For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মারাদোনা সম্পর্কে এই তথ্যগুলি জানলে আপনি অবাক হবেন!

|

শেষ হয়ে গেল ফুটবল জগতের এক সোনালী অধ্যায়। চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সেই থেমে গেল তাঁর পথচলা। তাঁর মৃত্যুতে ফুটবল বিশ্বের পাশাপাশি সমগ্র ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনা বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। আজ এই আর্টিকেলে আমরা তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাব।

Lesser Known Facts About Legendary Footballer Diego Maradona In Bengali

১) দিয়েগো মারাদোনার পুরো নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। তাঁর জন্ম হয়েছিল ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরেস প্রদেশের লানুসের এক গরীব পরিবারে। আট ভাইবোনের মধ্যে মারাদোনা ছিলেন পঞ্চম। ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্রের মধ্যে।

২) শৈশব থেকেই মারাদোনার ফুটবল খেলার শখ ছিল। ফুটবল স্কাউটদের নজরে পড়ে মাত্র ১০ বছর বয়সেই বুয়েনাস আইরেসের বিখ্যাত ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স-এ চান্স পান।

৩) মাত্র ১৬ বছর বয়সে পা রাখেন আন্তর্জাতিক ফুটবলে। ১৯৭৭ সালে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে সুযোগ পান তিনি। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেন।

৪) হাইট কম হওয়ার কারণে ১৯৭৮ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য জাতীয় দলে চান্স পাননি তিনি।

৫) মাত্র ১৮ বছর বয়সেই দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন দিয়েগো মারাদোনা।

৬) তিনি চারবার ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ সালে বিশ্বকাপ খেলেছেন তিনি।

৭) ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছিলেন তিনি। সেই বছর তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণ গোলক জিতে নেন তিনি।

৮) ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ২-১ গোলে জয় লাভ করে। আর্জেন্টিনার পক্ষে মারাদোনা দুই গোল করেন। এই দুটি গোলই ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ প্রথম গোলটি, মারাদোনার হাতে লেগে বল জালে জড়িয়েছিল। সেই গোলটিই "হ্যান্ড অব গড" নামে খ্যাত। আর দ্বিতীয়টি প্রায় ৬০ মিটার দূর থেকে ড্রিবলিং করে পাঁচজন ইংরেজ ডিফেন্ডারকে পাশ কাটিয়ে করেছিলেন তিনি। সেরা গোলের স্বীকৃতি পায় সেই গোল।

৯) এরপর ১৯৯০ সালে ইটালি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও বিশ্বকাপ আর জেতা হয়নি।

১০) বিতর্ক তাঁর পিছু ছাড়েনি কোনওদিন। ১৯৯১ সালে ইতালিতে ড্রাগ টেস্টে ধরা পড়ে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হন তিনি।

১১) ১৯৯৭ সালে ৩৭ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান মারাদোনা। তিনি ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন।

English summary

Lesser Known Facts About Legendary Footballer Diego Maradona In Bengali

Lesser Known Facts About Legendary Footballer Diego Maradona In Bengali. Read on.
X
Desktop Bottom Promotion