিচার করে সেই মতো কাজ করাটা একান্ত প্রয়োজন, না হলে কিন্তু মাথায় শনি! এই যেমন ধরুন যারা সংখ্যাতত্ত্ব নিয়ে গবেষণা করেন, তাদের মতে জন্মবার অনুসারে যে যে রংগুলি আপনার জন্য শুভ নয়, সেই সব রংগুলিকে যদি বারে বারে ব্যবহার করা শুরু করেন, তাহলে একের পর এক বিপদ ঘটার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে ব্যাড লাক সঙ্গ নেওয়ায় জীবন দুর্বিসহ হয়ে উঠতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু, আপনার সঙ্গেও যাতে একই ঘঠনা না ঘটে, তা যদি সুনিশ্চিত করতে চান, তাহলে এই লেখায় একবার চোখ রাখতে ভুলবেন না যেন!

নিশ্চয় ভাবছেন যে এই প্রবন্ধে কী এমন হাতি-ঘোড়া লেখা হতে চলেছে যে না পড়লে জীবন বৃথা হয়ে যাবে! আসলে বন্ধু এই প্রবন্ধে আপনার জন্মবার বিশ্লেষণ করে কোন কোন রং আপনার জন্য শুভ এবং কোনগুলি নয়, তার উপর আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। তাই তো একবার এই প্রবন্ধটি পড়ে ফেলে সেই মতো যদি রংকে কাজে লাগাতে পারেন, তাহলেই দেখবেন কেল্লা ফতে!

প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে রং-এর সৃষ্টি হয় নানাবিধ ওয়েবলেন্থ থেকে। আর একথা তো প্রমাণ হয়েই গেছে যে প্রতিটি ওয়েবলেন্থেই আমাদের উপর হয় খারাপ, নয়তো ভাল প্রভাব ফেলে। তাই তো রং এবং সংখ্যাকে উপেক্ষা করার ভুল কাজটি করবেন না যেন! এক্ষেত্রে যে যে বিষযগুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...

১. যাদের জন্ম ১,১০,১৯ এবং ২৮ তারিখ:

১. যাদের জন্ম ১,১০,১৯ এবং ২৮ তারিখ:

বিশেষজ্ঞদের মতে যারা এই দিনগুলিতে জন্মেছেন, তাদের লাকি কালার হল কমলা, সোনালী এবং হলুদ। আসলে এই সময়ে যারা জন্মে থাকেন, তাদের উপর সূর্য দেবের প্রভাব বেশি থাকে, তাই তো এই রংগুলিকে ব্যবহার করলে কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা যেমন বেড়ে যায়, তেমনি সুখের ঝাঁপি খালি হয়ে যাওয়ার আশঙ্কাও কমে। প্রসঙ্গত, আপনাদের জন্য অশুভ রংগুলি হল কালো এবং মেরুন।

২. যাদের জন্ম ২, ১১,২০ এবং ২৯ তারিখে:

২. যাদের জন্ম ২, ১১,২০ এবং ২৯ তারিখে:

এই দিনগুলিতে যাদের জন্ম তাদের উপর চাঁদের প্রভাব খুব বেশি থাকে। তাই তো এদের গ্রিন রং বেশি মাত্রায় ব্যবহার করা উচিত। কারণ এই রঙের প্রভাবে গুড লাক এদের সঙ্গ নেয়। ফলে জীবন আনন্দে ভরে উঠতে সময় লাগে না। প্রসঙ্গত, হলুদ রংও এদের জন্য বেজায় লাকি। কিন্তু ভুলেও লাল এবং কালো কালারের কিছু সঙ্গে রাখবেন না যেন!

৩. যাদের জন্ম ৩,১২,২১ এবং ৩০ তারিখে:

৩. যাদের জন্ম ৩,১২,২১ এবং ৩০ তারিখে:

এদের উপর বৃহস্পতিগ্রহের প্রভাব বেশি থাকার কারণে কমলা এবং গোলাপী রং হল এদের জন্য একেবারে আদর্শ কালার। শুধু তাই নয়, ইচ্ছা হলে লাল রঙের কিছুও পরতে পারেন। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে যাদের জন্ম এই দিনগুলিতে, এই বিশেষ রংটি তাদের জীবনের পথকে পজেটিভ দিকে নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিন্তু যে যে রংগুলির দিকে একেবারেই ফিরে তাকানো উচিত নয়, সেগুলি হল কালো, ডার্ক নীল এবং ডার্ক সবুজ।

৪. যাদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে:

৪. যাদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে:

