For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mother's Day: মাতৃ দিবস উদযাপন করুন মায়ের পছন্দের কথা মাথায় রেখে, রইল কিছু টিপস

|

'মা' শব্দটা খুবই ছোটো হলেও এর পরিধি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। প্রত্যেক মা-ই সারাটা জীবন তাঁর সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালবাসেন, খেয়াল রাখেন, নিজের সবটুকু দিয়ে আগলে রাখেন। এর পরিবর্তে তাঁরা কিছুই দাবি করেন না। সন্তানের ওপর মায়ের অধিকার, ভালবাসা প্রদর্শনের জন্য যেমন কোনও নির্দিষ্ট দিনের দরকার হয় না, ঠিক তেমনই মা'কে সম্মান ও ভালবাসার জন্য নির্দিষ্ট কোনও দিনকে বেছে নেওয়াটা ভীষণই অমূলক! তবে প্রতি বছরই একটা নির্দিষ্ট দিনকে আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে ধার্য করা হয় বিশ্বের সমস্ত মায়েদের কুর্নিশ জানাতে।

Ways to Treat Your Mom This Mothers Day

আমাদের জীবনে মায়েদের অবদান এতটাই যে সেই মানুষটির জন্য যা কিছুই করা হোক না কেন, সেটাই লঘু বলে মনে হয়। কিন্তু মাতৃ দিবস যখন, তখন মায়ের জন্য বিশেষ কিছু প্ল্যান তো করাই যায়। মায়ের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে বানিয়ে ফেলুন মাদার্স ডে-এর প্ল্যান। ভাবছেন তো যে কী করে আন্তর্জাতিক মাতৃ দিবস উদযাপন করবেন? চিন্তার কিছু নেই! মাকে প্যাম্পার করার জন্য বিভিন্ন রকম টিপস দিলাম আমরাই -

বাগান তৈরি করুন

বাগান তৈরি করুন

খুব বাগান করার শখ আপনার মায়ের? তাহলে এই মাতৃ দিবসে মাকে বিভিন্ন রকমের চারাগাছ বা গাছের বীজ উপহার দিতে পারেন। বাড়ির ব্যালকনি, ছাদ কিংবা বাড়ির সামনে-পেছনে একটু জায়গা থাকলে সেখানে নানা রকম ফুল, ফল, সবজি এবং ইন্ডোর প্ল্যান্ট লাগাতে পারেন। মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে নতুন নতুন চারাগাছ লাগান, বাগানের আগাছা পরিষ্কার করুন, গাছে জল দিন। গাছের পরিচর্যা হলে গেলে, বাগানটা সুন্দরভাবে ডেকোরেশন করুন।

পার্লার সেশন

পার্লার সেশন

মায়েরা ঘরে-বাইরের কাজ একসঙ্গে সামলাতে সামলাতে নিজেদের যত্ন নেওয়ার সময় পান না। শেষ কবে ফেসিয়াল, স্পা করেছেন কিংবা নেলপলিশ ব্যবহার করেছেন, সেই হিসেবও দিতে পারবেন না বোধহয়! তাই আপনিই মায়ের বিউটিশিয়ান হয়ে যান। ঘরোয়া উপায়ে ফেসিয়াল, প্যাডিকিওর, ম্যানিকিওরের অনেক পদ্ধতি রয়েছে। জেনে নিয়ে মাকে সঙ্গে করে বসে পড়ুন। চুলে তেল লাগিয়ে মাথায় ম্যাসাজ করে দিন। আপনি চাইলে বাড়িতে বিউটিশিয়নও ডাকতে পারেন।

মায়ের শখ পূরণে সাহায্য করুন

মায়ের শখ পূরণে সাহায্য করুন

মায়েরা সারা দিন অফিস আর সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজেদের শখ(নাচ, গান, যোগব্যায়াম, বাদ্যযন্ত্র বাজানো, আঁকা, খেলাধূলা) চালিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পান না। বেশিরভাগ মায়েরাই ঘরে-বাইরের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের সমস্ত শখ জলাঞ্জলি দিয়ে দেন। আপনি যদি আপনার মায়ের হবি বা শখ সম্পর্কে অবগত থাকেন, তাহলে এই মাদার্স ডে-তে মাকে উৎসাহ দিন তাঁর হবি কনটিনিউ করার জন্য। মাকে ক্লাসে ভর্তি করান বা অনলাইন অ্যাপ ডাউনলোড করে দিন। তাঁর শখ পূরণের জন্য চাপ দিন৷

সিনেমা দেখুন একসঙ্গে

সিনেমা দেখুন একসঙ্গে

মাতৃ দিবসে বাড়িতেই সিনেমা হল বানিয়ে ফেলুন। মায়ের পছন্দমতো সিনেমা চুজ করুন, সঙ্গে অবশ্যই পপকর্ন, স্ন্যাক্স, কোল্ড ড্রিংঙ্কস রাখবেন। সিনেমা দেখার পর বাড়িতেই ক্যান্ডেলাইট ডিনারের আয়োজন করুন। গোটা দিনটা মায়ের সঙ্গে কাটান।

সকলে মিলে ঘুরতে যান

সকলে মিলে ঘুরতে যান

এই মাদার্স ডে-তে মায়ের পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। পরিবারের সকলে মিলে ঘুরতে যান। মোবাইল, ল্যাপটপ বন্ধ রাখুন। কেবল পরিবারকে সময় দিন।

মায়ের পছন্দের খাবার রান্না করুন

মায়ের পছন্দের খাবার রান্না করুন

ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার, সবটাই নিজের কাঁধে তুলে নিন। সকালে মায়ের জন্য জলখাবার তৈরি করুন, দুপুর এবং রাতের মেনুতেও মায়ের পছন্দের কথা মাথায় রাখবেন। রোজ তো মা-ই সকলের পছন্দের খাবার তৈরি করেন, আজ না হয় আপনিই মায়ের প্রিয় পদগুলো রাঁধুন। রান্না না জানলে ইউটিউব, গুগলের স্মরণাপন্ন হতে পারেন। নাহলে কাকিমা, পিসিমা, মাসি, দিদি, বন্ধুবান্ধব তো আছেনই।

English summary

Mother's Day 2023: 6 meaningful activities to treat your mom with the best Mother's Day surprise

Mother's Day: Six meaningful activities to treat your mom with the best Mother's Day surprise. Read on.
X
Desktop Bottom Promotion