For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়ির সদর দরজার সামনে একটা কাঁচের গ্লাসে জল রেখে তাতে একটা লেবু রেখে দেওয়া উচিত কেন জানেন?

হঠাৎ করে আপনার বা পরিবারের কারও কোনও দুর্ঘটনা ঘটুক, এমনটা যদি না চান, তাহলে আজই বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার একটা কাঁচের গ্লাসে পরিমাণ মতো জল নিয়ে তাতে একটা লেবু চুবিয়ে রেখে দিন।

|

হঠাৎ করে আপনার বা পরিবারের কারও কোনও দুর্ঘটনা ঘটুক, এমনটা যদি না চান, তাহলে আজই বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার একটা কাঁচের গ্লাসে পরিমাণ মতো জল নিয়ে তাতে একটা লেবু চুবিয়ে রেখে দিন। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগালে গৃহস্থের চার দেওয়ার মধ্যে উপস্থিত নেগেটিভ শক্তির প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে কালো যাদু এবং কুদৃষ্টির প্রভাবও কমে যায়। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা আর থাকে না।

লেবু আর জল:
এমনটা বিশ্বাস করা হয় যে কাঁচের গ্লাসে রাখা জলের মধ্য়ে লেবুটা ফেলা মাত্র যদি দেখেন লেবুটা জলের নিচে চলে গেছে, তাহলে জানবেন আপনার আশেপাশে নেগেটিভ এনার্জির মাত্রা ভীষণভাবে বেড়ে গেছে। আর যদি দেখেন লেবুটা জলে ভাসছে, তাহলে চিন্তার কোনও কারণ নেই!

লেবুটা কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে গেলে:
বাস্তু বিশেষজ্ঞদের মতে জলে লেবুটা রাখার কয়েক দিনের মধ্যেই যদি লেবুটা নষ্ট হয়ে যায়, তাহলে চিন্তার বিষয়। কারণ বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে তবেই কিন্তু এমনটা ঘটে থাকে। তাই এমন ঘটনা ঘটলে অতিরিক্ত সাবধান থাকতে হবে। বিশেষত রাস্তায় থাকাকালীন! প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখা একান্ত প্রয়োজন। তা হল গ্লাসের জলটা যদি অল্প দিনেই ঘোলা হয়ে গিয়ে থাকে, তাহলে জানবেন গ্লাসে থাকা জলটা নেগেটিভ এনার্জিকে শোষণ করছে, তাই এমন ঘোলা হয়ে গেছে।

কোথায় রাখতে হবে গ্লাসটা?
এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির ভিতরে, মূল ফটকের সামনে গ্লাসটা রাখতে হবে। কারণ এমনটা করলে বাড়ির অন্দরে থাকা খারাপ শক্তির প্রভাব তো কমবেই, সেই সঙ্গে গৃহস্থের অন্দরে নেগেটিভ এনার্জির প্রবেশও আটকে যাবে।

কত দিন অন্তর অন্তর বদলাতে হবে জল এবং লেবুটা?
লেবুটা যদি নষ্ট হয়ে গিয়ে না থাকে, তাহলে প্রতি শনিবার জলটা এবং লেবুটা বদলাবেন, তার আগে কিন্তু ভুলেও নয়।

প্রসঙ্গত, বাড়ির সদর দরজার সামনে লেবু জল রাখার পাশাপাশি যদি ঘরের প্রতিটি কোণায় লেবু কেটে রাখতে পারেন, তাহলে কিন্তু দারুন সব উপকার মেলে। যেমন ধরুন...

১. সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে পরিবারে:

১. সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে পরিবারে:

সুখে-শান্তিতে থাকতে কে না চায় বলুন! কিন্তু শত চেষ্টা করেও যে সেই স্বপ্ন অনেকে পূরণ করতে পারেন না। তবে আর চিন্তা নেই! কারণ আজ এমন এক মহৌষধি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যাকে কাজে লাগালে গৃহস্থের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করবে যে নেগেটিভ শক্তি দূরে পালাবে। ফলে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগবে পরিবারে। শুধু তাই নয়, গুড লাকও রোজের সঙ্গী হয়ে উঠবে। ফলে জীবনের ছবিটা মনোরম হয়ে উঠতে যে সময় লাগবে না, তা আর বলার অপেক্ষা রাখে না।

২. বাস্তু দোষ কেটে যায়:

২. বাস্তু দোষ কেটে যায়:

