For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাশি অনুযায়ী বাড়িতে পোষ্য না আনলে কিন্তু বেজায় বিপদ!

আমরা অনেকেই নানা ধরনের পোষ্য পুষে থাকি। কেই কুকুর পুষতে ভালবাসেন, তো কেউ বিড়াল। আবার কেউ কেউ রঙবে রঙের পাখি নিয়ে আসেন বাড়িতে।

|

আমরা অনেকেই নানা ধরনের পোষ্য পুষে থাকি। কেই কুকুর পুষতে ভালবাসেন, তো কেউ বিড়াল। আবার কেউ কেউ রঙবে রঙের পাখি নিয়ে আসেন বাড়িতে। কিন্তু একটা বিষয় কেউ জানার চেষ্টা করেন না, যে পোষ্যটি বাড়িতে নিয়ে আসা হচ্ছে, তা আদৌ তার রাশির সঙ্গে খাপ খায় কিনা।

আসলে জ্যোতিষশাস্ত্রে বলে আমাদের প্রত্যেকের রাশিই নানাভাবে আমাদের শরীর এবং মনের উপর ছাপ ফেলে থাকে। শুধু তাই নয়, রাশি অনুযায়ী প্রতিটি মানুষের শরীর থেকে একটি শক্তি বা "অরার" বহিঃপ্রকাশ ঘটে। আর যে প্রাণীটিকে পোষ্য হিসেবে বাড়িতে আনা হচ্ছে, তার শরীর থেকেও একই ধরনের "চি" বা অরার বহিঃপ্রকাশ ঘটে থাকে, আর তার সঙ্গে যদি আমাদের শরীর থেকে বেরনো শক্তির মিলমিশ না ঘটে, তাহলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। কিন্তু একবার যদি দুই শক্তি মিলে যায়, তাহলে কিন্তু পরিবারের অন্দরে শুভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। আর এমনটা যখন হয়, তখন জীবন অনন্দে ভরে উঠতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু বাড়িতে কোনও প্রাণীকে পোষ্য হিসেবে আনার কথা যারা ভেবেছেন এবং যাদের বাড়িতে ইতিমধ্য়েই পোষ্য রয়েছে, তারা এই প্রবন্ধটিতে চোখ রাখতে ভুলবেন না যেন! কারণ এই লেখায় রাশি অনুযায়ী কেমন ধরনের প্রাণীকে বাড়িতে আনা যেতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। প্রসঙ্গত, বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর কুষ্টি কেন মেলানো হয় জানা আছে? এক্ষেত্রেও কিন্তু এই একই কারণ দায়ি। আসলে দেখে নেওয়ার চেষ্টা করা হয় রাশির প্রভাবে ছেলের অন্দরে যে শক্তি রয়েছে, তার সঙ্গে মেয়ের শক্তির মিল ঘটছে কিনা।

তাহলে এখন প্রশ্ন হল রাশি অনুযায়ী কেমন ধরনের প্রাণীদের আনা যেতে পারে বাড়িতে?

১. মেষরাশি:

১. মেষরাশি:

বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকাদের কুকুর পোষা উচিত। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এরা যদি পছন্দের কোনও কুকুরকে বাড়িতে নিয়ে আসেন, তাহলে পরিবারে অন্দরে শুভ শক্তির প্রবেশ ঘঠতে সময় লাগে না। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। প্রসঙ্গত, কোনও কোনও জ্যোতিষী তো এও বলেন যে মেষরাশির অধিকারীরা যদি বাড়িতে ল্যাব্রাডর গোছের কুকুর নিয়ে আসেন, তাহলে বেশি উপকার পাওয়া যায়।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

খেয়াল করে দেখা গেছে এই রাশির জাতকেরা সাধারণত পছন্দের মানুষ ছাড়া কারও সঙ্গে আড্ডা মারতে বা সময় কাটাতে পছন্দ করেন না। তাই এমন চরিত্রের মানুষের জন্য বিড়াল, পোষ্য হিসেবে দারুন চয়েজ হতে পার। শুধু তাই নয়, এই রাশির সঙ্গে দারুন খাপ খায় বিড়ালের "চি" বা দৈহিক শক্তি। তাই তো বলি বন্ধু, বাড়িতে পোষ্য রাখার যদি খুব ইচ্ছা হয়, তাহলে বিড়ালের কোনও বিকল্প হয় না বললেই চলে।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এরা অচেনা মানুষের সঙ্গে মিশতে বেজায় পছন্দ করেন। শুধু তাই নয়, অচেনাকে জানার প্রগাঢ় ইচ্ছা থাকে এদের মনে। তাই তো যে কোনও বাঁধাকে পেরিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে এদের কেউ আটকাতে পারে না। প্রসঙ্গত, এমন চরিত্রের মানুষের জন্য টিয়া পাখি বা তোতা পাখি দারুন পোষ্য হতে পারে। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশি জাতক-জাতিকারা যদি টিয়া পাকি বাড়িতে নিয়ে আসেন, তাহলে ব্যাড লাকের প্রভাব কেটে যায়। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

