For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ভারতীয় সাজে কঙ্গনা থেকে অনুষ্কা

|

ছবিতে যতই খোলামেলা পোশাক পড়তে হোক না কেন, আজকাল বলিউডে বা অন্যান্য মহিলা সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় পোশাকের দিকে একটু ঝোঁক বেড়েছে।

বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, শ্রীদেবীর মতো অভিনেত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ অনুষ্ঠানে শাড়ি বা লহেঙ্গা পড়াই পছন্দ করেন বেশি। এখনও অবশ্য শ্রুতি হাসান থেকে কঙ্গনাকেও বহু অভিনেত্রীকেই ডিজাইনার শাড়ি, লহেঙ্গা বা আনারকলি স্যুটে দেখা যাচ্ছে।

এমনই কিছু তারকার অফস্ক্রিন ভারতীয় লুক তুলে ধরা হল।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

সুনীত বর্মার সামন পিঙ্ক শাড়িতে আরও সুন্দরী হয়ে উঠেছেন কঙ্গনা রানাউত। গলায় ভারী হিরের গয়না। কানেরদুলও মানানসই। মেক আপও খুব হালকা। মাথায় আগোছালো আলতো খোপা। কঙ্গনার শাড়ির সঙ্গে একেবারে মানানসই।

সানিয়া মির্জা

সানিয়া মির্জা

সানিয়া খেলার দুনিয়ার তারকা হলেও স্টাইল স্টেটমেন্টে অভিনেত্রীদের থেকে কোনও অংশে কম যান না তিনি। ডবলসে বিশ্বের ১ নম্বর হওয়ার পর ফলকনুমা প্যালেসে একটি বিশেষ অনুষ্ঠানে অনুশ্রী রেড্ডির লেহঙ্গায় আরও বেশি ভারতীয় হয়ে উঠেছেন সানিয়া। শাটিনের ফ্লোরাল শিয়ার পিঙ্ক লেহঙ্গাটিতে আভিজাত্য রয়েছে। এই সাজের সঙ্গে চড়া মেক আপও প্রয়োজন। লহেঙ্গার সঙ্গে ভারী গয়না খোলা চুল।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

বেজিংয়ে এনএইচ ১০-এর স্ক্রিনিংয়ে অনুষ্কা শর্মার আইভোরি সোনালি লহেঙ্গা সবার নজর কেড়েছে। সোনালি ব্লাউজে সরু সরু আইভরি স্ট্রাইপ, আইভরি লহেঙ্গায় ভারি সোনালি কাজ, ওড়নাও মানানসই। তবে চুলের ওই খোঁপার বদলে অন্য কোনও হেয়ারস্টাইল ট্রাই করতে পারতেন অনুষ্কা। তবে গহনা বাছাইয়ে কোনওরকম ভুল চুক করেননি অনুষ্কা।

জেনেলিয়া ডিসুজা

জেনেলিয়া ডিসুজা

ভাইয়ের বিয়েতে সব্যসাচী লহেঙ্গায় জেনেলিয়া একেবারে আদ্যোপান্ত ভারতীয়। সঙ্গে ভারি গহনা, খোপায় ফুলের মালায় মিষ্টি জেনেলিয়া একেবারে সুন্দরী মহিলা।

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

এই প্রথমবার নয় যখন অ্যাশকে ভারতীয় পোশাকে আমরা দেখলাম। তবে এতটাই অপরূপ সুন্দর লাগছেন অ্যাশ যে আমরা তাঁকে তালিকা থেকে বাদ দিতে পারলাম না।

চিত্রাঙ্গদা সিং

চিত্রাঙ্গদা সিং

উজ্জ্বল হলুদ হাতকাটা সালোয়ার কামিজে অনবদ্য চিত্রাঙ্গদা।

শ্রুতি হাসান

শ্রুতি হাসান

সিল্কের শাড়ি, বালতি হাতা কাঞ্জিভরম ব্লাউজ, ছোট্ট টিপ, হাল্কা মেকআপ আর ভারি কানের দুলে অনবদ্য শ্রুতি।

English summary

(pic) Kangana to Anushka, some bolly beauties in Traditional look

Kangana to Anushka, some bolly beauties in Traditional look
Story first published: Sunday, May 3, 2015, 14:41 [IST]
X