এমনটা বিশ্বাস করা হয় যে কারও বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তাহলে নানবিধ খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। শুধু তাই নয়, পরিবারে অশান্তির মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর সবথেকে চিন্তার বিষয় হল কারও বাড়িতে এমন দোশ আছে কিনা তা জেনে ওটাও সম্ভব নয়। তাই তো প্রায় সবারই বাড়িতে লেবু রাখা উচিত। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে একটা পাতি লেবুকে চার টুকরো করে একটা প্লেটে রেখে তার চারিপাশে চাল দিয়ে একটা বৃত্ত বানিয়ে যদি প্লেটটিকে শোয়ার ঘরের বিছানার নিচে রাখা যায়, তাহলে বাস্তু দোষ কেটে যেতে সময় লাগে না। প্রসঙ্গত, প্রর পর তিনদিন ফ্রেশ লেবু থালায় রেখে তা যদি বিছানার নিচে রাখতে পারেন, তাহলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যায়।

৩. অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমে:

৩. অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমে:

এমনটা বিশ্বাস করা হয় যে লোকের কুনজর এবং অশুভ শক্তির প্রভাবে অনেক সময়ই এমন পরিস্থিতি মাথা চাড়া দিয়ে ওঠে যার প্রভাবে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হয় থাকে, সেই সঙ্গে পকেট খালি হয়ে যেতেও সময় লাগে না। এমন অবস্থায় একটি লেবুকে চার চুকরো করে ঘরের চার কোনায় রেখে দিন। দেখবেন অবস্থার উন্নতি ঘটতে সময় লাগবে না। শুধু তাই নয়, গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির মাত্রা এতটা বৃদ্ধি পাবে যে অনেক অনেক টাকার মলিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে দেখবেন সময় লাগবে না।

৪. কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়:

৪. কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়:

অফিসে চটজলদি পদন্নতি লাভ করতে চান নাকি? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে ৯টা লেবু একটি সেরেমিক পাত্রে রেখে ফ্রিজে রেখে দিতে হবে। এমনটা করলে দেখবেন সফলতার স্বাদ পেতে সময় লাগবে না। শুধু তাই নয়, মাইনেও বাড়বে চোখে পরার মতো। প্রসঙ্গত, মনের মতো চাকরির সন্ধান করছেন যারা, তারাও এই টোটকাটিকে কাজে লাগিয়ে দেখতে পারেন। সুফল যে মিলবে, সে কথা হলফ করে বলতে পারি।

৫. বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে:

৫. বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে:

শাস্ত্র মতে একটি মাঝারি মাপের পাত্রে জল নিয়ে তাতে তিনটি লেবু ফেলে যদি শোয়ার ঘরে রাখা যায়, তাহলে বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী মধ্যে ভালবাসার মাত্রা এতটা বেড়ে যায় যে আনন্দে ভরে ওঠে সংসার।

৬. কালো যাদুর প্রভাব কমে যায়:

৬. কালো যাদুর প্রভাব কমে যায়:

আজকের প্রতিযোগিতাময় বাজারে ইর্ষান্বিত হয়ে বহু মানুষ যে আপনার ক্ষতি করার চেষ্টায় লেগে রয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই! আর এদের মধ্যে কেউ যে ইতিমধ্যেই আপনার উপর যাদু-টোনার প্রয়োগ করেনি, তার নিশ্চয়তা কোথায়! তাই তো বন্ধু নিজেকে এবং পরিবারের বাকি সদস্যদের নানাবিধ ক্ষতির হাত থেকে বাঁচাতে লেবুকে কাজে লাগাতে ভুলবেন না যেন! এক্ষেত্রে তিনটি লেবু বাড়ির তিন কোনায় রাখতে হবে। যখন দেখবেন লেবুটা শুকিয়ে গেছে, তখন বদলে দেবেন। এমনটা করলে দেখবেন যে যতই চেষ্টা করুন না কেন, খারাপ শক্তি আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

Read more about: বিশ্ব
English summary

lemon immersed in a glass of water benefits

Have any of you realised how beneficial and helpful the lemon is when kept in a transparent glass of water, what it does? By keeping a lemon in a glass of water we come to know about the negative or positive vibes in our homes or workplace wherever it’s kept. If the lemon floats, be assured that there is positive around and in case the lemon sinks to the bottom then it’s a bit of concern for you as there is negativity around.
Story first published: Tuesday, August 14, 2018, 15:07 [IST]
X
Desktop Bottom Promotion