বিশেজ্ঞদের মতানুসারে এই দিনগুলিতে যারা এই ধরাধানে এসেছেন তাদের উপর রাহুর প্রভাব বেজায় বেশি মাত্রায় থাকে। তাই তো সুখে-শান্তিতে এবং আনন্দে থাকতে এদের নীল রংকে সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু ভুলেও কোনও ডার্ক কালারের জামা-কাপড় পরবেন না যেন! কারণে নীল চাড়া যে কোনও ডার্ক কালারই আপনার জন্য অশুভ।

৫. যাদের জন্ম ৫,১৪ এবং ২৩ তারিখে:

৫. যাদের জন্ম ৫,১৪ এবং ২৩ তারিখে:

বুধের প্রভাব বেশি থাকার কারণে এদের জীবনকে ৫ সংখ্যাটি নানাভাবে প্রভাবিত করে থাকে। আর সংখ্যাতত্ত্ব অনুসারে যাদের জীবনে ৫ সংখ্যার প্রভাব বেশি থাকে, তাদের ক্ষেত্রে গ্রে রংটি বেজায় লাকি হিসেবে বিবেচিত হয়ে থাকে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এরা যদি এই রঙের কিছু না কিছু নিজের সঙ্গে সারাক্ষণ রাখেন, তাহলে চরম সফলার স্বাদ পেতে সময় লাগে না। সেই সঙ্গে কোনও বিপদ ঘটার আশঙ্কাও যায় কমে। প্রসঙ্গত, এই দিনগুলিতে যারা জন্মেছেন তারা ভুলেও কালো এবং ডার্ক গ্রিন কালার ব্যবহার করবেন না যেন!

৬. যাদের জন্ম ৬,১৫ এবং ২৪ তারিখে:

৬. যাদের জন্ম ৬,১৫ এবং ২৪ তারিখে:

এদের উপর শুক্র গ্রহের প্রভাব বেশি থাকার কারণে এদের ক্ষেত্রে ডার্ক গ্রিন এবং ডার্ক নীল কালারটি বেজায় শুভ। শুধু তাই নয়, লাল রংকে সঙ্গে রাখলেও কিন্তু এরা নানা উপকার পেতে পারেন। কিন্তু ভুল করেও সাদা, হলুদ এবং গোলাপী রংকে সঙ্গে রাখবেন না যেন!

৭. যাদের জন্ম ৭,১৬ এবং ২৫ তারিখে:

৭. যাদের জন্ম ৭,১৬ এবং ২৫ তারিখে:

কেতুর প্রভাব বেশি থাকার কারণে এদের সাদা, সবুজ নয়তো হালকা হলুদ রঙের জামা-কাপড় পরা উচিত। আর যে রংগুলিকে একেবারেই ধারে কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয়, সেগুলি হল কালো এবং লাল।

৮. যাদের জন্ম ৮,১৭ এবং ২৬ তারিকে:

৮. যাদের জন্ম ৮,১৭ এবং ২৬ তারিকে:

এই দিনে যাদের জন্ম, তাদের উপর শনির প্রভাব মারাত্মক থাকে। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে শনির প্রভাব বেশি থাকলে জীবন পথে চলতে চলতে বারে বারে নানা বাঁধা আসতে শুরু করে। সেই সঙ্গে নানা কারণ নানাবিধ সমস্যা এত বেড়ে যেতে শুরু করে যে সুখ-শান্তি দূরে পালায়। এই কারণেই তো এদের হলুদ রঙের জামা-কাপড় পরার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কারণ এই রংটিকে সঙ্গে রাখলে শনির প্রভাব কমতে শুরু করে। ফলে নানাবিধ খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। প্রসঙ্গত, এদের যে যে রংকে দূরে রাখা উচিত, সেগুলি হল কালো এবং লাল রং।

৯. যাদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে:

৯. যাদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে:

এমনটা বিশ্বাস করা হয় যে এদের উপর মঙ্গল গ্রহের প্রভাব বেশি হওয়ার কারণে এদের লাকি রং হল লাল। আর যে রংগুলি থেকে দূরে থাকা উচিত, সেগুলি হল সাদা এবং যে কোনও হালকা রং।

Read more about: বিশ্ব
English summary

Numerology: Know your Lucky and Unlucky colours

Can the colour of your shirt actually impact the result of your interview? Is it possible that if you wear green instead of white, there is a stronger possibility of impressing that crowd? Many of us are curious about our auspicious and inauspicious colours. And why not, after all it is a proven fact that each and every colour has its own universal meaning and implications. Let’s decode their significance vis-à-vis numerology…
Story first published: Tuesday, August 7, 2018, 14:14 [IST]
X
Desktop Bottom Promotion