For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২০২০ সালে আমরা হারিয়েছি যেসব তারকা ও গুণী মানুষদের...

|

করোনা মহামারি, লকডাউন, ঘুর্ণিঝড়, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব - সবমিলিয়ে বছরটা পুরো বিষে বিষ। গোটা বছরটা খারাপ খবর আর আতঙ্কেই কেটেছে সবার। কত মানুষ হারিয়েছে তাদের প্রিয়জনদের। হারিয়েছি বহু স্বনামধন্য মানুষকেও। লেখক, অভিনেতা, ক্রীড়াবিদ, পরিচালক, সঙ্গীতশিল্পী, কে নেই সে তালিকায়। বছরের প্রথম থেকেই একের পর এক ঝড়ঝাপটা কাটিয়ে আজ বছরের শেষ দিন। কয়েক ঘণ্টা পরেই আসতে চলেছে নতুন বছর।

List Of Popular People Who Passed Away In 2020

তাই বছরের শেষ দিনে একবার পিছনে ফিরে দেখা যাক, ২০২০ সালে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি যেসব তারকা ও গুণী মানুষদের -

১) ইরফান খান

১) ইরফান খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান ২০২০ সালের ২৯ এপ্রিল মারা যান। বহুদিন ধরেই মারণ রোগ ক্যান্সারে ভুগছিলেন তিনি। মস্তিষ্কে নিউরো-এন্ডোক্রাইন টিউমার হয়েছিল, পরে তাঁর কোলন সংক্রমণ ধরা পড়ে। বলিউড ছাড়াও হলিউডেও তিনি বেশ কয়েকটি ফিল্ম করেছিলেন।

২) ঋষি কপূর

২) ঋষি কপূর

ইরফান খানের মৃত্যুর ঠিক পরের দিনই অর্থাৎ ৩০ এপ্রিল মারা যান কিংবদন্তি অভিনেতা ঋষি কপূর। ২৯ এপ্রিল সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দু'বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে লড়াই করার পর অবশেষে ৬৭ বছর বয়সে থমকে যায় তাঁর জীবন।

৩) ওয়াজিদ খান

৩) ওয়াজিদ খান

বিখ্যাত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান মারা যান পয়লা জুন। মাত্র ৪২ বছর বয়সে মারা যান তিনি। করোনা সংক্রমণের ফলে তাঁর কিডনিতে প্রভাব পড়ে।

৪) বাসু চট্টোপাধ্যায়

৪) বাসু চট্টোপাধ্যায়

কিংবদন্তী পরিচালক বাসু চট্টোপাধ্যায় মারা যান ২০২০ সালের ৪ জুন। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

৫) সুশান্ত সিং রাজপুত

৫) সুশান্ত সিং রাজপুত

তাঁর মৃত্যুর খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ১৪ জুন নিজের বাসভবন থেকে উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। মাত্র ৩৪ এই থমকে গেল বলিউড খ্যাত তরুণ প্রতিভাবান সুশান্ত সিং রাজপুতের জীবন। যদিও এখনও তাঁর মৃত্যু নিয়ে তদন্ত চলছে।

৬) সরোজ খান

৬) সরোজ খান

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক সরোজ খান। ৩ জুলাই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

৭) জগদীপ জাফরি

৭) জগদীপ জাফরি

বলিউডের কিংবদন্তি কমেডিয়ান জগদীপ জাফরি ৮ জুলাই মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮১ বছর। শোলে ছবিতে তাঁর অভিনীত সুরমা ভোপালীর চরিত্র চির স্মরণীয় হয়ে থাকবে।

৮) নিশিকান্ত কামাত

৮) নিশিকান্ত কামাত

'দৃশ্যম' ছবির পরিচালক নিশিকান্ত কামাত ১৭ অগাস্ট লিভার সিরোসিসে মারা যান।

৯) এস পি বালাসুব্রহ্মণ্যম

৯) এস পি বালাসুব্রহ্মণ্যম

করোনা-সম্পর্কিত জটিলতার কারণে মারা যান ভারতের জনপ্রিয় গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম। ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

১০) আসিফ বাসরা

১০) আসিফ বাসরা

হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জের বাসভবন থেকে ১২ নভেম্বর উদ্ধার হয় অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।

১১) সৌমিত্র চট্টোপাধ্যায়

১১) সৌমিত্র চট্টোপাধ্যায়

জীবনের ৮৫টি বসন্ত পেরিয়ে অবশেষে হার মানলেন বাঙালির 'মাইল স্টোন'। তিনি কেবল অভিনেতাই ছিলেন না, নাট্যকার, বাচিকশিল্পী, লেখক, কবি, চিত্রকর, সব দিক থেকেই মহারাজা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একরাশ বিষণ্ণতা রেখে ১৫ নভেম্বর ৮৬ বছর বয়সে তিন ভুবনের পারে পাড়ি দিলেন ' অপু '।

১২) প্রণব মুখোপাধ্যায়

১২) প্রণব মুখোপাধ্যায়

৩১ অগষ্ট ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

১৩) চুনী গোস্বামী

১৩) চুনী গোস্বামী

৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ফুটবল দলের এই প্রাক্তন অধিনায়ক। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ এপ্রিল, বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।

১৪) পিকে বন্দোপাধ্যায়

১৪) পিকে বন্দোপাধ্যায়

একাধিক রোগের বিরুদ্ধে লড়তে লড়তে ৮৩ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তী ফুটবলার পিকে বন্দোপাধ্যায়। ২০ মার্চ তাঁর মৃত্যু হয়।

১৫) তাপস পাল

১৫) তাপস পাল

১৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের।

১৬) সন্তু মুখোপাধ্যায়

১৬) সন্তু মুখোপাধ্যায়

৬৯ বছর বয়সে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের। ১১ মার্চ তিনি মারা যান।

দিয়েগো মারাদোনা

দিয়েগো মারাদোনা

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনা বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সেই থেমে যায় তাঁর পথচলা। ২০২০ সালের ২৫ নভেম্বর তিনি মারা যান।

English summary

List Of Popular People Who Passed Away In 2020

The Indian film and television industry lost some of its gems in 2020. Here is a look back at all the stars who passed away this year.
X
Desktop Bottom Promotion