এরা বেজায় ইমোশনাল হন। তাই তো কথায় কথায় দুঃখ পেয়ে যান। এমন মানুষদের তাই তো পোষ্য হিসেবে কুকুর অথবা গোল্ড ফিশ দারুন চয়েজ হতে পারে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের প্রাণীদের বাড়িতে এনে রাখলে মন খারাপের মেঘ কেটে যেতে সময়ই লাগে না। সেই সঙ্গে আরও নানাবিধ উপকার পাওয়া যায়। এবার নিশ্চয় বুঝেছেন কেন কর্কটরাশির জাতক-জাতিকাদের কুকুর বা গোল্ডফিশ পোষার পরামর্শ দেওয়া হয়।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

বিশেষজ্ঞদের মতে এরা পোষ্য হিসেবে যদি ঘোড়াকে রাখতে পারেন, তাহলে দারুন উপকার পাওয়া যায়। কিন্তু সবার পক্ষে যেহেতু ঘোড়া পোষা বেজায় মুশকিল, তাই এই রাশির জাতক-জাতিকারা বাড়িতে ঘোড়ার ছবি বা মূর্তি এনেও রাখতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে এমনটা করলেও নাকি সমান উপকার পাওয়া যায়।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

বাকি জীবনটা যদি সুখ-শান্তিতে কাটাতে চান, তাহলে কন্যারাশির জাতকেরা মাছ পুষতে ভুলবেন না। কারণ এমনটা করলে গৃহস্থের অন্দরে উপস্থিত খারাপ শক্তি দূরে পালায়। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে স্ট্রেস লেভেল কমতেও সময় লাগে না।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির অধিকারীরা যদি বাড়িতে পার্সিয়ান হোয়াইট ক্যাট অথবা রাশিয়ান ক্যাট আনেন, তাহলে গৃহস্থে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম উন্নতি লাভের পথও প্রশস্ত হয়।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

বিশেষজ্ঞদের মতে এরা যদি বাড়িতে সাপের ছবি বা সাপের শোপিস এনে রাখেন, তাহলে দারুন সব উপকার মেলে। এক্ষেত্রে প্রথমেই খারাপ শক্তি দূরে পালাতে শুরু করে। ফলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে জীবন অন্দে ভরে উঠতে সময় লাগে না।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

প্রতিদিন যাদের যত্ন নিতে হয়, এমন প্রাণী এদের বাড়িতে আনা একেবারেই উচিত নয়, বরং মাছ বা কচ্ছপের মতে প্রাণীকে পোষ্য হিসেবে রাখলে কিন্তু দারুন সব উপকার মিলতে পারে।

১০. মকররাশি:

১০. মকররাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির জাতক-জাতিকাদের গ্রহ শান্তির জন্য বাড়িতে গরু পোষা উচিত। কিন্তু বাস্তবে অনেকের পক্ষেই এমনটা করা সম্ভব নয়। তাই আজই পিতলের একটা গরুর মূর্তি এন ড্রয়িং রুমে রাখুন। তারপর দেখুন কেমন সব উপকার পান।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

এরা কোনও ধরনের দায়িত্বের জালে একেবারেই জড়াতে চান না। তাই তো কুম্ভরাশির জাতক-জাতিকাদের জন্য লাভ বার্ডের থেকে ভাল পোষ্য আর কিছু হতে পারে না। শুধু তাই নয় এই রাশির সঙ্গে মিল মিশ দারুন হয় এমন পাখিদের। ফলে নানাবিধ উপকার মিলতে সময় লাগে না।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

এদের যা চরিত্র হয়, তাতে মীনরাশির অধিকারীরা যদি খরগোশ পোষেন, তাহলে কিন্তু দারুন উপকার পাওয়া যায়।

Read more about: বিশ্ব
English summary

Know which pet would bring you good luck and fortune according to zodiac sign!

Our zodiac heavily influences our personalities, which in turn affects the aura around the house. Similarly, each animal has its own ‘Chi’ that once enters the household, will mix in with the rest of the flowing energies around the home.Like we look for compatibility in our partners, we must not ignore the same when it comes to choosing a pet. So, to know which pet is best suited according to your zodiac, read ahead...
Story first published: Monday, June 25, 2018, 12:45 [IST]
X
Desktop Bottom Promotion