For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

স্বপ্নে ভগবানকে দেখা কি খারাপ সময়ের প্রতীক?

বিষয়টি শুনতে যতই আজব লাগুক না কেন, একথা ঠিক যে ভাগবানের স্বপ্ন দেখা মানে আমাদের জীবনে কিছু পরিবর্তন হতে চলা। অনেক সেই সেই পরিবর্তন ভালও হতে পারে। আবার হতে পারে মন্দ।

|

স্বপ্ন। এ হল এমন এক গল্প, যার কোনও বাস্তবভিত্তি নেই বলে আমাদের মনে হয়। কিন্তু বিজ্ঞান বলছে স্লিপ সার্কেলের বিশেষ একটা মুহূর্তে দেখা কিছু ঘঠনা বা আবছা ছবি, যাকে সাধারণত আমরা স্বপ্ন বলে থাকি, তা আসলে মস্তিষ্কের খেলা। তাই তো প্রতিটি স্বপ্নের একটা মানে রয়েছে। রয়েছে একটা কারণও। সেই কারণেই তো এই প্রবন্ধে এমন একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হল, যে সম্পর্কে এর আগে কেউ ভেবে দেখেছেন কিনা সন্দেহ!

স্বপ্নে আদেশ পেয়ে ভগবানের মন্দির গড়ে ওঠার তোলার গল্প নিশ্চয় শুনে থাকবেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি এইসব গল্প আদৌ সত্যি কিনা? এমনটা বিশ্বাস করা হয় যে স্বপ্নে ভগবানের আদেশ পাওয়া বা ভগবান সম্পর্কিত কিছু দেখার সঙ্গে আমাদের বাস্তবিক জীবনের ভাল-মন্দের একটা যোগ রয়েছে এবং সেই যোগ বেশ গভীর। বিষয়টি শুনতে যতই আজব লাগুক না কেন, একথা ঠিক যে ভাগবানের স্বপ্ন দেখা মানে আমাদের জীবনে কিছু পরিবর্তন হতে চলা। অনেক সেই সেই পরিবর্তন ভালও হতে পারে। আবার হতে পারে মন্দ। তাই তো সবারই এই প্রবন্ধটি পড়ে ফেলা মাস্ট! কারণ এই লেখায় সর্বশক্তিমানের স্বপ্ন দেখার সঙ্গে জীবনে ঘটতে চলা নানা ঘটনার কী সম্পর্ক রয়েছে, সে বিষয়টির উপরই আলোকপাত করার চেষ্টা করা হয়েছে।

ভগবানের স্বপ্ন দেখার অর্থ হল...

১. খারাপ কিছু ঘটার আশঙ্কা হ্রাস পায়:

১. খারাপ কিছু ঘটার আশঙ্কা হ্রাস পায়:

এমনটা বিশ্বাস করা হয় যে ভগবানের স্বপ্ন দেখার অর্থ হল আগামী সময় ঘটতে চলা কোনও খারাপ ঘটনার প্রভাব আপনার উপর একেবারেই পরবে না। শুধু তাই নয়, যে কোনও বাঁধার সম্মুখিন হওয়ার সম্ভাবনাও যাবে কমে। তাই কোনও সময় স্বপ্নে আরাধ্যের আর্বিভাব ঘটলে ভয় পেয়ে যাবেন না। বরং মনকে শান্ত করে তাঁকে আরও বেশি করে ডাকবেন। দেখবেন জীবনে চলার পথটা অনেক সহজ হয়ে যাবে।

২. সাবধান থাকাটা জরুরি:

২. সাবধান থাকাটা জরুরি:

আপনি ভগবানের সামনে দাঁড়িয়ে আছেন অথবা সর্বশক্তিমান আপনার দিকে তাকিয়ে রয়েছেন। এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হল ভগবান আপনাকে সাবধান করছেন। হয়তো কোনও ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন আপনি, তাই ভগবান আপনার স্বপ্নে এসে সাহায্য করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, কোনও পাপ কাজ করলেও অনেক সময় এমন ধরনের স্বপ্ন এসে থাকে। তাই এমনটা হলে সবধান! কোনও ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চান। এমনটা করলে দেখবেন কোনও ক্ষতি হবে না আপনার।

৩. ভগবান কথা বলছেন আপনার সঙ্গে:

৩. ভগবান কথা বলছেন আপনার সঙ্গে:

এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনি ঠিক পথেই রয়েছেন। আর কেউ যখন সর্বশক্তিমানের হাত ধরে ঠিক রাস্তায় চলতে শুরু করে দেন, তখন তার কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে।

৪. দেওয়াল পিছনে দাঁড়িয়ে সর্বশক্তিমান:

৪. দেওয়াল পিছনে দাঁড়িয়ে সর্বশক্তিমান:

কোনও পর্দা বা দেওয়ালের পিছনে দাঁড়িয়ে ভগবান আপনাকে কিছু বলছেন, এমন স্বপ্ন দেখার অর্থ হল আপনি কোনও ভুল কাজ করেছেন, যে বিষয়ে আপনাকে অবগত করার চেষ্টা করছেন সর্বশক্তিমান। তাই এমন কোনও স্বপ্ন দেখলে মনে করার চেষ্টা করুন কারও কোনও ক্ষতি করেছেন কিনা। যদি বাস্তবিকই এমনটা করে থাকেন, তাহলে যার ক্ষতি করেছেন, তার পাশে গিয়ে দাঁড়িন। সেই ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করুন। এমনটা করলে পাপ কাজের খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগবে না।

৫. ভগবান কিছু দেওয়ার চেষ্টা করছেন:

৫. ভগবান কিছু দেওয়ার চেষ্টা করছেন:

এমনটা বিশ্বাস করা হয়, স্বপ্নে যদি দেখেন ভগবান আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করছেন, তাহলে তার দু ধরনের অর্থ হতে পারে। এক, আপনি ভগবানের আর্শীবাদ পেয়ে আরও উন্নতির পথে এগিয়ে যাবেন, নয়তো দুই, কিছু খারাপ ঘটনা ঘটে চলেছে আপনার সঙ্গে। তেব সে কারণে আপনার কোনও ক্ষতি হবে না। বরং ভাল কিছু ঘটার জন্যই এমন খারাপ ঘটনা ঘটতে চলেছে।

৬. রেগে রয়েছেন ভগবান:

৬. রেগে রয়েছেন ভগবান:

ভগবান খুব রেগে গেছেন অপনার উপর, এমন স্বপ্ন যদি মাঝে মাঝেই আসতে থাকে, তাহলে জানবেন আপনার বাবা-মা কোনও কারণে আপনার উপর বেজায় রেগে রয়েছেন। তাই তো বারে বারে এমন স্বপ্ন দেখছেন। সেক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলা ছাড়া কোনও উপায় নেই কিন্তু!

৭. সর্বশক্তিমান আপনাকে ভালবাসছেন:

৭. সর্বশক্তিমান আপনাকে ভালবাসছেন:

এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হল সর্বশক্তিমানের আর্শীবাদ আপনার উপর রয়েছে ঠিকই। কিন্তু তা সত্ত্বেও এজন্মে অপনাকে মাঝে মাঝেই কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে। তবে তাই বলে ভয় পেয়ে যাবেন না। কারণ ভগবান যখন আপনার হাত ধরে রয়েছেন, তখন যতই কঠিন পরিস্থিতির সম্মুখিন হন না কেন, অবস্থার পরিবর্তন হতে সময় লাগবে না।

৮. নীল চোখ:

৮. নীল চোখ:

স্বপ্নে যদি দেখেন ভগবানের চোখ নীল রঙের, তাহলে জানবেন আপনার সঙ্গে সর্বশক্তিমানের যোগ ক্রমশ দৃঢ় হচ্ছে। আর এমনটা হওয়ার অর্থ হল কোনও খারাপ কিছুই আপনাকে ছুঁতে পারবে না। সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন।

Read more about: বিশ্ব
English summary

বিষয়টি শুনতে যতই আজব লাগুক না কেন, একথা ঠিক যে ভাগবানের স্বপ্ন দেখা মানে আমাদের জীবনে কিছু পরিবর্তন হতে চলা। অনেক সেই সেই পরিবর্তন ভালও হতে পারে। আবার হতে পারে মন্দ। তাই তো সবারই এই প্রবন্ধটি পড়ে ফেলা মাস্ট!

To see God in your dream can have a number of implications depending on your own beliefs and religious background. Universally, God is a symbol of a greater power that is in control of the world and our destiny. It is a sign of a power that is out of our control and influence.
X
Desktop Bottom Promotion