For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ : কন্যা সন্তান বাঁচান, সবার কাছে পৌঁছে দিন এই বার্তাগুলি

|

আজ 'জাতীয় কন্যা শিশু দিবস'। প্রতি বছর ২৪ জানুয়ারি গোটা ভারতজুড়ে 'জাতীয় কন্যা শিশু দিবস' পালিত হয়। ২০০৮ সালে, ভারত সরকার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ শুরু করে। কন্যা ভ্রূণহত্যা ও কন্যা শিশু হত্যা কেন খারাপ কাজ এবং এটি সমাজকে কীভাবে প্রভাবিত করবে, তা মানুষকে বোঝানোর জন্য কয়েক বছর ধরে সরকারি কর্তৃপক্ষ, চিকিৎসক এবং নেতাকর্মীরাও বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছেন।

National Girl Child Day Quotes, Wishes

এই উপলক্ষ্যেই, প্রতি বছর ২৪ জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। সমাজে মেয়েরা প্রতিমুহূর্তে যে লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এটি শুরু করা হয়েছিল। তাই, এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, আমরা এখানে কয়েকটি মেসেজ দিয়েছি যেগুলি আপনি সবার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখে নিন সেগুলি -

১)

১)

শুরু হওয়ার আগেই, তার জীবন শেষ হতে দেবেন না। কন্যা সন্তান বাঁচান।

২)

২)

কন্যা সন্তান আমাদের গর্ব এবং জাতির ভবিষ্যত। কন্যা সন্তানের ক্ষমতায়নের অর্থ আপনার ভবিষ্যতের ক্ষমতায়ন।

৩)

৩)

একজন শিক্ষিত মহিলা তার পুরো পরিবারকে শিক্ষিত করার ক্ষমতা রাখে।

৪)

৪)

একজন বন্ধু, একজন বোন, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা। একটি মেয়ে শিশুকে হত্যা করা মানে, এই পুরো প্রজন্মকে হত্যা করা।

৫)

৫)

কন্যা সন্তান বাঁচান, তাকে শ্রদ্ধা করুন। আপনার কন্যা পরিবার এবং সমাজের ভবিষ্যৎ। সবাইকে শুভ কন্যা শিশু দিবসের শুভেচ্ছা।

English summary

National Girl Child Day Quotes, Wishes

Every year on 24 January, National Girl Child Day is celebrated. So in order to celebrate this day in a memorable way, we are here with some quotes that you can share with your loved ones.
X
Desktop Bottom Promotion