For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chandra Grahan 2021 : বছরের শেষ চন্দ্রগ্রহণ নভেম্বরেই, কবে ও কখন হবে? ভারতে কি দেখা যাবে? জেনে নিন

|

বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এই মাসে অর্থাৎ নভেম্বরে। ১৯ নভেম্বর, শুক্রবার কার্তিক পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। তবে পূর্ণগ্রাস নয়, এই গ্রহণ হবে আংশিক। গ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অশুভ হিসেবে বিবেচনা করা হয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় কোনও শুভ কাজ করা হয় না। যদিও বিজ্ঞানীদের মতে, গ্রহণ নেহাতই একটি মহাজাগতিক বিষয় ছাড়া আর কিছু নয়।

Lunar Eclipse November 2021

একনজরে দেখে নিন, ২০২১ সালের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ কখন হবে এবং কোথা থেকে দেখা যাবে।

চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়

চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়

২০২১-এর দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর, শুক্রবার ঘটতে চলেছে। এই দিনটি রাস পূর্ণিমা তিথি। ভারতীয় সময় অনুযায়ী, ১৯ নভেম্বর গ্রহণ দুপুর ১২টা ৪৮ মিনিটে শুরু হয়ে, বিকেল ৪টা ১৭ মিনিটে শেষ হবে।এই চন্দ্রগ্রহণ আংশিক হলেও তা দীর্ঘ সময়ব্যাপী।

কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?

কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?

বিশেষজ্ঞদের মতে, এই চন্দ্রগ্রহণ আমেরিকা, অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের সব জায়গা থেকে চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে না। অসম এবং অরুণাচল প্রদেশে সামান্য সময়ের জন্য এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

এটি আংশিক চন্দ্রগ্রহণ হবে

এটি আংশিক চন্দ্রগ্রহণ হবে

গ্রহণের আগেই সূতক কাল শুরু হয়ে যায়, সেই সময় অনেক নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময় সাবধানে থাকতে হয়। কিন্তু ১৯ নভেম্বরের চন্দ্রগ্রহণ হবে আংশিক, পূর্ণগ্রাস নয়। তাই এতে কোনও সূতক কাল থাকবে না। পূর্ণগ্রাস গ্রহণের ক্ষেত্রে সূতক কাল থাকে এবং সেই সময়কালের সাথে সম্পর্কিত সমস্ত নিয়মও মেনে চলা হয়।

সূর্যগ্রহণ

সূর্যগ্রহণ

নভেম্বর মাসে চন্দ্রগ্রহণের পর, পরের মাসে অর্থাৎ ডিসেম্বরে সূর্যগ্রহণ হতে চলেছে। ৪ ডিসেম্বরের সূর্যগ্রহণও হবে আংশিক এবং এতেও সূতক কাল বৈধ হবে না।

English summary

Lunar Eclipse November 2021: Date, Timings in India, Sutak Kaal and other Details in Bengali

A partial lunar eclipse will take place on Friday, November 19, 2021. Check out the details of the eclipse in Bengali.
X
Desktop Bottom Promotion