For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) প্রাকৃতিক উপায়ে মশার কামড়ের হাত থেকে বাঁচার সহজ পথ

By OneIndia Bengali Digital Desk
|

মশার উৎপাত নেই এমন এলাকা বা বাড়ি রাজ্য়ে নেই বললেই চলে। রাস্তাঘাটে নোংরা, জমা জল, খোলা নর্দমা ইত্যাদি মশার আঁতুরঘর। আর তাই সন্ধ্যা নামতে না নামতেই মশার উৎপাতে বাড়িতে টেঁকা দায় হয়ে পড়ে।

হাজারো বাজার চলতি ধূপ, তেল ইত্যাদি জ্বালিয়ে জানালা বন্ধ করে রেখে দিলে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। আবার জানালা খুললেই মশকবাহিনী এসে এমন আক্রমণ করবে যে প্রায় তুলে নিয়ে যাওয়ার জোগাড় করবে। ফলে শীতকাল হোক বা প্যাঁচপ্যাচে গরমকাল মশার কামড়ের হাত থেকে বাঁচা বেশ দুরহ।

তবে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা অবশ্যই বাড়িতে মশার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে দেখতে পারেন। এর ফলে স্বাস্থ্যের কোনও ক্ষতি হবে না এবং মশার কামড়ের হাত থেকেও বাঁচবেন। নিচের স্লাইডে এগুলি সম্পর্কে জানানো হল।

তুলসী গাছ

তুলসী গাছ

মশা তাড়াতে তুলসী বিশেষ কার্যকরী। ঘরের জানালার বাইরে তুলসীর গাছ লাগান। এতে মশা ঘরে ঢুকতে পারবে না।

নিম তেল

নিম তেল

সন্ধ্যার আগে নিম তেল হাতে-পায়ে মেখে নিন। এতে মশা শরীরে ধারেকাছে ঘেঁষবে না।

কর্পূর

কর্পূর

সন্ধ্যার আগে একটুকরো কর্পূর জ্বালিয়ে ঘর বন্ধ করে রাখুন। কিছুক্ষণ রেখে জানালা খুলে দিন। মশা ঘরে ঢুকবে না।

রসুন

রসুন

রসুন ফুটিয়ে সেই জল সারা ঘরে স্প্রে করে নিন। জানালয়, ঘরের কোনায় ছিটিয়ে নিন।

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েল

ঘরের চারিদিকে স্প্রে করে টি ট্রি অয়েল ছিটিয়ে নিন। এতে ঘরের মশার উৎপাত হবে না।

ল্যাভেন্ডার অয়েল

ল্যাভেন্ডার অয়েল

একইভাবে ল্যাভেন্ডার অয়েলও মশার হাত থেকে ঘরকে মুক্ত ও এবং সুগন্ধীত রাখবে।

পরিষ্কার পরিচ্ছন্নতা

পরিষ্কার পরিচ্ছন্নতা

বাড়ির বাইরের জায়গা হোক অথবা ঘরের ভিতরের কোনও অংশ অপরিষ্কার থাকলেই সেখানে মশা বংশবৃদ্ধি করবে। ফলে সতর্ক থাকবেন। বাড়ির বাইরে বা ছাদে কোথাও জমা জল থাকলে ফেলে দিন। চারিদিক পরিষ্কার রাখুন ও সুস্থ থাকুন।

English summary

Natural ways to get rid of mosquitoes at home

Natural ways to get rid of mosquitoes at home
X
Desktop Bottom Promotion